WBP কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট | West Bengal Police Constable Preliminary Practice Set-02
![]() |
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট PDF |
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি WBP কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট 2024 PDF এই পোস্টটি নিয়ে। যেহেতু তোমরা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো আবার কনস্টেবলের পরীক্ষা সামনেই চলে আসেছে সেহেতু এই প্র্যাকটিস সেটটি তোমাদের খুবই কাজে আসবে। আমরা এই সেটটি সংক্ষিপ্ত আকারে শেয়ার করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
সুতরাং আর কোন রকম সময় নষ্ট না করে, হাতে খাতা পেন নিয়ে প্র্যাকটিস সেটটি প্র্যাকটিস করতে শুরু করে দাও।
WBP কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট
01. Economic Drain Theory -এর প্রবক্তা কে ?
🅐 দাদাভাই নওরোজি
🅑 মহত্মা গান্ধী
🅒 খান আব্দুল গফফর খান
🅓 মৌলানা আবুল কালাম আজাদ
🅐 দাদাভাই নওরোজি
🅑 মহত্মা গান্ধী
🅒 খান আব্দুল গফফর খান
🅓 মৌলানা আবুল কালাম আজাদ
02. পৃথিবীর শুষ্কতম স্থান কোন দেশে অবস্থিত ?
🅐 কেনিয়া
🅑 চিলি
🅒 কঙ্গো
🅓 লিবিয়া
03. কর্ণাটকের কোন নদীতে যোগ জলপ্রপাত আছে ?
🅐 কাবেরী
🅑 গোদাবরী
🅒 সরাবতী
🅓 কৃষ্ণা
04. আনন্দভবন কে তৈরি করান ?
🅐 আনন্দমোহন বসু
🅑 জওহরলাল নেহেরু
🅒 মহাত্মা গান্ধী
🅓 মোতিলাল নেহেরু
05. মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কোনটি ?
🅐 তামা
🅑 অ্যালুমিনিয়াম
🅒 রুপো
🅓 লোহা
06. ভিল উপজাতি ভারতের কোন অঞ্চলে বসবাস করে ?
🅐 উত্তর ভারত
🅑 মধ্য ভারত
🅒 পশ্চিম ভারত
🅓 পূর্ব ভারত
07. নীচের কোনটি “কার্বলিক অ্যাসিড” নামে পরিচিত ?
🅐 অক্সালিক অ্যাসিড
🅑 অ্যাসিটিক অ্যাসিড
🅒 ফেনল
🅓 ইথানল
08. যোজনা আয়োগের সভাপতি কে ?
🅐 অর্থমন্ত্রী
🅑 রাষ্ট্রপতি
🅒 উপরাষ্ট্রপতি
🅓 প্রধানমন্ত্রী
09. কোন দেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমানা সবচেয়ে দীর্ঘ ?
🅐 চীন
🅑 নেপাল
🅒 বাংলাদেশ
🅓 পাকিস্থান
10. রিজার্ভ ব্যঙ্ক অফ ইন্ডিয়া (RBI) -এর কবে জাতীয়করণ করা হয় ?
🅐 ১৯৪৯ সালে
🅑 ১৯৫০ সালে
🅒 ১৯৩৯ সালে
🅓 ১৯৫৯ সালে
11. Bird Photographer of the Year 2021 জিতলেন Alejandro Prieto, তিনি কোন দেশের ফটোগ্রাফার ?
🅐 জাপান
🅑 মেক্সিকো
🅒 ফিলিপাইন
🅓 ইউক্রেন
12. সম্প্রতি Apple এবং Google পেমেন্ট অ্যাপ ব্যান করলো কোন দেশ ?
🅐 চীন
🅑 জাপান
🅒 অস্ট্রেলিয়া
🅓 দক্ষিণ কোরিয়া
13. World University Rankings 2022-এ প্রথম স্থানে আছে কোন ইউনিভার্সিটি ?
🅐 হাভার্ড ইউনিভার্সিটি
🅑 MIT
🅒 অক্সফোর্ড ইউনভার্সিটি
🅓 কেমব্রিজ ইউনিভার্সিটি
14. সম্প্রতি New Development Bank-এর নতুন সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হলো কয়টি দেশ ?
🅐 ৪টি
🅑 ৩টি
🅒 ৫টি
🅓 ৬টি
15. মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য ‘Saath’ ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন রাজ্য ?
🅐 মনিপুর
🅑 পশ্চিমবঙ্গ
🅒 নাগাল্যান্ড
🅓 জম্মু-কাশ্মীর
16. কৃষ্ণ মৃত্তিকা কি চাষের জন্য বিখ্যাত ?
🅐 ধান
🅑 তুলা
🅒 গম
🅓 চা
17. কোন দেশকে "উদীয়মান সূর্যের দেশ" বলা হয় ?
🅐 রাশিয়া
🅑 জাপান
🅒 অস্ট্রেলিয়া
🅓 জার্মানি
18. নীচের কোনটি চৌম্বক পদার্থ নয় ?
