কম্পিউটার জিকে প্রশ্ন উত্তর PDF || Computer GK Question Answers PDF
![]() |
কম্পিউটার জিকে প্রশ্ন উত্তর PDF |
বন্ধুগন,
বর্তমান আমরা যে সমাজে বাস করি সেটা পুরটাই ইন্টারনেট এবং কম্পিউটারের যুগ । তাই যুগের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। তার জন্য আমাদের এই ইন্টারনেট এবং কম্পিউটার সম্পর্কে সম্পূর্ণ ভাবে জ্ঞান যদি না থাকে আমরা ইন্টারনেট বা কম্পিউটার ব্যবহার করতে পারবোনা।তাই তোমাদের সুবিদ্ধার জন্য এই পোস্টটি প্রস্তুত করলাম। আমরা আজকে কম্পিউটার বিষয়ক প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যে পোস্টটির মধ্যে আমরা বেশ কয়েকটি খুবই উপযোগী কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন শেয়ার করছি। যে প্রশ্ন গুলি তোমাদের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভাবে কাজে আসবে।
সুতরাং আর বেশি সময় নষ্ট না করে কম্পিউটার সম্পর্কে কিছুটা জ্ঞান তৈরি করে নাও এবং পারলে PDF-টিও সংগ্রহ করে রাখতে পারো।
কম্পিউটার জিকে প্রশ্ন উত্তর
💻ভারতে প্রথম কম্পিউটার প্রস্তুতকারক সংস্থার নাম কী ?
➥ WIPR
💻কম্পিউটারের প্রকৃত প্রসেসিং এর কাজ কে করে ?
➥ ALU (অ্যারিথমেটিক লজিক ইউনিট)।
💻হার্ড ডিস্ক ড্রাইভ কোনগুলি ?
➥ C:, D:, E:, F: এই চারটি ড্রাইভ হ’ল হার্ডডিস্ক ড্রাইভ।
💻কম্পিউটারে কী কী ধরণের স্মৃতি ভাণ্ডার থাকে ?
➥ ফ্লপি ড্রাইভ, হার্ড ডিক্স ড্রাইভ, সিডি ড্রাইভ।
💻DOS কাকে বলে ?
➥ পার্সোনাল কম্পিউটারে যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়, তাকে ডিস্ক অপারেটিং সিস্টেম বা DOS বলে।
💻ফাইল ও ডিরেক্টরি কাকে বলে ?
➥ নথি বা ডকুমেন্ট যেখানে ধরে রাখা হয় তাকে বলে ফাইল এবং ফাইলগুলিকে যে স্তরে স্তরে সাজানো হয় তাকে ডিরেক্টরি বলে।
💻বুটিং কী ?
➥ কম্পিউটারকেব্যবহারকারীর নির্দেশ গ্রহণ করার উপযোগী গড়ে তোলার প্রক্রিয়াকে বুটিং বলে।
💻আইকন ও কারসার কী ?
➥ কম্পিউটারের ডেস্কটপের উপর কতকগুলি ছোটো ছোটো ছবির মত দেখতে পাওয়া যায়, এদের আইকনবলে। ডস প্রম্পটের সামনে ছোটো একটি সাদা হাইফেন (—) এর মত আলো জ্বলতে নিভতে থাকে একে কারসার বলে।
💻ইউনিক্স ও লিনাক্স বলতে কী বোঝ ?
➥ বহু ব্যবহার্য অপারেটিং সিস্টেমকেইউনিক্স এবং বহু ব্যবহার্য দ্রুত ক্রিয়াশীল অপারেটিং সিস্টেমকে লিনাক্স বলে।
💻কতগুলি Ms DOS এর নির্দেশকের নাম লেখ।
➥ MD (নতুন ডিরেক্টি তৈরী করতে)।
FD (কোন ডিরেক্টরি কে ডিস্ক থেকে মুছে ফেলতে)।
CIs (কম্পিউটারে মনিটারের পর্দা পরিষ্কার করতে)।
Del (কোন ফাইলকে ভিক্স থেকে মুছে ফেলতে)।
💻RAM, ROM ? Random Access Memory (Volatile)
➥ Read Only Memory (Non volatile)
💻কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয় ?
