Breaking




Wednesday, 15 May 2024

250+ ইতিহাস প্রশ্ন উত্তর PDF | 250+ History Questions Answers in Bengali PDF

250+ ইতিহাস প্রশ্ন উত্তর PDF | 250+ History Questions Answers in Bengali PDF 

250+ ইতিহাস প্রশ্ন উত্তর PDF
250+ ইতিহাস প্রশ্ন উত্তর PDF
Hello বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম 250+ ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF। যা তোমাদের সমস্থ রকম প্রতিযোগীতা মূলক পরীক্ষার ক্ষেত্রে বিশেষ কাজে আসবে। আমরা সকলেই জানি যে, সমস্থ রকম চাকরির পরীক্ষায় ইতিহাস থেকে বেশি প্রশ্ন আসে তাই আমাদের প্রধান কাজ হল এই বিষয়টিকে সঠিক ভাবে এবং বেশি করে প্রস্তুতি নেওয়া।
    সুতরাং বন্ধু তোমরা আর সময় নষ্ট না করে, নীচে দেওয়া কিছু নমুনা প্রশ্ন দেখে নাও এবং সম্পূর্ণ বিনামূল্যে PDF-টি সংগ্রহ করা নাও।

গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্নোত্তর

০১. বুদ্ধদেবের মৃত্যুকে কি নামে অভিহিত করা হয় ? 
উঃ- মহাপরিনির্বান।

০২. বুদ্ধদেব কোথায় প্রথম ধর্ম প্রচার করেন ? 
উঃ- সারনাথের মৃগদাবে।

০৩. বুদ্ধদেব প্রথম কজন ব্যাক্তির কাছে ধর্মমত প্রচার করেন ? 
উঃ- পাঁচজন। 

০৪. বুদ্ধদেব কোথায় দেহত্যাগ করেন ? 
উঃ- কুশীনগরে।

০৫. গৌতম বুদ্ধের প্রচারিত ধর্ম গ্রন্থের নাম কি ? 
উঃ- ত্রিপিটক।

০৬. "ত্রিপিটক" কোন ভাষায় লেখা ? 
উঃ- পালি ভাষায়।

০৭. বৌদ্ধ সন্ন্যাসীরা কি নামে পরিচিতি ? 
উঃ- ভিক্ষু।

০৮. প্রথম বৌদ্ধ সংগীত কোথায় গাওয়া হয় ? 
উঃ- রাজগৃহে।

০৯. তৃতীয় বৌদ্ধ সংগীত কোন রাজার আমলে গাওয়া হয়েছিল ? 
উঃ- মৌর্য সম্রাট অশোক।

১০মগধ রাজ্যটি কোথায় অবস্থিত ? 
উঃ- বিহারের পাটনা ও গয়া জেলা নিয়ে।

১১. মগধ রাজ্যের প্রতিষ্ঠাতা কে ? 
উঃ- মহারাজ বিম্বিসার।

১২. মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ? 
উঃ- চন্দ্রগুপ্ত মৌর্য।

১৩. চন্দ্রগুপ্ত মোর্যের পরামর্শদাতা কে ছিলেন ? 
উঃ- কৌটিল্য/বিষ্ণুগুপ্ত

১৪. "অর্থশাস্ত্র" কে লেখেন ? 
উঃ- কৌটিল্য।

১৫. কোন যুদ্ধের পর অশোক রাজ্যজয় নীতি ত্যাগ করেন ? 
উঃ- কলিঙ্গ যুদ্ধ।

১৬. মৌর্য বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন ? 
উঃ- অশোক।

১৭. "সব মানুষই আমার সন্তান" উক্তিটি কার ? 
উঃ- সম্রাট অশোকের।

১৮. "এলাহাবাদ প্রশস্তি" কার রচনা ? 
উঃ- হরিসেনের।

১৯. হরিষেন কার সভাকবি ছিলেন ? 
উঃ- সমুদ্র গুপ্তের।

২০. কোন গুপ্ত সম্রাট "বিক্রমাদিত্য" উপাধি ধারন করেন ? 
উঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

২১. দ্বিতীয় চন্দ্রাগুপ্তের রাজত্বকালে কোন চৈনিক পরিব্রাজক ভারতে আসেন ? 
উঃ- ফা-হিয়েন।

২২. দ্বিতীয় চন্দ্রাগুপ্তের রাজসভায় শ্রেষ্ঠ কবি কে ছিলেন ? 
উঃ- কালিদাস।

২৩. "ইন্ডিয়ান শেক্সপিয়ার" কাকে বলা হয় ? 
উঃ- কালিদাসকে।

২৪. কোন গুপ্ত সম্রাট হুন আক্রমন প্রতিহত করেন ? 
উঃ- স্কন্দগুপ্ত।

২৫. নালন্দা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন ? 
উঃ- প্রথম কুমার গুপ্ত।

২৬. রামানন্দের শিষ্য কে ছিলেন ? 
উঃ- কবির।

২৭. চৈতন্যদেবের বাল্যনাম কি ছিল ? 
উঃ- বিশ্বম্ভর।

২৮. শ্রী চৈতন্যদেবের একজন মুসলমান শিষ্যের নাম করো ? 
উঃ- যবন হরিদাস।

২৯. আজমির কি জন্য বিখ্যাত ? 
উঃ- চিশতি সম্প্রদায়ের প্রধান ধর্মকেন্দ্র।

৩০. "চন্ডীমঙ্গল" কে রচনা করেন ? 
উঃ- কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী।

৩১. "মৈথিলি" ভাষায় সর্বশ্রেষ্ঠ লেখক কে ছিলেন ? 
উঃ- বিদ্যাপতি।

৩২. "চৈতন্যচরিতামৃত" কার রচনা ? 
উঃ- কৃষ্ণদাস কবিরাজ।

৩৩. কে ফরাসি ভাষায় রামায়ন রচনা করেন ? 
উঃ- বদায়ুনি।

৩৪. কুতুবমিনারের নির্মাণকাজ কে শুরু করেন ? 
উঃ- কুতুউদ্দিন আইবক।

৩৬. কুতুবমিনারের কাজ কে শেষ করেন ? 
উঃ- ইলতুৎমিস।

৩৭. "আলাই দরওজা" কে নির্মাণ করেন ? 
উঃ- আলাউদ্দিন খলজী।

৩৯. আইন-ই-আকবরী কে রচনা করেন ? 
উঃ- আবুল ফজল।
ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Name:  ইতিহাস প্রশ্ন ও উত্তর PDF 

File Format:  PDF

No. of Pages:  14

File Size:  401 KB


No comments:

Post a Comment