ভারতীয় টাকার প্রাদেশিক নাম তালিকা PDF | List of provincial names of Indian rupees
![]() |
ভারতীয় টাকার প্রাদেশিক নাম তালিকা PDF |
Hello,
আমরা তোমাদের সঙ্গে শেয়ার করচ্ছি ভারতীয় টাকার প্রাদেশিক নাম তালিকা PDF যে PDF-টিতে সুন্দর ভাবে তালিকা আকারে সাজিয়ে দেওয়া আছে। তোমাদের পড়ে অবশ্যই ভালো লাগবে এবং এই পোস্টটি বিভিন্ন পরীক্ষার জন্য খুবি উপকারি একটি পোস্ট।
তোমারা কোনো রকম সময় নষ্ট না করে নীচের দেওয়া তালিকা টি মুখস্থ করে নাও এবং PDF-টি সংগ্রহ করে নাও যাতে পরবর্তী সময়ে পড়তে পারো।
ভারতীয় টাকার প্রাদেশিক নাম তালিকা
ভাষার নাম | টাকার নাম | বাংলায় নাম |
---|---|---|
বাংলা | টাকা | টাকা |
হিন্দি | रुपया | রুপায়া |
ইংরেজি | Rupee | রুপি |
অসমীয়া | টকা | টকা |
ওড়িয়া | ଟଙ୍କା | টঙ্কা |
নেপালি | रुपियाँ | রুপিয়াঁ |
উর্দু | روپیہ | রূপয়া |
সংস্কৃত | रूप्यकम् | রূপ্যকম্ |
মালয়ালম | രൂപ | রূপ |
গুজরাতি | રૂપિયો | রুপিয়ো |
তেলুগু | రూపాయి | রুপাই |
তামিল | ரூபாய் | রূবাই |
পাঞ্জাবি | ਰੁਪਈਆ | রুপঈয়া |
মারাঠি | रुपये | রুপায়ে |
কোঙ্কণী | रुपया | রুপয়া |
কাশ্মীরি | روپے | রপ্যিহ্ |
কন্নড় | ರೂಪಾಯಿ | রুপাই |
ভারতীয় টাকার প্রাদেশিক নাম তালিকা PDF-টি বিনামূল্যে পেতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: ভারতীয় টাকার প্রাদেশিক নাম তালিকা
File Format: PDF
No. of Pages: 01
File Size: 128 KB
আরও পোস্টের নাম | পোস্টের লিঙ্ক |
---|---|
ভারতের বিখ্যাত মন্দির সমূহ | Click Here |
ভারতীয় রেলওয়ে জোন ও সদর দপ্তর | Click Here |
No comments:
Post a Comment