Breaking




Tuesday 9 April 2024

কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF || Computer General Knowledge Questions and Answers PDF

কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF || Computer General Knowledge Questions and Answers PDF

কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF
কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের জন্য আমরা নিয়ে হাজির হয়েছি, কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটিতে বাছাইকরা কিছু কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন উত্তর দেওয়া আছে, যে প্রশ্ন গুলি তোমাদের কম্পিউটার সম্পর্কে একটি ধারনা তৈরি করবে এবং কম্পিউটার ভাইবা পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে। তাই তোমরা অবশ্যই এই পোস্টটি মনোযোগ সহকারে দেখে নাও। 
কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন উত্তর 

IBM কোম্পানীকে কি নামে ডাকা হয় ?
উঃ- বিগব্লু

 বিশ্বের একমাত্র এবং প্রথম কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত ?
উঃ- যুক্তরাষ্ট্রের আটলান্টায়

 মাইক্রো কম্পিউটারকে কি বলে ?
উঃ- PC (personal computer)

 সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কে কি বলে ?
উঃ- সুপার কম্পিউটার 

 মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয় কত সালে ?
উঃ- ১৯৭১ সালে

 নন ইমপ্যাক্ট প্রিন্টার কী ? 
উঃ- ইঙ্কজেট প্রিন্টার এবং লেজার প্রিন্টারকে বলা হয় নন-ইমপ্যাক্ট প্রিন্টার

 মোডেম কী ?
উঃ- কম্পিউটার টেলিফোন লাইনের মাধ্যমে তথ্য আদান প্রদানের মাধ্যম হল মোডেম ইমেল, ইন্টারনেট থেকে শুরু করে সমস্ত যোগাযোগ রক্ষা করে এই মোডেম মোডেম কথাটি ম্যুলেটার, ডি, ম্যুলেটারের সংক্ষিপ্ত রূপ 

 মোডেম কয় প্রকার ? 
উঃ- ডেক্সটপ মোডেম,পোর্টেবল মোডেম এবং ইন্টারন্যাল মোডেম 

 কেবল মোডেম কী ? 
উঃ- কেবল টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে যে মোডেম কাজ করে, তাকে কেবল মোডেম বলে

 সাউন্ড কার্ড কি ?
উঃ- কম্পিউটারের সাউন্ডসিস্টেমকে উন্নতার জন্য যে যন্ত্রাংশ ব্যবহার করা হয়, তাকে সাউন্ড কার্ড বলে সাউন্ড কার্ডের স্যাম্পিং সাইজ ও স্যাম্পিং রেটের ওপর নির্ভর করে কম্পিউটারে কত ভালো সাউন্ড সিস্টেম পাওয়া যাবে

 ফুল ডুপ্লে সাউন্ড কার্ড কী ? 
উঃ- এটি একটি যন্ত্রাংশ, যেটি কম্পিউটারে ব্যবহার করলে একসঙ্গে শােনা ও বলার কাজ করা যায় এটি সবচেয়ে বেশি কাজে লাগে ইন্টারনেটে কথাবার্তা বলার সময়

 ফলস অ্যালার্ম কী ?
উঃ- কখনোও কিছু পুরোনো অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ভুল করে ভালো প্রোগ্রামকেও ভাইরাস এফেক্টেডবলে সংকেত দেয় একে ফলস্ অ্যালার্ম বলে

 স্ক্যানারের রেজলিউশন কেমন হয় ?
উঃ- 600 x 1200 dpi, 300 dpi প্রভৃতি

 dpi সম্পূর্ণ নাম ?
উঃ- dot per inch .

 EPROM কী ?
উঃ- Erasable Programmable Read Only Memory .

 প্রিন্টার স্পিড় কীভাবে মাপা হয় ?
উঃ- Page per minute (PPM) / Character per seconds (CPS).

 e mail এর e শব্দের অর্থ কী ?
উঃ- ইলেকট্রনিক (Electronic)

 কম্পিউটার বিজ্ঞানে FAX কথার অর্থ কী ?
উঃ- ফ্যাসিমাইল (Facsimile)

 কত সালে পেন্টিয়াম প্রসেসরর চালু হয় ?
উঃ- 1993 সালে

 পেন্টিয়াম প্রসেসরের গতি কত ? 
উঃ- 75-450 মেগাহার্জ

 কম্পিউটারে মেমরি স্পীড কোন্ এককে মাপা হয় ? 
উঃ- মেগাহাজ 

 DTP সফটওয়ার কী কী ? 
উঃ- পেজমেকার, ফটোশপ, কোরেল ড্র, কোয়ার্ক এক্সপ্রেস ইত্যাদি

 Track কী ? 
উঃ- স্টারেজ মাধ্যমের বাস্তবপথ যেখানে Data  সেভ করা হয় 

 Terminal কী ? 
উঃ- এটি একটি যন্ত্র বা পয়েন্ট যেখান থেকে কম্পিউটারের যোগাযোগ স্থাপন করা হয় 

