Breaking




Saturday, 16 November 2024

MCQ ইতিহাস প্রশ্ন উত্তর PDF | History MCQ in Bengali

ইতিহাস প্রশ্ন উত্তর PDF || Very Important History MCQ Questions Answers PDF

ইতিহাস MCQ প্রশ্ন উত্তর PDF
ইতিহাস MCQ প্রশ্ন উত্তর PDF
স্নেহের ছাত্রছাত্রী,
তোমাদের আজকে ইতিহাস বিষয়ের বাছাই করা দারুন উপযোগী কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন দিয়ে বানানো গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্ন উত্তর PDF-টি শেয়ার করছি। যে প্রশ্ন গুলি তোমারা প্র্যাকটিস করে রাখো, আসাকরছি প্রায় সমস্থ রকম চাকরীর পরীক্ষা গুলির জন্য উপক্রিত হবে। 
তাই তোমরা তোমরা কোনো রকম সময় নষ্ট না করে নীচের দেওয়া প্রশ্ন গুলি ভালোভাবে মনোযোগ সহকারে পড়ে নাও এবং নিজেকে প্রস্তুত করে তোল বিভিন্ন রকম পরীক্ষা গুলির জন্য। 

ইতিহাস MCQ প্রশ্ন উত্তর PDF

০১. সম্রাট অশোকের শিলালিপিতে তাকে অন্য কি নামেও উল্লিখিত করা হয়েছে ? 
Ⓐ ধর্মকীর্তি
Ⓑ শৌর্যাদিত্য
Ⓒ প্রিয়দর্শী ✔️
Ⓓ চক্রবর্তী

০২. কোন চোলরাজ বাংলা জয় করেন ?
Ⓐ রাজরাজ
Ⓑ প্রথম রাজেন্দ্র ✔️
Ⓒ অধিরাজ
Ⓓ কুলোভূঙ্গ

০৩. হরপ্পা সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা -
Ⓐ কৃষিকার্য ও পশুপালন ✔️
Ⓑ বাণিজ্য
Ⓒ শিকার
Ⓓ কোনোটিই নয়

০৪. কাকে “ভারতের নেপোলিয়ান” আখ্যা দেওয়া হয়েছে ?
Ⓐ শোক
Ⓑ চন্দ্রগুপ্ত
Ⓒ হর্ষবর্ধন
Ⓓ সমুদ্রগুপ্ত ✔️

০৫. প্রথম ইতিহাসের সংজ্ঞা নিরুপণের চেষ্টা করেন -
Ⓐ গ্রিকরা ✔️
Ⓑ রোমানরা
Ⓒ ফরাসিরা
Ⓓ ভারতীয়রা

০৬. শকাব্দ কবে থেকে শুরু হয়েছিল ?
Ⓐ 78 খ্রিস্টাব্দে ✔️
Ⓑ 4 খ্রিস্টপূর্ব
Ⓒ 76 খ্রিস্টাব্দ
Ⓓ 76 খ্রিষ্টপূর্ব

০৭. কাদম্বরী কাব্যের রচয়িতা কে ?
Ⓐ কালিদাস
Ⓑ বানভট্ট ✔️
Ⓒ বিশাখদত্ত
Ⓓ হরিষেণ

০৮. “ইতিহাস প্রকৃত অর্থেই বিজ্ঞান-তার কিছুমাত্র বেশি বা কম নয়।” — উক্তিটি কার ?
Ⓐ ম্যাথু আর্নল্ড
Ⓑ জন লুবক
Ⓒ বিউরির ✔️
Ⓓ হারবাট মার্কিউজ

০৯. “বুদ্ধচরিতের” রচয়িতা কে ?
Ⓐ বুদ্ধঘোষ
Ⓑ অশ্বঘোষ ✔️
Ⓒ বসুমিত্র
Ⓓ লোপামুদ্রা

১০. কোন ঐতিহাসিকের মতে হরপ্পা সংস্কৃতি একান্তভাবেই ভারতীয় ?
Ⓐ গর্ডন চাইল্ড ✔️
Ⓑ জঁ ফিলিওজা
Ⓒ হুইলার
Ⓓ রাখালদাস বন্দ্যোপাধ্যায়

১১. মায়া সভ্যতার নিদর্শন মিলেছে -
Ⓐ আমেরিকায় ✔️
Ⓑ আফ্রিকায়
Ⓒ ইউরোপে
Ⓓ এশিয়ায়

১২. বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন ?
Ⓐ ধর্মপাল
Ⓑ বিজয় সেন
Ⓒ বল্লাল সেন ✔️
Ⓓ শশাঙ্ক

১৩. তাঁতিয়া টোপি কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত ?
Ⓐ মুন্ডা বিদ্রোহ
Ⓑ সিপাহী বিদ্রোহ ✔️
Ⓒ মুন্ডা বিদ্রোহ
Ⓓ চুয়ার বিদ্রোহ

১৪. সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি ?
Ⓐ ঋগবেদ ✔️
Ⓑ যজুর্বেদ
Ⓒ সামবেদ
Ⓓ অথর্ববেদ