➥ সেন্ট্রাল প্রোসেসিং ইউনিট (CPU) কে বলে।
💻CPU এর কটি অংশ ?
➥ তিনটি। এরিথমেটিক লজিক্যাল ইউনিট (ALU), কন্ট্রোল ইউনিট এবং স্টোরেজ বা হার্ডডিক্স।
💻বাজারে প্রচলিত কয়েকটি কম্পিউটার প্রস্তুতকারক সংস্থার নাম লেখ।
➥ ইনটেল (Intel), এইচ. সি. এল., এ.এম.ডি।
💻বর্তমানে কম্পিউটারকে কটি শ্রেণিতে ভাগ করা যায় ও কী কী ?
➥ তিনটি শ্রেণিতে। মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার ও মাইক্রো কম্পিউটার।
💻কম্পিউটারের ইনপুট ডিভাইস কী কী ?
➥ মাউস, কী বোর্ড, স্ক্যানার, ওয়েব ক্যামেরা।
💻কম্পিউটারের আউটপুট ডিভাইস কী কী ?
➥ প্রিন্টার, মণিটর, স্পিকার।
💻কম্পিউটার ভাইরাস (VIRUS) কী ?
➥ Vital Information Resources Under Seize
💻কয়েকটি ভাইরাসের (VIRUS) উদাহরণ দাও।
➥ ফাইল ভাইরাস, পলিমরফিক ভাইরাস, বুট সেক্টর ভাইরাস।
💻কম্পিউটার ভাইরাস আক্রান্ত কিনা বোঝা যায় কিভাবে ?
➥ ☗ কম্পিউটার বুট করতে গিয়ে বন্ধ হয়ে গেলে।
☗ নির্দিষ্ট কোনো সফটওয়্যার চলতে চলতে কম্পিউটার বন্ধ হয়ে গেলে।
☗ কিছু চেনা EXE, COM প্রভৃতি ফাইলের সাইজ বেড়ে গেলে।
☗ অ্যান্টি ভাইরাস প্রোগ্রাম চালাতে মেমারি পরীক্ষা আটকে যাচ্ছে ইত্যাদি।
💻২০০৭ সালের জানুয়ারি মাসে মাইক্রোসফট যে নতুন অপারেটিং সিস্টেম বাজারে আনল, তার নাম কী ?
➥ উইন্ডোজ ভিস্টা।
💻মেইন ফ্রেম কম্পিউটারের উদাহরণ দাও।
➥ CRAY, PARAM.CYBER, DECIO, IBM 5390
💻ফ্লপি ড্রাইভ কবে চালু হয় ?
➥ 1970 সালে IBM চালু হয়।
💻তখন ফ্লপি ডিস্কের প্রস্থের মাপ কত ছিল ?
➥ 8 ইঞ্চি
💻সফটওয়্যার কী ?
➥ কম্পিউটারে হার্ডওয়্যারকে সঠিকভাবে চালাতে প্রয়োজনীয় বিভিন্ন পদ্ধতি, রুটিং, প্রোগ্রামকে সফটওয়্যার বলে।
💻হার্ডওয়্যার কাকে বলে ?
➥ কম্পিউটার কয়েকটি যন্ত্রের সমন্বয়ে গঠিত হয়। যে যন্ত্রগুলি দ্বারা আমরা হাতে ধরে কাজ করতে পারি, সেই যন্ত্রগুলিকে হার্ডওয়্যার বলে।
💻সফটওয়্যার কয় প্রকার ?
➥ দু’প্রকার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অপারেটিং সফটওয়্যার।
💻কয়েকটি অপারেটিং সফটওয়্যারের উদাহরণ দাও।
➥ উইন্ডোজ, ইউনিক্স, ও.এস., লিনাক্স, ডস।
💻কয়েকটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ দাও।
➥ এম.এস.পেন্ট, ওয়ার্ড, কোরেল ড্র, পেজমেকার প্রভৃতি।
💻Micro Processor ?
➥ এটি একটি চিপভিত্তিক যন্ত্র, নিজেই পুরোপুরি প্রসেসরের কাজ করে এবং অ্যারিথমেটিক ও লজিক্যাল অপারেশন করতে সক্ষম।
💻অ্যাবাকাস যন্ত্রটি কোথায় আবিস্কৃত হয়েছিল ?
