ভারতের ইতিহাস জিকে প্রশ্ন উত্তর PDF | 200 Indian History Gk in Bengali PDF
ভারতের ইতিহাস শুধু রাজা-মহারাজাদের কাহিনী নয়, বরং এটি এক বিশাল যাত্রাপথ যেখানে সভ্যতা, সংস্কৃতি, ধর্ম, রাজনীতি ও সংগ্রামের মিলন ঘটেছে। প্রাচীন সিন্ধু সভ্যতা থেকে শুরু করে মৌর্য, গুপ্ত, মুঘল, এবং ইংরেজ শাসন – প্রতিটি যুগ আমাদের দেশকে নতুন রূপ দিয়েছে। তাই প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভারতের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে দেওয়া হলো ভারতের ইতিহাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যা পড়াশোনায় যেমন সহায়ক হবে, তেমনি পরীক্ষার প্রস্তুতিতেও কাজে আসবে।
সুতরাং দেরি না করে নীচে দেওয়া প্রশ্ন উত্তর গুলি মনোযোগ সহকারে দেখে নাও এবং অবশ্যই PDF-টি সংগ্রহ করে পরবর্তী সময়ে মুখস্ত করে নেবে।
ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর
প্রশ্ন:- কে অশােকের শিলালিপির পাঠোদ্ধার করেন?
উত্তর: জেমস প্রিন্সেপ
প্রশ্ন:- প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি?
উত্তর: রাজতরঙ্গিনী।
প্রশ্ন:- রাজতরঙ্গিনী কার রচনা?
উত্তর:- কলহন ।
প্রশ্ন:- বাণভট কার সভাকবি ছিলেন?
উত্তর: হর্ষবর্ধনের।
প্রশ্ন:- এলাহাবাদ প্রশস্তি কার রচনা?
উত্তর: সমুদ্র গুপ্তের সভাকবি হরিষেণের রচনা।
প্রশ্ন:- কোন নদী/নদের নাম অনুসারে ভারতবর্ষের নাম ইন্ডিয়া বা হিন্দুস্থান হয়েছে?
উত্তর:- সিন্ধুনদের।
প্রশ্ন:- কার আমলে জুনাগড় লিপি রচিত হয়?
উত্তর:- শক সম্রাট রুদ্রদামন।
প্রশ্ন:- কোন প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে রাজা অশােক ও তাঁর কীর্তিকলাপ সম্বন্ধে ধারণা পাওয়া যায়?
উত্তর:- শিলালিপি নামক প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে রাজা অশােক ও তাঁর কার্তিকলাপ সম্বন্ধে ধারণা পাওয়া যায়।
প্রশ্ন:- নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত আছে?
উত্তর: সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা গৌতমীপুত্র সাতকর্ণীর।
প্রশ্ন:- বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয়?
উত্তর: উপনিষদকে।
প্রশ্ন:- কোন রাজার নাম অনুসারে ভারতবর্ষ নামকরণ হয়?
উত্তর: পৌরাণিক যুগের সাগর বংশের সন্তান রাজা ভরতের।
প্রশ্ন:- নানাঘাট শিলালিপি থেকে কোন রাজার সম্বন্ধে জানা যায়?
উত্তর: সাতবাহন রাজা প্রথম সাতকর্ণীর।
প্রশ্ন:- ভারতকে ‘নৃতত্বের জাদুঘর কে বলেছেন?
উত্তর:- ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ।
প্রশ্ন:- বাঙালিরা কোন জাতির বংশধর?
উত্তর:- বাঙালিরা নেগ্রিটো ও নর্ডিক জাতির সংমিশ্ৰিত বংশধর।
প্রশ্ন:- সাঁওতালরা কোন জাতির বংশধর?
উত্তর: নেগ্রিটো জাতির বংশধর।
প্রশ্ন:- দক্ষিণ ভারতের অধিবাসীরা কোন জাতির বংশধর?
উত্তর: দ্রাবিড় জাতির বংশধর।
প্রশ্ন:- পাঞ্জাবের কোন নদীর জলের নিচের মাটিতে প্রাচীন প্রস্তর যুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে?
উত্তর – সােহান
প্রশ্ন:- কোন যুগ কোয়ার্টজ যুগ নাম পরিচিত ছিল?
উত্তর - প্রাচীন প্রস্তর যুগ
প্রশ্ন:- সর্বশেষ তীর্থঙ্করের নাম কি?
উত্তর – মহাবীর
প্রশ্ন:- মিনান্দার ছিলেন –
উত্তর - ইন্দো-গ্রিক রাজা
প্রশ্ন:- চাকা আবিষ্কার হয় কোন যুগে?
উত্তর - নব্য প্রস্তর যুগ
প্রশ্ন:- বুদ্ধ জন্মগ্রহণ করেন –
উত্তর - ৫৬৩ খ্রিস্টপূর্বাব্দে
প্রশ্ন:- বুদ্ধদেব প্রথম ধর্মপ্রচার করেন কোথায়?
উত্তর – সারনাথ।
প্রশ্ন:- প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিল?
উত্তর - ২৪ জন।
প্রশ্ন:- মহাবীর জৈনের মৃত্যু কোথায় হয় ?
উত্তর – পাবাপুরী
প্রশ্ন:- “কার্পাস” শব্দটি প্রথম কার রচনায় পাওয়া যায়?
উত্তর – পানিনি।
প্রশ্ন:- ঋগবেদে "অন্ন” ( হননযােগ্য নয় ) শব্দটি কোন ক্ষেত্রে প্রযুক্ত হয়েছে?
উত্তর – গাভী
প্রশ্ন:- বৈদিক যুগে আর্যরা কি দিয়ে বাড়িঘর তৈরী করতাে?
উত্তর - পােড়া ইট
ভারতের ইতিহাস MCQ প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: আধুনিক ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 21
File Size: 376 KB

No comments:
Post a Comment