Breaking




Wednesday, 26 June 2024

বিভিন্ন দেশের মুদ্রার নাম PDF

বিভিন্ন দেশের মুদ্রার নাম তালিকা PDF | List of currency names of different countries

বিভিন্ন দেশের মুদ্রার নাম তালিকা PDF || List of currency names of different countries
বিভিন্ন দেশের মুদ্রার নাম তালিকা PDF || List of currency names of different countries
ডিয়ার ছাত্রছাত্রী,
তোমাদের সঙ্গে আজকে বিভিন্ন দেশের মুদ্রার নাম তালিক PDF এই পোস্টটি প্রশ্ন উত্তর আকারে PDF-টি শেয়ার করছি। তোরা যারা এর আগে বিভিন্ন চাকরীর পরীক্ষায় বসেছো তোমরা হয়তি এই টপিকটি থেকে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হয়েছো এবং যারা এখনও চাকরীর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো বা এখনও বসোনি তোমরা অবশ্যই এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ো। 

বিভিন্ন দেশের মুদ্রার নাম তালিকা 

বাংলাদেশের মুদ্রার নাম কি ?
টাকা

 ভারতের মুদ্রার নাম কি ?
➺ রূপি

 শ্রীলঙ্কার মুদ্রার নাম কি ?
➺ রুপি

 পাকিস্তানের মুদ্রার নাম কি ?
➺ রুপি

 নেপালের মুদ্রার নাম কি ?
➺ রুপি

 ভুটানের মুদ্রার নাম কি ?
➺ গুলট্রাম

 অস্ট্রিয়ার মুদ্রার নাম কি ?
➺ ইউরো

 অস্ট্রেলিয়ার মুদ্রার নাম কি ?
➺ ডলার

 নিউজিল্যান্ডের মুদ্রার নাম কি ?
➺ ডলার

 আমেরিকার মুদ্রার নাম কি ?
➺ ডলার

 চীনের মুদ্রার নাম কি ?
➺ রেনমিনবি

 ইংল্যান্ডের মুদ্রার নাম কি ?
➺ পাউন্ড স্টারলিং

 ব্রাজিলের মুদ্রার নাম কি ?
➺ রিয়েল

 আফগানিস্তানের মুদ্রার নাম কি ?
➺ আফগানি

 সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি ?
➺ ফ্রাঙ্ক

 রাশিয়ার মুদ্রার নাম কি ?
➺ রুবেল

 স্পেনের মুদ্রার নাম কি ?
➺ ইউরো

 মালয়েশিয়ার মুদ্রার নাম কি ?
➺ রিংগিট

 ইতালির মুদ্রার নাম কি ?
➺ ইউরো

 ইরাকের মুদ্রার নাম কি ?
➺ দিনার

 ইরানের মুদ্রার নাম কি ?
➺ রিয়াল

 জাপানের মুদ্রার নাম কি ?
➺ ইয়েন

 সৌদি আরবের মুদ্রার নাম কি ?
➺ রিয়াল

 ভিয়েতনামের মুদ্রার নাম কি ?
➺ ডং

 মালদ্বীপের মুদ্রার নাম কি ?
➺ রূফিয়া

 জার্মানির মুদ্রার নাম কি ?
➺ ইউরো

 গ্রীসের মুদ্রার নাম কি ?
➺ ইউরো

 মায়ানমারের মুদ্রার নাম কি ?
➺ কিয়াত

 পর্তুগালের মুদ্রার নাম কি ?
➺ ইউরো

 আর্জেন্টিনার মুদ্রার নাম কি ?
➺ পেসো

 দক্ষিন আফ্রিকার মুদ্রার নাম কি ?
➺ Rand

 কিউবার মুদ্রার নাম কি ?
➺ পেসো

 ফ্রান্সের মুদ্রার নাম কি ?
➺ ইউরো

 সুইডেনের মুদ্রার নাম কি ?
➺ ক্রনা

 ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি ?
➺ রুপিয়া

 মঙ্গোলিয়ার মুদ্রার নাম কি ?
➺ তগরগ

 ডেনমার্কের মুদ্রার নাম কি ?
➺ ক্রোনি

 সিরিয়ার মুদ্রার নাম কি ?
➺ পাউন্ড

 থাইল্যান্ডের মুদ্রার নাম কি ?
➺ বাথ(Baht)

 ইজরায়েলের মুদ্রার নাম কি ?
➺ শেকেল

 কেনিয়ার মুদ্রার নাম কি ?
➺ শিলিং

মুদ্রার নামের PDF-টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details ::

File Name:  বিভিন্ন দেশের মুদ্রার নাম

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  304 KB


No comments:

Post a Comment