১৫. দি ইন্ডিকা কে লিখেছিলেন ?
Ⓐ আলেকজান্ডার
Ⓑ পতঞ্জলি
Ⓒ হিউয়েন সাঙ
Ⓓ মেগাস্থিনিস ✔️

১৬. কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে ?
Ⓐ সামবেদ
Ⓑ যজুর্বেদ
Ⓒ অথর্ববেদ
Ⓓ ঋগবেদ ✔️

১৭. মহাভিনিস্ক্রমন বলতে কি বোঝায় ?
Ⓐ অশোকের ধর্মপ্রচার
Ⓑ গৌতম বুদ্ধের গৃহত্যাগ করার ঘটনা ✔️
Ⓒ জৈন ধর্মের প্রচার
Ⓓ গৌতমবুদ্ধের ধর্মমত প্রচার

১৮. বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত ?
Ⓐ কাঞ্চি
Ⓑ মাদুরাই
Ⓒ শ্রী শৈলন
Ⓓ তানজাভুর ✔️

১৯. বারাসাত বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল ?
Ⓐ সৈয়দ আহমেদ
Ⓑ তিতুমীর ✔️
Ⓒ নূরুলউদ্দিন
Ⓓ বুদ্ধ ভগত

২০. সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ?
Ⓐ শহরের গৃহনির্মাণ পরিকল্পনা
Ⓑ প্রশস্ত পাকা রাস্তা ঘাট
Ⓒ নিকাশি ব্যবস্থা ও পয়ঃপ্রণালী নির্মাণ ✔️
Ⓓ বাসনপত্রের ব্যবহার

২১. চুয়ার বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল ?
Ⓐ 1830 সালে 
Ⓑ 1859 সালে
Ⓒ 1799 সালে
Ⓓ 1769 সালে ✔️

২২. খ্রিস্টপূর্ব কত বছর আগে সিন্ধু সভ্যতার যাত্রা শুরু হয়েছিল ?
Ⓐ খ্রিস্টপূর্ব 2000
Ⓑ খ্রিস্টপূর্ব 3000 ✔️
Ⓒ খ্রিস্টপূর্ব 2500
Ⓓ খ্রিস্টপূর্ব 4000

২৩. মহাবলীপুরম কোন রাজবংশের দ্বারা প্রতিষ্ঠিত ?
Ⓐ পল্লব ✔️
Ⓑ পান্ড্য
Ⓒ চোল
Ⓓ চালুক্য

২৪. সিন্ধু সভ্যতার যুগে বাড়িগুলি কী দিয়ে নির্মিত হয়েছিল ?
Ⓐ প্রস্তর
Ⓑ ইঁট ✔️
Ⓒ কাঠ
Ⓓ বাঁশ

২৫. কার পরিকল্পনার উপর ভিত্তি করে ভারতের স্বাধীনতা আইন তৈরি হয়েছিল ?
Ⓐ লর্ড ওয়াভেল
Ⓑ রামসে ম্যাকডোনাল্ড
Ⓒ লর্ড মাউন্টবাটেন ✔️
Ⓓ চার্লস উড

২৬. সিন্ধু সভ্যতা কী ধরনের সভ্যতা ?
Ⓐ নগরভিত্তিক সভ্যতা ✔️
Ⓑ গ্রামকেন্দ্রিক সভ্যতা
Ⓒ উপজাতীয় সভ্যতা
Ⓓ কৃষিভিত্তিক সভ্যতা

২৭. নীচের কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে অজানা ছিল ?
Ⓐ রূপা
Ⓑ লোহা ✔️
Ⓒ তামা
Ⓓ ব্রোঞ্জ

২৮. ফরাজী আন্দোলন এর প্রবর্তক কে ?
Ⓐ মীর নিসার আলী
Ⓑ সৈয়দ আহমেদ
Ⓒ হাজী শরীয়তউল্লাহ ✔️
Ⓓ দুদু মিঞা

২৯. সিন্ধুসভ্যতায় নীচের কোন জন্তুর কোন উল্লেখ পাওয়া যায়নি ?
Ⓐ গোরু
Ⓑ উট
Ⓒ ঘোড়া ✔️
Ⓓ হাতি

৩০. আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন ?
Ⓐ সক্রেটিস
Ⓑ হোমার
Ⓒ প্লেটো
Ⓓ এ্যারিস্টোটল ✔️

৩১. প্রথম জৈন তীর্থঙ্কর -
Ⓐ আরিশ্তনেমি
Ⓑ পার্শ্বনাথ
Ⓒ অজিতনাথ
Ⓓ ঋষভ ✔️

৩২. ভারতের কোন সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতার নাম ?
Ⓐ মিশরীয় সভ্যতা
Ⓑ মেহেরগড় সভ্যতা ✔️
Ⓒ মেসোপটেমিয়া
Ⓓ সিন্ধু সভ্যতা

