Breaking




Wednesday 15 May 2024

সীতারাম জিন্দাল স্কলারশিপ 2024 - যোগ্যতা-ডকুমেন্ট-আবেদন পদ্ধতির বিস্তারিত তথ্য

সীতারাম জিন্দাল স্কলারশিপ 2024 - যোগ্যতা-ডকুমেন্ট-আবেদন পদ্ধতির বিস্তারিত তথ্য

সীতারাম জিন্দাল স্কলারশিপ 2024
সীতারাম জিন্দাল স্কলারশিপ 2024
ডিয়ার স্টুডেন্টস,
তোমরা যারা স্কুল,কলেজে এখনও পড়াশোনা করছো তোমাদের সেই পড়াশোনায় আর্থিক সুবিধা যাতে পেতে পারো তার জন্য আমরা একটি প্রতিবেন তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, যে প্রতিবেদনটি হল সীতারাম জিন্দাল স্কলারশিপ 2024 একে নিয়ে। যে স্কলারশিপের মাধ্যমে তোমরা ভালো অঙ্কের আর্থিক সাহায্য পেতে পারো। তাই আর দেরি না করে অবিলম্বে নীচের প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও আর তাড়াতাড়ি আবেদন করে দাও। 

আমরা কম বেশি সকলেই জানি যে সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের তরফ থেকে বেশকয়েক বছর ধরে দারিদ্র ছাত্রছাত্রী দের স্কলারশিপের প্রদান করে আসছে। এই সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের নেটওয়ার্ক All Over India জুরে, যার মেন ব্রাঞ্চ দিল্লীতে অবস্থিত। যে ফাউন্ডেশনেটি শিক্ষার প্রসারের জন্য এবং দারিদ্র ছাত্রছাত্রী উচ্চ শিক্ষার জন্য সাহায্য করে আসছে। 

এই স্কলারশিপের জন্য একাদশ শ্রেণী থেকে পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ স্নাতকোত্তর পর্যন্ত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে, তাদের শ্রেণী এবং বিভাগ অনুযায়ী। যে স্কলারশিপের মাধ্যমে একজন ছাত্র বা ছাত্রী মাসে ৫০০ টাকা থেকে ৩২০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেতে পারে। তাই চলো নীচের প্রতিবেদনটি পড়ে নেওয়া যাক এবং সীতারাম জিন্দাল স্কলারশিপ সম্পর্কে সম্পূর্ণ একটি ধারনা তৈরি করে নেওয়া যাক। 

যেহেতু এই স্কলারশিপটি বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের সাহায্য প্রদান করে সেহেতু সেই শ্রেণী অনুযায়ী ক্যাটাগরি ভাগ করা হয়েছে। যেমন- 

পড়াশোনার স্তর পড়াশোনা অনুযায়ী ক্যাটাগরির
ক্যাটাগরি A একাদশ-দ্বাদশ শ্রেণী
ক্যাটাগরি B ITI (সরকারি ও বেসরকারি)
ক্যাটাগরি C গ্র্যাজুয়েশন/পোষ্ট গ্র্যাজুয়েশন
ক্যাটাগরি D ডিপ্লোমা
ক্যাটাগরি E মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং এর স্নাতক কোর্স

সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদনের যোগ্যতা- 

ক্যাটাগরি A - স্কলারশিপে আবেদনের জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রদের আগের বছরের পরীক্ষায় নূন্যতম 65% নম্বর পেতে হবে। ও ছাত্রীদের নূন্যতম 60% নম্বর পেতে হবে।

ক্যাটাগরি B - স্কলারশিপে আবেদনের জন্য সরকারি ITI কলেজের পড়ুয়ারা পরীক্ষায় পাস করলেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তবে, বেসরকারি কলেজের ছাত্রদের ক্ষেত্রে নূন্যতম 45% নম্বর পেতে হবে ও ছাত্রীদের ক্ষেত্রে নূন্যতম 35% নম্বর পেতে হবে।

ক্যাটাগরি C - স্কলারশিপে আবেদনের জন্য গ্রাজুয়েশন কোর্সর জন্য ছাত্রদের সেমিস্টারে নূন্যতম 65% নম্বর পেতে হবে এবং ছাত্রীদের ক্ষেত্রে সেমিস্টারে  নূন্যতম 60% নম্বর পেতে হবে।
পোস্ট গ্রাজুয়েশন কোর্সর ক্ষেত্রে ছাত্রদের নূন্যতম 60% নম্বর পেতে হবে এবং ছাত্রীদের ক্ষেত্রে নূন্যতম 55% নম্বর পেতে হবে।

ক্যাটাগরি D - স্কলারশিপে আবেদনের জন্য ডিপ্লোমা কোর্সর ছাত্রদের এই স্কলারশিপের জন্য নূন্যতম 55% নম্বর পেতে হবে ও ছাত্রীদের নূন্যতম 50% নম্বর পেতে হবে।