🅐 নিকেল
🅑 ইস্পাত
🅒 কোবাল্ট
🅓 পিতল
19. দৃষ্টিহীনদের পঠন পদ্ধতির আবিষ্কর্তা কে ?
🅐 পিয়েরি কুরি
🅑 ব্রাটান্ড রাসেল
🅒 টমাস এডিশন
🅓 লুই ব্রেই্রিথিব
20. পৃথিবীর সবচেয়ে বড়ো মেট্রোপলিটন শহর কোনটি ?
🅐 নিউইয়র্ক
🅑 বেজিং
🅒 সিডনি
🅓 টোকিও
21. প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি ?
🅐 রক্ত কোষ
🅑 পেশী কোষ
🅒 স্নায়ু কোষ
🅓 যকৃৎ কোষ
22. হলুদের কোন যৌগটি জীবাণুনাশক হিসাবে কাজ করে ?
🅐 কারকিউনিক
🅑 অ্যালিসিনি
🅒 পিপেরাইন
🅓 মারফত
23. দামোদর নদ কোন নদীতে মিশেছে ?
🅐 গঙ্গা
🅑 হুগলী
🅒 শোন
🅓 গণ্ডক
24. নিম গাছের কোন অংশ বহুমুত্র নিরাময়ে কাজে লাগে ?
🅐 কাণ্ড
🅑 মূল
🅒 পাতা
🅓 ফল
25. কুঁড়ি থেকে ফুল ফোটা কোন ধরনের চলন ?
🅐 ট্রাফিক চলন
🅑 ট্যাটিক চলন
🅒 ন্যাস্টিক চলন
🅓 উপরের কোনটি নয়
26. কোন বর্ণের আলোর উপস্থিতিতে সালোকসংশ্লেষ বন্ধ হয়ে যায় ?
🅐 কালো
🅑 নীল
🅒 লাল
🅓 সাদা
27. রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহার করা হয় ?
🅐 ড্রিজেল
🅑 পেট্রোল
🅒 তরল হাইড্রোজেন
🅓 উপরের কোনটি নয়
28. কবে কলকাতা বিশ্ববিদ্যালায় স্থাপিত হয় ?
🅐 ১৮৫৭
🅑 ১৮৫০
🅒 ১৮৫৬
🅓 ১৮৫৮
29. গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয় ?
🅐 নিউইয়র্ক
🅑 টোকিয়ও
🅒 লাহোর
🅓 সানফ্রান্সিসকো
30. তড়িৎদ্বার রূপে কি ব্যবহার করা হয় ?
🅐 গ্রাফাইট
🅑 হীরক
🅒 কোক
🅓 চারকোল
31. একটি ২০০ মিটার দীর্ঘ ট্রেন একটি সিগনাল পোস্ট ১২ সেকেন্ডে অতিক্রম করে। কিলোমিটার প্রতি ঘণ্টা হিসাবে ট্রেনটির গতিবেগ কত ?
🅐 ৬০
🅑 ৬৫
🅒 ৬৯
🅓 ৭১
32. বিশাল বছরের শুরুতে ৭,৫০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে সৌরভ ১৮,০০০ টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজনে সমান লভ্যাংশ পায়। সৌরভ কত মাসের জন্য ব্যবসায় যোগ দিয়েছিল ?
🅐 ৭ মাস
🅑 ৩ মাস
🅒 ৫ মাস
🅓 ৪ মাস
33. দুধ ও জল মিশ্রিত একটি পাত্রে দুধ ও জলের অনুপাত ৭ : ৩, ওই পাত্রে আরও ৬ লিটার দুধ মেশালে ওই অনুপাতে ৩ : ১ হয়। তবে পাত্রে জলের পরিমাণ কত লিটার ?
🅐 ১৫ লিটার
🅑 ১৩ লিটার
🅒 ৯ লিটার
🅓 ৫ লিটার
34. দিপঙ্কর ও পুস্কর একটি যৌথ ব্যবসায় ৫ : ৩ অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি মোট লভ্যাংশের ১০% দান করার পর দিপঙ্কর লভ্যাংশ পায় ৯০০ টাকা। তবে মোট লভ্যাংশ কত ?
🅐 ১,৬০০ টাকা
🅑 ১৪,০০ টাকা
🅒 ১,৫০০ টাকা
🅓 ২,৮০০ টাকা
35. ১ মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকাকৃতির বাক্সে ১০ সেমি বাহু বিশিষ্ট কতগুলি ঘনক রাখা সম্ভব ?
🅐 ১০
🅑 ১০০
🅒 ১০০০
🅓 ১০,০০
36. পার্থ, বনশ্রী ও তনশ্রী একটি যৌথ ব্যবসায় ২ : ৫ : ৭ অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত ৩ : ৪ : ৫ হয় তবে তাদের লাভের অনুপাত কত ?
🅐 ১২ : ১০ : ১৫
🅑 ১৫ : ১২ : ১০
🅒 ৬ : ২৫ : ১৫
🅓 ৬ : ২০ : ৩৫
37. একটি গ্রামের বর্তমান জনসংখ্যা ৬৭,৬০০। প্রতি বছর ৪% হারে বাড়লে ২ বছর আগে ওই গ্রামের জনসংখ্যা কত ছিল ?
