Breaking




Friday 3 May 2024

নবান্ন স্কলারশিপ 2023 :: আবেদন পদ্ধতি || প্রয়োজনীয় ডকুমেন্ট || আরও অন্যান্য তথ্য সমূহ

নবান্ন স্কলারশিপ 2023 :: আবেদন পদ্ধতি || প্রয়োজনীয় ডকুমেন্ট || আরও অন্যান্য তথ্য সমূহ

নবান্ন স্কলারশিপ 2023
নবান্ন স্কলারশিপ 2023
ডিয়ার ছোটো ছোটো ভাই বোনেরা,
আজকের পোস্টটি কেবলমাত্র তোমাদের জন্য যারা এই ২০২৩ সালে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কলেজের পরীক্ষার মোটামুটি একটু ভালো নম্বর পেয়ে পাশ করেছো। আমরা আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটি অন্যতম পোস্ট নিয়ে যে পোস্টটি মনোযোগ সহকারে পড়লে আশা করচ্ছি তোমাদের খুব ভাললাগবে। আমরা আজকে আলোচনা করবো নবান্ন স্কলারশিপ ২০২৩ এই পোস্টটির সমস্থ প্রয়োজনীয় তথ্য গুলি। যে তথ্য গুলি পড়লে এই স্কলারশিপ সম্পর্কে সব রকম প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাই চলো কোনো রকম সময় নষ্ট না করে একনজরে জেনা নেওয়া যাক নবান্ন স্কলারশিপ ২০২৩ সম্পর্কে।

স্কলারশিপের নাম : নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ।

নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ : নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ কোনো রকম আলাদা আলাদা স্কলারশিপ নয়। এটা একটাই স্কলারশিপ যেটা নামে আলাদা। যেটা দক্ষিণবঙ্গের ছাত্র-ছাত্রীরা ‘নবান্ন স্কলারশিপ’ হিসেবে জানে, আর উত্তরবঙ্গের ছাত্র ছাত্রীরা ‘উত্তরকন্যা স্কলারশিপ’ হিসেবে জানে।
অতএব রাজ্যের দক্ষিণবঙ্গের ছাত্র-ছাত্রীরা ‘নবান্ন স্কলারশিপ’ হিসেবে নবান্নের ঠিকানায় আবেদন করবে আর উত্তরবঙ্গের ছাত্র ছাত্রীরা ‘উত্তরকন্যা স্কলারশিপ’ হিসেবে উত্তরকন্যার ঠিকানায় আবেদন করবে। 

নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপের বিশেষত্ব : এই স্কলারশিপটি পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল এর তরফ থেকে প্রতিবছর দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের দেওয়া হয়ে থাকে। যাতে করে এই সামান্য টাকা দিয়ে তাদের উচ্চ শিক্ষা লাভের ক্ষেত্রে কাজে আসে।

নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপে টাকার পরিমাণ : বাৎসরিক ১০,০০০ টাকা তবে বিভিন্ন কোর্সের সময়সীমা ও কোর্সের খরচ অনুযায়ী টাকার পরিমান বাড়তেও পারে।

নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপে আবেদনের যোগ্যতা
  • যারা মাধ্যমিকে ৫০ শতাংশের উপর এবং ৬০ শতাংশের নীচে; উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশের উপর এবং ৬০ শতাংশের নীচে এবং গ্র্যাজুয়েশনে ৫০ শতাংশের উপর এবং ৫৩ শতাংশের নীচে নম্বর পেয়েছে, তারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
  • ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • সেসকল ছাত্রছাত্রীরা বিকাশ ভবন বা অন্য কোন সরকারী স্কলারশিপ পাচ্ছে, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। 
  • যাদের পারিবারিক বাৎসরিক আয় ৬০,০০০ এর কম,তারা আবেদন করতে পারবে।
নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপের প্রয়োজনীয় ডকুমেন্ট
০১. ফিলাপ করা নবান্ন স্কলারশিপ আবেদনপত্র 
০২. মাধ্যমিকের Admit Card জেরক্স
০৩. আধার কার্ড জেরক্স
০৪. শেষ পরীক্ষার মার্কশীট
০৫. বর্তমান কোর্সে ভর্তির রশিদের জেরক্স
০৬. ব্যাংক একাউন্টের প্রথম পাতার জেরক্স
০৭. B.D.O অথবা পৌরসভা থেকে ইনকাম সার্টিফিকেট
০৮. সেল্ফ ডিক্লারেশন [M.L.A -এর স্বাক্ষর সহ]
০৯. এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো।
১০. একটি সাদা পাতায় মুখ্যমন্ত্রী কে দরখাস্ত লিখতে হবে যেখানে তোমরা টাকাটা কতটা প্রয়োজন সেই অনুযায়ী এবং সেই পাতায় M.L.A এর স্বাক্ষর করাতে হবে।

(বিঃ দ্রঃ- আবেদনপত্রটির দ্বিতীয় পাতায় বর্তমানে তুমি যে প্রতিষ্ঠানে ভর্তি আছো সেই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/ পিন্সিপাল-এঁর স্বাক্ষর করাতে হবে এবং তৃতীয় পাতায় M.L.A-এঁর স্বাক্ষর করাতে হবে)

নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপে আবেদন পদ্ধতি
০১. আবেদনপত্রটি সঠিক ভাবে পূর্ণ করতে হবে
০২. আবেদনপত্রটির সাথে সমস্থ ডকুমেন্ট গুলি দিতে হবে
০৩. তোমার ডকুমেন্ট বাবদ যে জেরক্স কপি গুলি দিয়েছো তাতে তোমার সই থাকতে হবে
০৪. প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি নিয়ে দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীদের নবান্নের অফিসে এবং উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের উত্তরকন্যার অফিসে গিয়ে অথবা পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারো।

নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপে আবেদনের শুরু ও শেষ তারিখ : 
এই স্কলারশিপের আবেদনের কোনো নির্দিষ্ট সময় নেই, বর্তমান কোর্সে ভর্তির পরেই সাধারণত এই স্কলারশিপের জন্য আবেদন করতে হয়।

নবান্ন স্কলারশিপ জমা দেওয়ার ঠিকানা :
Nabanna,
14th Floor,
325, Sarat Chatterjee Road,
Shibpur,
Howrah – 711102

উত্তরকন্যা স্কলারশিপ জমা দেওয়ার ঠিকানা :
Uttarkanya,
P.O. - Satellite Township,
Fulbari,
Jalpaiguri – 734015

নবান্ন স্কলারশিপ হেল্পলাইন নম্বর : (033)2214 1902 & (033) 2253 5278

নবান্ন স্কলারশিপ Application Form Download Now
উত্তরকন্যা স্কলারশিপ Application Form Download Now
Official Website Click Here

যদি কোন আরও সমস্যা থেকে থাকে অবশ্যই নীচে দেওয়া কমেন্ট বক্সে কমেন্ট করো।

No comments:

Post a Comment