পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট PDF || West Bengal Police Constable Preliminary Practice Set
বন্ধুগন,
তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট পর্ব -০১ এই পোস্টটি নিয়ে। যে পোস্টটি আমরা সংক্ষিপ্ত আকারে শেয়ার করছি যার মধ্যে মোট ৫০টি প্রশ্ন দেওয়া আছে, তাই তোমরা আর দেরি না করে অবিলম্বে প্রশ্ন গুলি মনোযোগ সহকারে প্র্যাকটিস করে নাও। বিঃ দ্রঃ- আমরা নীচের প্রশ্নের উত্তর গুলি PDF এর মধ্যে দিয়েছি। তাই তোমরা PDF-টি সংগ্রহ করে প্র্যাকটিস করবে।
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট
০১. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘প্রায়শ্চিত্ত নাটক কবে লেখা হয়েছিল ?
🅐 ১৩১৪
🅑 ১৩১৫
🅒 ১৩১৬
🅓 ১৪১১
০২. ধানগাছের ক্রোমোজম সংখ্যা কত ?
🅐 ২৩টি
🅑 ২৪টি
🅒 ২৫টি
🅓 ২২টি
০৩. জামা মসজিদ কে নির্মান করেন ?
🅐 আকবর
🅑 বাবর
🅒 শাহজাহান
🅓 হুমায়ুন
০৪. টমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
🅐 ব্যাডমিন্টন
🅑 ক্রিকেট
🅒 হকি
🅓 ফুটবল
০৫. গৌতমবুদ্ধ অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
🅐 উড়িষ্যা
🅑 বিহার
🅒 কেরালা
🅓 পশ্চিমবঙ্গ
০৬. কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয় ?
🅐 ভিটামিন C
🅑 ভিটামিন D
🅒 ভিটামিন K
🅓 ভিটামিন E
০৭. লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে ?
🅐 বুধকে
🅑 শুক্রকে
🅒 মঙ্গলকে
🅓 শনিকে
০৮. শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন ?
🅐 ভিটামিন A
🅑 ভিটামিন B
🅒 ভিটামিন C
🅓 ভিটামিন D
০৯. তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
🅐 কর্ণাটক
🅑 তামিলনাড়ু
🅒 কেরালা
🅓 মহারাষ্ট্র
১০. রাজ্যসভার সদস্যের কার্যকাল মেয়াদ কত বছর ?
🅐 ৫ বছর
🅑 ৬ বছর
🅒 ৭ বছর
🅓 ৯ বছর
১১. ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি ?
🅐 তেহরঁধ বাঁধ
🅑 ভাকরা নাঙ্গাল বাঁধ
🅒 হীরাকুঁদ বাঁধ
🅓 নাগার্জুন সাগর বাঁধ
১২. কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয় ?
🅐 ১৮৫০ সালে
🅑 ১৮৫৫ সালে
🅒 ১৮৬৫ সালে
🅓 ১৮৫৬ সালে
১৩. প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি ?
🅐 হুতোম পেঁচা
🅑 টেকচাঁদ ঠাকুর
🅒 বীরবল
🅓 বনফুল
১৪. কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয়েছিল ?
🅐 ১৯১০ সালে
🅑 ১৯১১ সালে
🅒 ১৯১২ সালে
🅓 ১৯১৫ সালে
১৫. সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে ?
🅐 ইউরেনাস
🅑 নেপচুন
🅒 বৃহস্পতি
🅓 প্লুটো
১৬. কত সালে ভারত অলিম্পিকে হকিতে প্রথম সোনা পায় ?
🅐 ১৯২৫ সালে
🅑 ১৯২৬ সালে
🅒 ১৯২৭ সালে
🅓 ১৯২৮ সালে
১৭. কে "কাদম্বরী" রচনা করেন ?
🅐 বাণভট্ট
🅑 কৌটিল্য
🅒 কালিদাস
🅓 চানক্য
১৮. কোন সময়ে পঞ্চতন্ত্র রচিত হয় ?.
🅐 বৈদিক যুগে
🅑 মৌর্য যুগে
🅒 সুলতানি যুগে
🅓 গুপ্ত যুগে
১৯. মাদুরাই কাদের রাজধানী ছিল ?
🅐 চোল
🅑 পাণ্ড্য
🅒 পল্লব
🅓 রাষ্ট্রকূট
২০. কোন বিখ্যাত বাঙালি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ?
🅐 বসুবন্ধু
🅑 নাগার্জুন
🅒 শীলভদ্র
🅓 শ্রীজ্ঞান অতীশ
২১. কাকে 'দ্বিতীয় আলেকজান্ডার' নামে অভিহিত করা হয় ?
🅐 দ্বিতীয় চন্দ্রগুপ্ত
🅑 আলাউদ্দিন খিলজি
🅒 সমুদ্রগুপ্ত
🅓 কনিস্ক
২২. ভারতের কোন মোগল সম্রাটের সৌধ নেই ?
🅐 বাবর
🅑 আকবর
🅒 শাহজাহান
🅓 ঔরাঙ্গজেব
২৩. কোনটি বাংলা থেকে প্রকাশিত সংবাদপত্র নয় ?