 Queue কী ? 
উঃ- কম্পিউটার সিস্টেমে সার্ভিসের অপেক্ষারত একটি লাইন বা দলবদ্ধ আইটেম 

 Bit কী ? 
উঃ- কম্পিউটারের বেসিকইউনিট এর দুটি ভ্যালু এক এবং শূন্য 

 Nibble কী ?
উঃ- চারটি Bit এর সমন্বয়কে Nibble বলে

 Byte কী ?
উঃ- আটটি Bit এর সমন্বয়কে Byte বলে

 Word কী ?
উঃ- দুই বা দুই এর বেশী Byte এর সমন্বয় হ’ল  Word

 ই কমার্সে ভারতের স্থান কত তম ? 
উঃ- 17 তম

 পেন্টিয়াম 586 কী ?
উঃ- নতুন জেনারেশনের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট 

 বিশ্বের প্রথম বৈদ্যুতিক কম্পিউটার কোনটি ?
উঃ- ইনিয়াক

 ব্লেই পাস্কেলের যন্ত্রের কাজ কী ?
উঃ- যোগ ও বিয়োগ করতে সাহায্য করে

 তড়িৎ যান্ত্রিক দশমিক পদ্ধতি কম্পিউটার কে তৈরি করেছিলেন ?
উঃ- হাওয়ার্ড একেন

 ভিডিও কার্ড কী ?
উঃ-  ভিডিও কার্ভ হ'ল এক্সপেনশন কার্ড

 অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ কী ?
উঃ- গাণিতিক বিষয়ের সমস্যা সমাধান করা

 কমপাইলারের কাজ কী ?
উঃ- প্রোগ্রামকে কম্পিউটারের ভাষায় পরিবর্তন করা 

 হার্ডডিস্ক মাপার এককের নাম কী ?
উঃ- Giga Byte

 কম্পিউটারের ভাষায় WRITE কী ?
উঃ- টেক্সট এডিটিং করা

 মনিটরের কাজ কী ?
উঃ- লেখা ও ছবি দেখানো

 ফ্রি হোস্টিং ওয়েবসাইট কী ?
উঃ- www.geocities.com

 প্রথম আধুনিক পরবর্তী কম্পিউটার ভাষা কী ?
উঃ- কোবল

 Object Oriented Programming Language কোটি ?
উঃ- C++ 

 কোন দুটি অবজেক্টর মধ্যে সংযোগ স্থাপনকে কি বলে ?
উঃ- হাইপারলিঙ্ক

 PARAM কী ?
উঃ- ভারতীয় দেশীয় সুপার কম্পিউটার

 ওয়েবসাইট তৈরি করতে ওয়েবসাইটে কোন ভাষা ব্যবহার করা হয় ?
উঃ- HTML

 C2 ট্রানজাকশনের একটি উদাহরণ দাও
উঃ- ইলেকট্রিসিটি বিল জমা দেওয়া

 Frequency র একক কী ?
উঃ- হার্জ

 মাইক্রো কম্পিউটার কাকে বলে ?
উঃ- চতুর্থ প্রজন্মের কম্পিউটারে মাইক্রো প্রসেসার ব্যবহার করা হয় এই জাতীয় কম্পিউটারকে মাইক্রো কম্পিউটার বলে

 দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে ?
উঃ- 0 থেকে 9 পর্যন্ত এই দশটি অক্ষর সাহায্যে যে সংখ্যাপদ্ধতি গঠিত, তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে

 Key বোর্ডের প্রত্যেক ক্যারেক্টার কী নিয়ে তৈরি ?
উঃ- প্রতিটি ক্যারেক্টার আটটি বিট (0) দিয়ে তৈরি 1 ক্যারেক্টার = 8 বিট 

 কম্পিউটারের কয়েকটি উচ্চস্তরীয় ভাষার নাম লেখ ?
উঃ- Fortran, Basic, C, C ++, C #, Cobol, Java ইত্যাদি

 ' ড্রাগ অ্যান্ড ড্রপ ’ (Drag and drop) অপারেশন কম্পিউটারে কার সাহায্যে করা হয় ?
উঃ- মাউসের সাহায্যে

 www বা, World Wide Web নামে সারা বিশ্বকে পরিচিত করায় কোন গবেষণা সংস্থা ও কত সালে ?
উঃ- ‘ CERN ' নামক গবেষণা সংস্থা, 1989 সালে 

 ডেটা মডেল সাধারণত ক’ধরনের হয় ও কী কী ?
উঃ- ইহা 3 ধরনের : হায়ার্কিকাল (Hiebarchical), নেটওয়ার্ক (Network) ও রিলেশনাল (Relational)

 শম্বুক বার্তা বা, Snail Mail কাকে বলে ? 
উঃ- ইমেইল বা, ইলেক্ট্রনিক মেইল (e mail)

 SQL এর সম্পূর্ণ নাম কী ? 
উঃ- Structured Query Language .

