Breaking




Friday, 10 November 2023

200+ History Questions Answers in Bengali PDF || ইতিহাস প্রশ্ন উত্তর PDF

200+ History Questions Answers in Bengali || ইতিহাস প্রশ্ন উত্তর PDF

২০০+ ইতিহাস প্রশ্ন উত্তর PDF
২০০+ ইতিহাস প্রশ্ন উত্তর PDF
Hello বন্ধুরা,
ইতিহাস বিষয়টি এতটাই একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই বিষয়টি থেকে সমস্থ রকম পরীক্ষায় প্রশ্নে =র সংখ্যা অনেকটাই বেশি থাকে। তাই তোমাদের কাজ হবে এই বিষয়টিকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া। তাই আমরা তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি ২০০+ ইতিহাস প্রশ্ন উত্তর PDF-টি নিয়ে। 
     তাই বন্ধুরা আর কোন রকম সময় নষ্ট না করে খুবই মনোযোগ সহকারে প্রশ্ন গুলি পরে নাও। নীচে কিছু প্রশ্ন নমুনা আকারে দেওয়া হল। সম্পূর্ণ PDF-টি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নাও।

কিছু নমুনা প্রশ্ন
 
০১. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে মোট কতগুলি মহাজনপদ ছিল ?
Ans: 16 টি

০২. ষোড়শ মহাজনপদের মধ্যে কোন কোন মহাজনপদে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা ছিল ?
Ans:  বৃজি ও মল্ল

০৩. দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদের নাম কি ?
Ans: অস্মক

০৪. কোন কোন গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায় ?
Ans: বৌদ্ধ জাতক, অঙ্গুত্তরনিকায়, জৈন ভগবতী সূত্র ও হিন্দু পুরাণ

০৫. হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
Ans: বিম্বিসার

০৬. বিম্বিসারের উপাধি কি ছিল ?
Ans: শ্রেনিক

০৭. বিম্বিসারের রাজধানী কোথায় ছিল ?
Ans: গিরিব্রজ

০৮. হর্ষঙ্ক বংশের রাজা অজাতশত্রুর  উপাধি  কি ছিল ?
Ans: কুনিক

০৯. কে পাটলিপুত্র নগরী স্থাপন করেন ?
Ans: উদয়ীন

১০. হর্ষঙ্ক বংশের শেষ শাসক কে ছিলেন ?
Ans: নাগ দশক

১১. হর্ষঙ্ক  বংশের পর কে মগদের সিংহাসন দখল করেন ?
Ans: শিশুনাগ

১২. শিশুনাগের রাজধানী কোথায় ছিল ?
Ans: বৈশালী

১৩. শিশুনাগ বংশের শেষ সম্রাট কে ছিলেন ?
Ans: কালাশোক

১৪. শিশুনাগ বংশের পর মগধের কোন রাজবংশ রাজত্ব করেছিল ?
Ans: নন্দ বংশ

১৫. নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ?
Ans: মহাপদ্ম নন্দ

১৬. "দ্বিতীয় পরশুরাম" কাকে বলা হয় ?
Ans: মহাপদ্ম নন্দ

১৭. মহাপদ্ম নন্দ কোন কোন উপাধিতে  ভূষিত করা হয় ?
Ans: একরাট ও সর্বক্ষত্রান্তক

১৮. উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয় ?
Ans: মহাপদ্ম নন্দ কে

১৯. নন্দ বংশের শেষ সম্রাট কে ছিলেন ?
Ans: ধননন্দ

২০. কোন সম্রাটের রাজত্বকালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন ?
Ans: ধননন্দ

২১. ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয় ?
Ans: চন্দ্রগুপ্ত মৌর্য

২২. গ্রিক লেখকদের বর্ণনায় কাকে 'সান্ড্রোকোট্টাস' নামে অভিহিত করা হয়েছে ?
Ans: চন্দ্রগুপ্ত মৌর্য

২৩. শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ?
Ans: পুষ্যমিত্র শুঙ্গ

২৪. কোন বৈদেশিক শক্তি প্রথম ভারত আক্রমন করেছিল ?
Ans: পারসিক

২৫. আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন ?
Ans: 327 খ্রিস্টপূর্বাব্দে

২৬. মুদ্রারাক্ষস গ্রন্থটি কার লেখা ?
Ans: বিশাখদত্ত

২৭. ব্যাকট্রিয় গ্রিক রাজা মিনান্দারের রাজধানী কোথায় ছিল ?
Ans: শাকল/ শিয়ালকোট

২৮. কুষান রা কোন জাতির শাখা ?
Ans: ইউ-চি

২৯. কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?
Ans: কণিষ্ক

৩০. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ?
Ans: সিমুক

৩২. নাসিক প্রশস্তি কে রচনা করেন ?
Ans: গৌতমি বলশ্রী

৩৩. কোন সাতবাহন নরপতি দক্ষিণাপথপতি ও অপ্রতিহত চক্র উপাধি গ্রহণ করেন ?
Ans: প্রথম সাতকর্ণী

৩৮. শকাব্দ কে কবে প্রবর্তন করেন ?
Ans: 78 খ্রীঃ কনিষ্ক

৩৯. ভারতে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ?
Ans: বিম কদফিসিস

৪০. কোন বংশের রাজারা দৈবপুত্র উপাধি গ্রহণ করতেন ?
Ans: কুষাণ বংশের রাজারা

৪১. চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোন কুষাণ রাজার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল ?
Ans: কণিষ্ক

৪২. কুষাণ সম্রাট কনিষ্ক কোন ধর্মাবলম্বী ছিলেন ?
Ans: বৌদ্ধ

৪৩. সাতবাহন রাজাদের রাজধানী কোথায় ছিল ?
Ans: প্রতিষ্ঠান

৪৪. সাতবাহন রাজাদের প্রধান বন্দর কি?
Ans: সোপারা

৪৫. কোন বংশের রাজাদের পুরাণে "অন্ধ্যভৃত্য" বলে বর্ণনা করা ?
Ans: সাতবাহন রাজাদের

৪৬. “গাঁথা সপ্তসতী” গ্রন্থটি কার লেখা ?
Ans: হলা

৪৭. "বৃহৎকথা"গ্রন্থটি কার লেখা ?
Ans: গুণাঢ্য

৪৮. “ভারতের রক্ষাকর্তা” কাকে বলা হয় ?
Ans: স্কন্ধগুপ্ত

৪৯. নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ?
Ans: প্রথম কুমার গুপ্ত

৫০. কোন গুপ্ত সম্রাট "কবিরাজ" উপাধি গ্রহণ করেছিলেন ?
Ans: সমুদ্র গুপ্ত
ইতিহাস প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details ::

File Name: 200+ History Questions Answers

File Format:  PDF

No. of Pages:  13

File Size:  462 KB


No comments:

Post a Comment