ITBP Recruitment 2024 :: ভারতীয় সেনায় ITBP তে কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি 2024
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি একটি দুর্দান্ত চাকরির খবর। আমরা আজ কিছুদিন আগে প্রকাশিত হওয়া ভারতীয় সেনায় ITBP তে কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি 2024 এই চাকরির খবরটি নিয়ে তোমাদের জন্য হাজির হয়েছি।
তাই তোমরা দেরি না করে অবিলম্বে নীচে দেওয়া উক্ত বিজ্ঞপ্তিতে আবেদনের প্রয়োজনীয় নির্দেশিকা গুলি খুব ভালো ভাবে দেখে নাও।
পদের নাম ::
Constable Gardener
Constable Barber
Constable Safai Karamchari
মোট শুন্যপদ :: ১৪৩ টি
শূন্যপদের বিন্যাস ::
Constable Gardener - ৩৭টি
Constable Barber - ০৫টি
Constable Safai Karamchari - ১০১টি
বয়সসীমা ::
Safai Karamchari এবং Barber এই পদ দুটিতে ১৮ থেকে ২৫ বছর বয়স।
Gardener পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা রয়েছে ১৮ থেকে ২৩ বছর বয়স।
বেতন :: ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত।
যোগ্যতা :: স্বীকৃত কোনো বোর্ড থেকে দশম শ্রেণি পাশ করে থাকলেই আবেদন করতে পারবে।
আবেদন মূল্য :: Gen/OBC/EWS প্রার্থীদের ১০০ টাকা, তবে মহিলা/ SC/ ST/ PwBD/ Transwomen প্রার্থীদের কোনো রকম টাকা লাগবে না।
আবেদন পদ্ধতি :: অনলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ::
আবেদন শুরু | ২৮শে জুলাই ২০২৪ |
আবেদন শেষ | ২৬শে আগস্ট ২০২৪ |
গুরুত্বপূর্ণ লিংক ::
অফিশিয়াল বিজ্ঞপ্তি | Click Here |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
টেলিগ্রাম চ্যানেল লিংক | Click Here |
No comments:
Post a Comment