Breaking




Wednesday, 31 July 2024

বিভিন্ন দেশের উপজাতির নাম তালিকা PDF

বিভিন্ন দেশের উপজাতি তালিকা PDF | Tribes of Various Countries

বিভিন্ন দেশের উপজাতির তালিকা PDF
বিভিন্ন দেশের উপজাতির তালিকা PDF
নমস্কার বন্ধুরা,
তোমরা আজকে জানতে চলেছো বিভিন্ন দেশের উপজাতির তালিকা PDF এই পোস্টটি সম্পর্কে। যে তালিকাটির মধ্যে দেওয়া আছে বিভন্ন দেশ অনুযায়ী কিছু উল্লেখযোগ্য উপজাতির নাম। যা তোমাদের আগত সকল চাকরির পরীক্ষা গুলির জন্য দারুন ভাবে কাজে আসবে। 
তাই দেরি না করে করে নীচের দেওয়া উপজাতি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য এবং তালিকাটি মনোযোগ সহকারে দেখে নাও এবং পারলে PDF-টি সংগ্রহ করে নাও যাতে পরবর্তী সময়ে অফলাইনে পড়তে পারো।

উপজাতি মানে কি ?
সাধারণভাবে, একটি উপজাতি হল এমন একটি গোষ্ঠী যারা একসাথে বসবাস করে এবং একটি সাধারণ ভাষা, সংস্কৃতি বা ইতিহাস ভাগ করে। উপজাতিদের প্রায়ই একটি সাধারণ পূর্বপুরুষ থাকে এবং তারা তাদের নিজস্ব বদ্ধ সমাজে বাস করে।

উপজাতি বলতে কি বুঝায় ?
একটি উপজাতি হল এমন একদল লোক যারা একসাথে বসবাস করে, একই ভাষা, সংস্কৃতি এবং ইতিহাস ভাগ করে এবং শহর বা শহরের বাইরে থাকে। বনজ দ্রব্য ও জমি তাদের জীবিকার উৎস।

উপজাতি কাকে বলে ?
উপজাতি এমন জনগোষ্ঠীগুলোকে বুঝায় যারা আলাদা রাষ্ট্র গঠন করতে পারেনি কিন্তু নিজস্ব একটি আলাদা সংস্কৃতি গড়ে তুলেতে সমর্থ হয়েছে। মূলত‍ঃ রাষ্ট্রের সাথে সম্পর্কের ভিত্তিতে জাতি বা উপজাতি নির্দিষ্টকরণ হয়ে থাকে।

বিভিন্ন দেশের উপজাতির তালিকা

উপজাতি অবস্থান
মগ বাংলাদেশ
আফ্রিদি পাকিস্তান
গোর্খা নেপাল
শেরপা নেপাল, তিব্বত
মাউরি নিউজিল্যান্ড
পিগমি কঙ্গো, আফ্রিকা
মাসাই কেনিয়া, তানজানিয়া
এস্কিমো গ্রিনল্যান্ড, কানাডা, আলাস্কা, সাইবেরিয়া
ফ্লেমিং বেলজিয়াম
হটেনটট দক্ষিন-পশ্চিম আফ্রিকা
তাতার পশ্চিম-মধ্য রাশিয়া
আইনুস জাপান
গুইকাস আমাজন জঙ্গল
কালমিক রাশিয়া
তুর্রেগস সাহারা
ভাইকিং নরওয়ে
হ্যামাইট উত্তর আফ্রিকা
নিগ্রো আফ্রিকা
বেদুইন আরব
বুশম্যান নামিবিয়ার কালাহারি মরুভূমি
জুলু দক্ষিন আফ্রিকা
পাপুয়ান নিউ গিনি
কুর্দি ইরাক, ইরান, তুরস্ক
কিরগিজ মধ্য এশিয়া
রেড ইন্ডিয়ান উত্তর আমেরিকা
ফুলানি পশ্চিম আফ্রিকা
আলেউটস আলাস্কা
ইয়াকুটস রাশিয়া, ইউক্রেন, কাজাখস্তান
তাপিরো পাপুয়া নিউ গিনি
হৌসা উত্তর নাইজেরিয়া

বিভিন্ন দেশের উপজাতির নাম PDF-টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details ::

File Name:  বিভিন্ন দেশের মুদ্রার নাম

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  191 KB 


No comments:

Post a Comment