৩৩. আর্য কথাটির আক্ষরিক অর্থ -
Ⓐ মহান ✔️
Ⓑ শিক্ষিত
Ⓒ পুরোহিত
Ⓓ যোদ্ধা

৩৪. উপনিষদের মূল বিষয়বস্তু কী ?
Ⓐ দর্শন ✔️
Ⓑ যোগ
Ⓒ আইন নীতি
Ⓓ ধর্ম

৩৫. কাদের নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল ?
Ⓐ বুদ্ধ ভগত ও জোয়া ভগত
Ⓑ হাজী শরীয়ত উল্লাহ ও দুদু মিঞা
Ⓒ ভবানী পাঠক ও চিরাগ আলী
Ⓓ সিঁধু ও কানু ✔️

৩৬. হরপ্পার অধিবাসীদের আরাধ্য দেব বা দেবী কী ছিল ?
Ⓐ মহালক্ষ্মী
Ⓑ শিব ✔️
Ⓒ কালী
Ⓓ ওপরের কোনোটিই নয়

৩৭. কার রাজসভা নবরত্ন এর জন্য বিখ্যাত ছিল ?
Ⓐ হর্ষবর্ধন
Ⓑ দ্বিতীয় চন্দ্রগুপ্ত ✔️
Ⓒ অশোক
Ⓓ সমুদ্রগুপ্ত

৩৮. সিন্ধু সভ্যতার নিদর্শন হিসাবে মহেনজোদারোর প্রত্নতাত্ত্বিক আবিষ্কার কে প্রথম করেছিলেন ?
Ⓐ রাখালদাস ব্যানার্জী ✔️
Ⓑ স্যার জন মার্শাল
Ⓒ দয়ারাম সাহানী
Ⓓ স্যার হুইলার

৩৯. জৈন ধর্মগ্রন্থ প্রাথমিকভাবে যে ভাষায় লেখা হয়েছিল -
Ⓐ সংস্কৃত
Ⓑ পালি
Ⓒ প্রাকৃত ✔️
Ⓓ বাংলা

৪০. প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কী বলা হত ?
Ⓐ বালি
Ⓑ পাঞ্চাল
Ⓒ গ্রামমুখ
Ⓓ গ্রামণী ✔️

৪১. চাইবাসা ঘটনা কোথায় হয়েছিল ?
Ⓐ বিহার
Ⓑ মহারাষ্ট্র
Ⓒ বাংলায়
Ⓓ চাইবাসার মাঠে ✔️

৪২. অজন্তার চিত্রগুলি অনুপ্রাণিত -
Ⓐ করুণাময় বুদ্ধ ✔️
Ⓑ রাধা-কৃষ্ণ লীলা
Ⓒ জৈন তীর্থঙ্কর
Ⓓ মহাভারতের যুদ্ধ

৪৩. মেহেরগড় সভ্যতা ছিল -
Ⓐ ভারতের নবীনতম সভ্যতা
Ⓑ ভারতের আধুনিক সভ্যতা
Ⓒ ভারতের প্রাচীনতম সভ্যতা ✔️
Ⓓ কোনোটিই নয়

৪৪. গুপ্ত-পরবর্তী যুগে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের নাম ছিল -
Ⓐ নালন্দা ✔️
Ⓑ বল্লভী
Ⓒ তক্ষশীলা
Ⓓ কাঞ্চি

৪৫. ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয় ?
Ⓐ গুপ্তযুগ ✔️
Ⓑ মৌর্যযুগ
Ⓒ মোগল যুগ
Ⓓ কুষাণ যুগ

৪৬. মানুষ কখন খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয় ?
Ⓐ প্রাচীন প্রস্তর যুগ
Ⓑ মধ্য প্রস্তর যুগ
Ⓒ নব্য প্রস্তর যুগ ✔️
তাম্রপ্রস্তর যুগ

৪৭. শূন্যতার মতবাদ (শূন্যবাদ) কে প্রচার করেন ?
Ⓐ নাগার্জুন ✔️
Ⓑ শংকরাচার্য
Ⓒ হরিসেন
Ⓓ বল্লভাচার্য

৪৮. আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন ?
Ⓐ সিন্ধু
Ⓑ ঝিলম ✔️
Ⓒ চন্দ্রভাগ
Ⓓ ইরাবতী

৪৯. হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন ?
Ⓐ শশাঙ্ক ✔️
Ⓑ ধর্মপাল
Ⓒ ভাস্কর বর্মণ
Ⓓ লক্ষ্মণ সেন

৫০. সিন্ধুসভ্যতার পতনের সম্ভাব্য কারণ কী ?
Ⓐ দুর্ভিক্ষ
Ⓑ জলবায়ু পরিবর্তন
Ⓒ মানুষে মানুষে দ্বন্দ
Ⓓ বন্যা ও পরিবেশের পরিবর্তন ✔️
ইতিহাস প্রশ্ন উত্তর PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name:  ইতিহাস MCQ প্রশ্ন উত্তর PDF

File Format:  PDF

No. of Pages:  07

File Size:  170 KB 


No comments:

Post a Comment