➥ চীনে।
💻প্রথম মাইক্রো কম্পিউটার কোনটি ?
➥ এ্যাপেল।
💻কম্পিউটারের তথ্য দেখার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটি ?
➥ কী বোর্ড।
💻পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব কি ?
➥ কৃত্রিম বুদ্ধিমত্তা।
💻কম্পিউটার ভাইরাস কি ?
➥ এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম।
💻বিজয় অভ্র কি ?
➥ বাংলা লেখার সফটওয়ার।
💻কম্পিউটার থেকে কম্পিউটার এর তথ্য আদান প্রধানের প্রযুক্তিকে কি বলে ?
➥ ইন্টারনেট।
💻কত সালে প্রথম কম্পিউটার নেটওয়র্ক চালু হয় ?
➥ ১৯৭৯ সালে
💻বাংলাদেশে কবে থেকে অনলাইন ইন্টারনেট সার্ভিস চালু হয় ?
➥ ১৯৯৬ সালের ৪ঠা জুন।
💻মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন কি ?
➥ Bing
💻WWW পূর্নরূপ কি ?
➥ World Wide Web
💻WWW এর জনক কে ?
➥ টিম বার্ন্স লি।
💻কম্পিউটারের স্মৃতি ধারন ক্ষমতা কে কি দিয়ে প্রকাশ করা হয় ?
➥ বাইট
💻১ বাইট সমান কত বিট ?
➥ ৮ বিট
💻1 কিলোবাইটে বিটের সংখ্যা কত ?
➥ 1024 বিট।
💻হার্ড ডিস্ক মাপার একক কি ?
➥ গিগাবাইট।
💻মডেম কোন কাজে ব্যবহৃত হয় ?
➥ ইন্টারনেটের সংযোগ মাধ্যম।
💻E-mail কি ?
➥ ইলেকট্রনিক ডাকযোগাযোগ মাধ্যম
💻3G বলতে কি বুঝায় ?
➥ Third Generation.
💻প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে ?
➥ অ্যাডা অগাষ্টা ।
💻সি ল্যাঙ্গুয়েজের জনক কে ?
➥ ডেনিস রিচি
💻এইচটিএমএল (HTML) কি ?
➥ প্রোগ্রাম
💻কম্পিউটারের ভাষায় কয়টি অক্ষর আছে ?
➥ ২টি
💻UNIX কি ?
➥ একটি অপারেটিং সিস্টেম
💻কম্পিউটার বাগ কি ?
➥ কম্পিউটারের অন্তর্নিহিত ভুল
💻যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস মুক্ত করা হয় তাকে কি বলে ?
➥ এন্টিভাইরাস
💻ক্যাসপারস্কি কি ?
➥ একটি এন্টিভাইরাস সফটওয়্যার ।
💻কোন বিজ্ঞানী কম্পিউটার ভাইরাস নামকরন করেন ?
➥ ফ্রেড কোহেন
💻কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম সমষ্টিকে কি বলে ?
➥ সফটওয়্যার
💻কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি ?
➥ FORTRAN
💻কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না ?
➥ সফটওয়্যার
💻কোন কাজ করতে গেলে কম্পিউটারকে কি দিতে হয় ?
➥ ডাটা বা তথ্য ।
💻ডাটাবেজ অর্থ কি ?
➥ তথ্য বিন্যাস
💻কম্পিউটারে কাজের গতি প্রকাশ করা হয় কিসের মাধ্যমে ?
➥ ন্যানো সেকেন্ড
💻কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারনত ব্যবহৃত পদ্ধতি কি ?
➥ বাইনারী পদ্ধতি।
💻বিশ্বের বৃহত্তম মুক্ত জ্ঞানভান্ডার কোনটি ?
➥ উইকিপিডিয়া
💻তথ্যের ক্ষুদ্রতম একক কি ?
➥ ডাটা
💻ডাটা শব্দের অর্থ কি ?
➥ ফ্যাক্ট
💻বিশেষ প্রেক্ষিতে ডাটাকে অর্থবহ করাকে কি বলে ?
➥ ইনফরমেশন
💻ব্যান্ডউইথ মাপা হয় কি দিয়ে ?
➥ bps
💻একটি CD রম ড্রাইভের ক্যাপাসিটি কি ?