🅐 ৬২,৫০০ জন
🅑 ৬৪,৭৫৬ জন
🅒 ৬৩,০০০ জন
🅓 ৬৫,২০০ জন
38. একটি বাক্সে সমসংখ্যক ১ টাকা, ৫০ পয়সা ও ২৫ পয়সা আছে। বাক্সে মোট ৩৫ টাকা থাকলে, প্রত্যেক মুদ্রার সংখ্যা কত ?
🅐 ২৫ টি
🅑 ৩০ টি
🅒 ২০ টি
🅓 ১৫ টি
39. একটি বিদ্যালয়ে বালক ও বালিকার সংখ্যার অনুপাত ৭ : ১৩ বিদ্যালয়ে মোট বালক বালিকার সংখ্যা ৪০০ হলে, বালক বালিকার সংখ্যার পার্থক্য কত ?
🅐 ১৬৫ জন
🅑 ১৫০ জন
🅒 ১২০ জন
🅓 ১৩০ জন
40. রাজা, অভি ও বিমল ৩ : ৫ : ৭ অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করল। রাজা ৯,০০০ টাকা বিনিয়োগ করে থাকলে মোট বিনিয়োগের পরিমাণ কত টাকা ?
🅐 ৪২,০০০ টাকা
🅑 ৪৩,০০০ টাকা
🅒 ৪৪,০০০ টাকা
🅓 ৪৫,০০০ টাকা
41. শনিবার প্রজাতন্ত্র দিবসের কারনে ছুটি ছিল, পরের মাসের ১৪ তারিখে বসন্ত পঞ্চমীর কারনে ছুটি ছিল। তাহলে ১৪ তারিখ কি বার ছিল ?
🅐 বৃহস্পতিবার
🅑 সোমবার
🅒 মঙ্গলবার
🅓 শনিবার
42. NSI, ORG, PQE, QPC, ?
🅐 APR
🅑 BQA
🅒 ROA
🅓 BQD
43. একটি ঘড়ি প্রতি ঘণ্টায় ১.৫ মিনিট ফাস্ট হয়ে যায়। দুপুর ১২ টায় ঘড়িটিকে সঠিক সময়ের সাথে মেলানো হল। সকাল ৪ টের সময় ঘড়িতে কটা বাজবে ?
🅐 ৪ : ২৪ AM
🅑 ৪ : ১৫ AM
🅒 ৪ : ৩০ AM
🅓 ৪ : ৪৫ AM
44. এক ব্যক্তি দক্ষিণ দিকে ১৫ মিটার গেল। তারপর সে তার ডানদিকে ঘুরে ১৫ মিটার হাঁটল। তারপর সে তার বামদিকে ঘুরে সে আরও ১০ মিটার হাঁটল। পুনরায় সে আবার বামদিকে ঘুরল এবং ১৫ মিটার হাঁটল। সে তার প্রারম্ভিক স্থান থেকে কত দূরে আছে ?
🅐 ১০ মিটার
🅑 ১৫ মিটার
🅒 ২৫ মিটার
🅓 ৩০ মিটার
45. কোন জুড়িটি সঠিক নয় ?
🅐 বস : গ্যাং
🅑 ক্যাপটেন : টিম
🅒 প্রধানমন্ত্রী : ক্যাবিনেট
🅓 শিল্পী : ট্টুপ
46. ১, ৬, ১৩, ২২, ৩৩, ?
🅐 ৪৪
🅑 ৪৭
🅒 ৪৫
🅓 ৪৬
47. নিম্বের শব্দগুলিকে যুক্তিপূর্ণ ভাবে সাজাও।
১.দণ্ডাদেশ ২. জেল ৩. গ্রেপ্তার ৪. অপরাধ ৫. ন্যায়বিচার
🅐 ২৩১৪৫
🅑 ৪৩৫২১
🅒 ৪৩৫১২
🅓 ৫১২৩৪
48. একজন ভদ্রমহিলাকে দেখিয়ে একজন ভদ্রলোক বললেন, ‘তার মা আমার মায়ের একমাত্র কন্যা।’ তাহলে ভদ্রলোক ভদ্রমহিলার কে হয় ?
🅐 পিতা
🅑 কাকা
🅒 মামা
🅓 ভাই
49. নীচের বামদিক থেকে বারোতম অক্ষরের পরে এবং ডানদিক থেকে তেরোতম অক্ষরেরে আগে কোন অক্ষরটি আছে ?
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
🅐 K
🅑 L
🅒 N
🅓 M
50. যদি সাংকেতিক ভাষায় দিল্লিকে CCIDD লেখা হয়, তাহলে BOMBAY কে কীভাবে লেখা হবে ?
🅐 AMJXVS
🅑 AJMTVT
🅒 WXQZMX
🅓 MXJVUS
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট
File Format: PDF
No. of Pages: 09
File Size: 374 KB
No comments:
Post a Comment