Breaking




Wednesday, 26 June 2024

SSC CGL Notification 2024 :: 17,727 শূন্যপদে SSC CGL পরীক্ষায় নিয়োগ 2024

SSC CGL Notification 2024 :: 17,727 শূন্যপদে SSC CGL পরীক্ষায় নিয়োগ 2024

SSC CGL Notification 2024
SSC CGL Notification 2024
সুপ্রিয় বন্ধুরা,
অনেকদিন পর তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটি চাকরির খবর নিয়ে, যে খবরটি তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার। গত কয়েকদিন আগে SSC বোর্ডের পক্ষ থেকে CGL পরীক্ষার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকে আমরা তোমাদের জন্য সেই বিজ্ঞপ্তিটির সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন শেয়ার করলাম। 
সুতরাং তোমরা যারা এই পরীক্ষায় বসতে ইচ্ছুক অবশ্যই আমাদের দেওয়া উল্লেখযোগ্য তথ্য গুলি মনোযোগ সহকারে দেখে নাও এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দাও। 

পরীক্ষার নাম :: CGL 

মোট শূন্যপদ :: ১৭,৭২৭টি

শিক্ষাগত যোগ্যতা :: প্রার্থীকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন পাশ করতে হবে।

বয়সসীমা :: বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম বয়সসীমা রাখা হয়েছে। তবে নুন্যতম ১৮ থেকে ৩২ বছরের মধ্যে বয়স হতে হবে।

মাসিক বেতন :: ২৫,৫০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত।

আবেদন পদ্ধতি :: প্রার্থীদের কেবল অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন মূল্য :: Gen & OBC প্রার্থীদের জন্য ১০০ টাকা। তবে SC, ST, PwBD, ESM, Women প্রার্থীদের ক্ষেত্রে কোনোরকম টাকা লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ :: 

আবেদন শুরু ২৪শে জুন ২০২৪
আবেদন শেষ ২৪শে জুলাই ২০২৪

গুরুত্বপূর্ণ লিংক ::

অফিশিয়াল ওয়েবসাইট  Click Here
টেলিগ্রাম চ্যানেল লিংক Click Here


No comments:

Post a Comment