🅐 যুগান্তর
🅑 বন্দী জীবন
🅒 কাল
🅓 ধূমকেতু
২৪. ''ভারতীয় নবজাগরণের জনক" কাকে বলা হয় ?
🅐 রাজা রামমোহন রায়
🅑 গোপালকৃষ্ণ গোখলে
🅒 লালা লাজপত রায়
🅓 বি জি তিলক
২৫. সৌরজগতের কোন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সর্বাধিক ?
🅐 বৃহস্পতি
🅑 পৃথিবী
🅒 শনি
🅓 মঙ্গল
২৬. বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ?
🅐 বিবেকানন্দ
🅑 রাজা রামমোহন রায়
🅒 পণ্ডিত মদন মোহন মালব্য
🅓 বিদ্যাসাগর
২৭. নিম্নের কোনটি ভিনিগারের রাসায়নিক সংকেত ?
🅐 CH3COOH
🅑 CHOOH
🅒 C2H5COOH
🅓 C6H6
২৮. বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি ?
🅐 ভিক্টোরিয়া
🅑 সুপিরিয়র
🅒 মিশিগান
🅓 বৈকাল
২৯. মঙ্গলযান লঞ্চ হয়েছিলো কোথা থেকে ?
🅐 চেন্নাই
🅑 গোপালপুর
🅒 শ্রীহরিকোটা
🅓 পশ্চিমবঙ্গ
৩০. কাগজের আবিস্কার কোথায় হয়েছিলো ?
🅐 জার্মানি
🅑 ভারত
🅒 আমেরিকা
🅓 চীন
৩১. একটি ব্যাগে ৫ টাকা ও ১০ টাকা মোট ৮০টি নোট ছিল। ওই ব্যাগে মোট ৬০০ টাকা থাকলে ওই ব্যাগে ১০ টাকার নোটের সংখ্যা কয়টি ?
🅐 ৬০ টি
🅑 ৫০ টি
🅒 ৪০ টি
🅓 ৩০ টি
৩২. দুটি সংখার অনুপাত ৩ : ৪, প্রত্যেক সংখ্যার সঙ্গে ৪ যোগ করলে, অনুপাত হয় ৫ : ৬। সংখ্যা দুটি কত ?
🅐 ৬ : ৮
🅑 ১২ : ১৬
🅒 ২৪ : ৩২
🅓 ১৮ : ২৪
৩৩. নীল, প্রেম এবং নীলান -এর আয়ের অনুপাত ২ : ৯ : ১১, প্রেমের আয় নীলের -এর আয়ের অপেক্ষা ২৮০ টাকা বেশি হলে, নীলানের আয় কত ?
🅐 ৫৪০ টাকা
🅑 ৪৫০ টাকা
🅒 ৪৮০ টাকা
🅓 ৪৪০ টাকা
৩৪. মাধু ও মালা-এর মাসিক বেতনের অনুপাত ৩ : ৫, যদি প্রত্যেকের বেতন ২০০ টাকা বৃদ্ধি পায়, পরিবর্তিত বেতনের অনুপাত হয় ১৩ : ২১, মাধু-এর মাসিক বেতন কত ?
🅐 ২০০০ টাকা
🅑 ২,২০০ টাকা
🅒 ২,৪০০ টাকা
🅓 ২,৫০০ টাকা
৩৫. পুজা, প্রিয়া ও পায়েল-এর মাসিক আয়ের অনুপাত ২ : ৩ : ৫, যদি পায়েল -এর মাসিক আয় পুজা-এর আয় অপেক্ষা ১২০০ টাকা বেশি হয়, তবে প্রিয়া-এর বার্ষিক আয় কত ?
🅐 ১৪,৪০০ টাকা
🅑 ২০,০০০ টাকা
🅒 ১০,০০০ টাকা
🅓 ২০,০০০ টাকা
৩৬. সাহেব, দিপায়ন ও পার্থ একটি যৌথ ব্যবসায় ৬ : ৯ : ১০ অনুপাতে টাকা বিনিয়োগ করে। যদি তাদের লভ্যাংশের অনুপাত ২ : ৩ : ৫ হয় তবে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত ?
🅐 ৩ : ৩ : ২
🅑 ১ : ২ : ৫
🅒 ২ : ৫ : ৭
🅓 ২ : ২ : ৩
৩৭. তুহিন বছরের শুরুতে ২১,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পড়ে তনয় ৩৬,০০০ টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজনে সমান লভ্যাংশ পায়। তনয় কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল ?
🅐 ৭ মাস
🅑 ৯ মাস
🅒 ৫ মাস
🅓 ৩ মাস
৩৮. লিসা, টিনা ও ঋতু যৌথ ব্যবসায় ৩,৭৫,০০০ টাকা বিনিয়োগ করে। বছর শেষে লভ্যাংশের লিসা ৫২,০০০ টাকা, টিনা ৬৫,০০০ টাকা এবং ঋতু ৭৮,০০০ টাকা পায়। তবে লিসা কত টাকা বিনিয়োগ করেছিল ?