ক্যাটাগরি E - স্কলারশিপে আবেদনের জন্য মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কোর্সর ছাত্রদের পরীক্ষায় 65% নম্বর পেতে হবে ও ছাত্রীদের 60% নম্বর পেতে হবে।

শ্রেণী অনুযায়ী স্কলারশিপের পরিমান-

কোর্স মাসিক স্কলারশিপের পরিমান
একাদশ ও দ্বাদশ শ্রেণী ছাত্রদের জন্য ৫০০ টাকা
ছাত্রীদের জন্য ৭০০ টাকা
ITI কোর্স সরকারি কলেজের ছাত্রছাত্রী দের জন্য ৫০০ টাকা
বেসরকারি কলেজের ছাত্রছাত্রী দের জন্য ৭০০ টাকা
গ্রাজুয়েশন কোর্স ছাত্রদের জন্য ১১০০ টাকা
ছাত্রীদের জন্য ১৪০০ টাকা
প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য ১৪০০ টাকা
সাবেক কর্মকর্তার বিধবা ও অবিবাহিত মেয়ে ১৫০০ টাকা
পোস্ট গ্রাজুয়েশন ছাত্রদের জন্য ১৫০০ টাকা
ছাত্রীদের জন্য ১৮০০ টাকা
প্রতিবন্ধী পড়ুয়াদের জন্য ১৮০০ টাকা
 সাবেক কর্মকর্তার বিধবা ও অবিবাহিত মেয়ে জন্য ১৮০০ টাকা
ডিপ্লোমা কোর্স ছাত্রদের জন্য ১০০০ টাকা
ছাত্রীদের জন্য ১২০০ টাকা
ইঞ্জিনিয়ারিং কোর্স ছাত্রদের জন্য ২০০০ টাকা
ছাত্রীদের জন্য ২৩০০ টাকা
মেডিকেল কোর্স ছাত্রদের জন্য ২৫০০ টাকা
ছাত্রীদের জন্য ৩০০০ টাকা
মেডিকেল (পোস্ট গ্রাজুয়েশন) ছাত্রদের জন্য ২৮০০ টাকা
ছাত্রীদের জন্য ৩২০০ টাকা
হোস্টেলের পড়ুয়া গ্রাজুয়েশন, ITI, ডিপ্লোমা, কোর্সর পড়ুয়াদের মাসিক অতিরিক্ত ১২০০ টাকা
মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের মাসিক অতিরিক্ত ১৮০০ টাকা

সীতারাম জিন্দাল স্কলারশিপ আবেদনের শর্ত -
  • পরিবারের অন্যান্য সদস্যরা চাকরিরত হলে পারিবারিক বার্ষিক আয় ৪ লক্ষ টাকার কম হতে হবে।
  • অন্যান্যদের জন্য পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষের কম হতে হবে।
  • আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
  • শারীরিক প্রতিবন্ধীদের জন্য শুধু মাত্র সমস্ত বিষয়ে পাস্ মার্কস পেলেই তারা আবেদনযোগ্য।  
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট -

০১. পাসপোর্ট সাইজের কালার ছবি।
০২. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশীটের কপি।
০৩. সর্বশেষ পরীক্ষার মার্কশিট 
০৪. মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা কোর্সের ভর্তির প্রমানপত্র।
০৫. পারিবারিক আয়ের সার্টিফিকেট।
০৬. প্রতিষ্ঠানে দেওয়া শেষ পেমেন্ট রিসিভ কপি।
০৭. সরকারি মেধা কোটার অধীনে ছাত্র ভর্তি সংক্রান্ত শংসাপত্র (ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং এমবিএ)
০৮. শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য, উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে শংসাপত্র।

সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদন প্রক্রিয়া - 
এই স্কলারশিপের আবেদন পদ্ধতি হল সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। নীচে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম- 
  • প্রথমে নীচে দেওয়া আবেদন পত্রটি সংগ্রহ করে প্রিন্ট আউট করতে হবে।
  • এরপর সেটি সঠিক ভাবে পূরণ করুন।
  • তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি যুক্ত করুন।
  • তারপর আবেদন পত্রে যে সমস্থ অফিসারের সই করার কথা উল্লেখ করা আছে তাদের সই করান।
  • তারপর একটি মুখ বন্ধ খামে সমস্থ ডকুমেন্ট গুলি সহ আবেদন পত্রটি দিয়ে। নীচে উল্লেখিত ঠিকানায় পোস্ট এর মাধ্যমে আবেদন পত্রটি জমা দিয়ে দিন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- 

The Trustee, Sitaram Jindal Foundation 11, Green Avenue, Behind Sector D-3, Vasant Kunj, New Delhi 110070

সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদনের শেষ তারিখ- 
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সীতারাম জিন্দাল স্কলারশিপের Last Date নেই। যেকোনো সময় এই স্কলারশিপের আবেদন করা যায়।

গুরুত্বপূর্ণ লিংক - 

আবেদন পত্র Download
অফিশিয়াল ওয়েবসাইট Click Hare

No comments:

Post a Comment