 Windows কী ?
উঃ- এক বহু কর্মমুখী পরিচালনা পদ্ধতি

 হার্ডডিস্ক পরিমাপের একক কী ? 
উঃ- জিগাবাইট

 ইন্টারনেটের গঠন প্রণালী, কার্যপ্রণালী ও নিয়মকানুন তৈরি করা কার কাজ ? 
উঃ- ISO' র কাজ

 প্রোটোকল (Protocol) কী ?
উঃ- নেওয়ার্ক কাজ করার বিভিন্ন নিয়ম

 ANSI এর পুরো নাম কী ?
উঃ- American National Standard Institute .

 Access কী ধরনের সফটওয়্যারের উদাহরণ ?
উঃ- DBMS 

 ‘ DML ' এর পুরো নাম কী ?
উঃ- Data Manipulation Language 

 Twistea Pair তার সেকেন্ডে কত মেগাবাইট গতিতে তথ্য বহন করতে পারে ?
উঃ- 16 থেকে 100 মেগাবাইট

 একটি রাজ্য বা দেশের মধ্যে অবস্থিত নেটওয়ার্ক সিস্টেমের উদাহরণ কী ? 
উঃ- WAN

 কম্পিউটারের মাধ্যমে কোনো নির্দিষ্ট কাজ করতে যে সুনির্দিষ্ট নির্দেশ পাঠানো হয়, তাকে কী বলে ?
উঃ- প্রোগ্রাম 

 কম্পিউটারের ‘ মেমরি ’ বলতে কাকে বোঝায় ?
উঃ- RAM (Random Access Memory)

 কম্পাইলার ও অ্যাসেম্বরের মধ্যে কে দ্রুত গতিতে কাজ করে ? 
উঃ- কম্পাইলার 

 Unix ও Linux কী ? 
উঃ- বহু ব্যবহারোপযোগী চালন পদ্ধতি

 ট্রান্সমিটারের কাজ কী ?
উঃ- উপাত্ত (Data) পাঠানো 

 SMTP পুরো নাম কী ? 
উঃ- Simple Mail Transfer Protocol.

 'bps’ এর পুরো নাম কী ?
উঃ- bits per second.

 হার্ডড্রাইভের সংরক্ষণ ক্ষমতা কত ?
উঃ- 10 জিগাবাইট থেকে 17 জিগাবাইট

 ' ISO'-এর পুরো নাম কী ?
উঃ- International Standards Organization

 'FFT’-এর পুরো নাম কী ?
উঃ- Fast Fourier Transfer.

 ADPCM এর পুরো নাম কী ?
উঃ- Adoptive Differential Pulse Code Modulation

 MAR এর পুরো নাম কী ?
উঃ- Memory Address Register.

 ' ID ’ র পুরো নাম কী ?
উঃ- Instruction Decodor.

 ' MOD ’ র পুরো নাম কী ?
উঃ- Megneto Optical Disk.

 ' OS ’ এর পুরো নাম কী ?
উঃ- Operating System.

 ' HDD ’ র পুরো নাম কী ?
উঃ- Hard Disk Drive.

 সফটওয়্যার কত ধরনের আছে ও কী কী ?
উঃ- মূলত দু'ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার ও অপারেটিং ও সিস্টেম সফটওয়্যার

 অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজ কী ?
উঃ- লেখা, ছবি আঁকা থেকে অ্যাকাউন্ট সংক্রান্ত জটিল হিসাব পর্যন্ত করা

 অপারেটিং সিস্টেমের কাজ কী ?
উঃ- কম্পিউটার চালানোয় সাহায্য করা

 কম্পিউটারে বিভিন্ন চরিত্রের কাজ পরিচালনার জন্য সাধারণত কোন সফটওয়্যার ব্যবহৃত হয় ?
উঃ- উইন্ডোজ 

 ট্রান্সমিটারের কাজ কী ?
উঃ- তথ্য প্রেরণ করা

 কম্পিউটারের ভাষায় 0 ও 1 অঙ্কদু'টিকে কী বলে ?
উঃ- বিট (Bit বা, Binary digit)

 একটি অক্ষর বা চিহ্নের জন্য যে ক’টি বিট লাগে তাকে কী বলে ?
উঃ- বাইট (Byte)

 আজকাল সাধারণত কম্পিউটারে কোন সংকেত পদ্ধতি ব্যবহৃত হয় ? 
উঃ- অ্যাসকাই (এর সাহায্যে মোট 128 টি বিভিন্ন চিহ্ন বোঝানো সম্ভব)

 http র সম্পূর্ণ নাম কী ?
উঃ- HyperText Transfer Protocol.

 আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয় ?
উঃ- চার্লস ব্যাবেসকে 

 কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গের নাম কি ?
উঃ- হার্ডওয়ার এবং সফটওয়ার 

 কম্পিউটারের স্মৃতি কয় প্রকারের ?
উঃ- দুই প্রকারের 

 কোন কোম্পানি সর্বপ্রথম হার্ডডিস্ক তৈরী করেন ?
উঃ- আই. বি. এম. 

 কত সালে প্রথম হার্ডডিস্ক তৈরী হয় ?
উঃ- 1956 সালে

কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

File Format:  PDF

No. of Pages:  07

File Size:  290 KB  


No comments:

Post a Comment