🅐 ১,০০০,০০ টাকা
🅑 ১,২৫,০০০ টাকা
🅒 ১,৫০,০০০ টাকা
🅓 ১,৬০,০০০ টাকা
৩৯. সৌরভ, প্রবিত্র এবং ভাস্কর একটি যৌথ ব্যবসায় যথাক্রমে ২,৭০০ টাকা, ৮,১০০ টাকা এবং ৭,২০০ টাকা বিনিয়োগ করে। বছর শেষে যদি রাম ৩,৬০০ টাকা লভ্যাংশ পায় তবে মোট লভ্যাংশ কত ?
🅐 ১০,৫০০ টাকা
🅑 ১১,৫০০ টাকা
🅒 ৮,০০০ টাকা
🅓 ৫,৫০০ টাকা
৪০. পল্টু, বিকাশ ও হেমন্ত একটি যৌথ ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ কর। যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত ২ : ৩ : ৪ হয়, এবং বছর শেষে লভ্যাংশের অনুপাত ২ : ১ : ১ হয়, তবে তাদের বিনিয়োগের অনুপাত কত ?
🅐 ১২ : ১৪ : ২১
🅑 ১২ : ৯ : ২
🅒 ৯ : ২ : ১২
🅓 ৯ : ১২ : ২
৪১. কোনো বছরে ১লা অক্টোবর যদি রবিবার হয়, তাহলে ওই বছরের ১লা নভেম্বর কি বার হবে ?
🅐 রবিবার
🅑 সোমবার
🅒 মঙ্গলবার
🅓 বুধবার
৪২. কোনো একটি সাংকেতিক ভাষায় “SIGHT” কে “FVTUG” লেখা হয়, ওই একই ভাষায় “TEAM” -কে কীভাবে লেখা হবে ?
🅐 DQHM
🅑 DRPZ
🅒 GRNZ
🅓 GRMZ
৪৩. X ও Y হল Z-এর সন্তান। Z,X-এর বাবা কিন্তু Y,Z-এর ছেলে নয়। তাহলে Y-এর সঙ্গে Z-এর সম্পর্ক কি ?
🅐 বোন
🅑 ভাগ্নি
🅒 মেয়ে
🅓 ভাই
৪৪. নীচের শ্রেণিতে ডানদিক থেকে ১৭ তম বর্ণটির ডানদিকের ৮ তম বর্ণ হবে ?
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
🅐 R
🅑 N
🅒 K
🅓 Q
৪৫. ২০ কলোমিটার রাস্তা যাওয়ার পর পুস্কর ডানদিকে ৫ কিলোমিটার গেল। তারপর বামদিকে ২ কিলোমিটার পথ গেল। সবশেষে পুস্কর উত্তরদিকে গেল। তাহলে, এখন যাত্রার স্থান থেকে কমল কোন দিকে আছে ?
🅐 পূর্ব
🅑 পশ্চিম
🅒 উত্তর
🅓 দক্ষিণ
● একটি পরীক্ষায় ৫ জন ছাত্র দিপায়ন, পার্থ, সাহেব, বাপন ও সুজন ভিন্ন ভিন্ন নম্বর পেয়েছে। পার্থ, দিপায়নের চেয়ে বেশি নম্বর পেয়েছে। বাপন, সাহেবের চেয়ে কম নম্বর পেয়েছে কিন্তু সুজন-এর থেকে বেশি নম্বর পেয়েছে। সুজন, পারথ-এর চেয়ে বেশি নম্বর পেয়েছে। (৪৬-৪৭ নং প্রশ্ন)
৪৫. কে সবচেয়ে কম নম্বর পেয়েছে ?
🅐 পার্থ
🅑 দিপায়ন
🅒 সুজন
🅓 সাহেব
৪৬. কে তৃতীয় হয়েছে ?
🅐 সাহেব
🅑 বাপন
🅒 পার্থ
🅓 সুজন
৪৭. নীচের সংখ্যাগুলি থেকে বেমানান সংখ্যাটি বাছুন ?
🅐 ৫৩১
🅑 ৬১২
🅒 ৪১৩
🅓 ২৪৩
৪৮. যদি ২ + ৪ = ৮ হয় , ৫ + ৮ = ৩৩ হয় ও ৫ – ৫ = ২০ হয় , তাহলে ৮ – ৪ = ?
🅐 ৬০
🅑 ২০
🅒 ৬৫
🅓 ৬৮
৪৯. নীচের বিকল্পগুলো থেকে উপযুক্ত সংখ্যা বাছুন ?
৯১ : ১৭ : ১৩৪৩ : : ২৮ : ?
🅐 ৭৮৫
🅑 ৮,৫২৭
🅒 ৭,২৫৬
🅓 ৮,৫১২
৫০. একটি পরিবারে A হল B-এর ভাই। B-হল C-এর বোন। C হল D-এর পিতা। তাহলে D, A-এর কে হয় ?
🅐 ভাই
🅑 বোন
🅒 বাবা
🅓 তথ্য দেওয়া নেই
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি প্র্যাকটিস সেট
File Format: PDF
No. of Pages: 07
File Size: 357 KB
No comments:
Post a Comment