➥ 700 মেগাবাইট
💻প্রিন্টার কী ?
➥ এটি একটি আউটপুট ডিভাইস। প্রিন্টারের সাহায্যে যাবতীয় লেখার জিনিস ও ছবি ছেপে বের করা হয়।
💻প্রিন্টার কত ধরণের হয় ?
➥ ছাপার পদ্ধতি অনুসারে প্রিন্টার তিন প্রকার। ডট ম্যাট্রিক্স, ইংক জেট, লেজার প্রিন্টার
💻প্রিন্টারের স্পিড কীভাবে মাপা হয় ?
➥ Page Per Minute (PPM) 478 Character Per Second (CPS) এর মাধ্যমে।
💻ইমপ্যাক্ট প্রিন্টার কী ?
➥ ডটম্যাট্রিক্স প্রিন্টারকে ইমপ্যাক্ট প্রিন্টার বলে
💻CPU কি ?
➥ Central Processing Unit
💻কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কি বলে ?
➥ মাদার বোর্ড
💻কম্পিউটার পদ্ধতির প্রধান দুটি অংশ কি ?
➥ হার্ডওয়্যার ও সফটওয়ার
💻কম্পিউটার হার্ডওয়ার কি ?
➥ কম্পিউটার সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম।
💻ROM এর পূর্নরূপ কি ?
➥ Read Only Memory
💻ROM কে কি বলা হয় ?
➥ কম্পিউটারের স্থায়ী শক্তি
💻RAM এর পূর্নরূপ কি ?
➥ Random Access Memory
💻RAM কি হিসেবে ব্যবহৃত হয় ?
➥ কম্পিউটারের অস্থায়ী স্মৃতি
💻BIOS কি ?
➥ Basic Input Output System
💻বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে কত সালে ?
➥ ১৯৬৪ সালে।
💻বাংলাদেশ প্রচলিত প্রথম কম্পিউটার কোনটি ?
➥ IBM 1620
💻বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপন করা হয় কোথায় ?
➥ পরমানু শক্তি কেন্দ্র
💻ব্যবহারের জন্য ব্যবহৃত প্রথম বাজারে আসা কম্পিউটার কোনটি ?
➥ UNIVAC
💻IC চিপ দিয়ে তৈরী প্রথম ডিজিটাল কম্পিউটার কোনটি ?
➥ Intel -4004
💻ল্যাপটপ এবং পামটপ কি ?
➥ ছোট কম্পিউটার
💻ল্যাপটপ বা নোটবুক প্রথম তৈরী করে কোন কোম্পানি ?
➥ এপসন কম্পানি। (১৯৮১ সালে)
💻প্রথম মাউস তৈরী করেন কে ?
➥ উইলিয়াম ইংলিশ
💻কম্পিউটারের ইনপুট ডিভাইস গুলো কি কি ?
➥ কীবোর্ড, মাউস, স্ক্যানার, OCR, OMR.
💻আউটপুট ডিভাইস গুলো কি কি ?
➥ মনিটর, প্রিন্টার, স্পিকার, সিপিইউ
💻OCR এর পূর্নরূপ কি ?
➥ Optical Character Recognition
💻OCR কোন কাজে ব্যবহার করা হয় ?
➥ চিঠির পিনকোড, ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহার করা হয়। এটি শুধু দাগই বোঝেনা বিভিন্ন রঙের পার্থক্যও বোঝে।
💻OMR এর পূর্নরূপ কি ?
➥ Optical Mark Reader .
💻OMR কোন কাজে ব্যবহার করা হয় ?
➥ এটি পেন্সিল বা কালির দাগ বোঝাতে পারে। নৈব্যক্তিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, জনমত জরিপ, আদমশুমারীর কাজে ব্যবহৃত হয়।
💻MICR এর পূর্নরূপ কি ?
➥ Magnetic ink character recognition
💻MICR এর কাজ কি ?
➥ এর সাহায্যে ব্যাংকের চেক নম্বর লেখা ও পড়া হয়
কম্পিউটার জিকে প্রশ্ন ও উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: কম্পিউটার জিকে প্রশ্ন ও উত্তর
File Format: PDF
No. of Pages: 06
File Size: 345 KB
No comments:
Post a Comment