ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল তালিকা 2024 PDF | Chief Minister and Governor of India 2024
ডিয়ার স্টুডেন্টস,
আমরা সকলেই জানি যে সামনে অনেক গুলি চাকরী পরীক্ষা আছে, তাই আশা করবো সকলেই নিজ নিজ পরীক্ষা অনুযায়ী সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিয়ে যাচ্ছো।আরা আজকে তোমাদের সঙ্গে যে পোস্টটি শেয়ার করতে চলেছি সেই পোস্টটি আগত সকল পরীক্ষা গুলির জন্য দারুন ভাবে কাজে আসবে। তাই আর দেরি না করে আমাদের দেওয়া বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল তালিকা 2024 PDF এই পোস্টটি মনোযোগ সহকারে দেখে নাও।
বিঃ দ্রঃ- আমরা নীচের তালিকাটি ৩০শে জুলাই ২০২৪ তারিখ অনুযায়ী তোমাদের জন্য হাজির হয়েছি। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল পরিবর্তন হলে সময়ের সাথে সাথে আপডেট করে দেওয়া হবে।
তাই তোমরা আর সময় নষ্ট না করে এই রকম গুরুত্বপূর্ণ টপিকটি খুব ভালোভাবে দেখে নাও এবং আগামী পরীক্ষা গুলির জন্য প্রস্তুত হয়ে যাও।
2023 ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল তালিকা
রাজ্য | মুখ্যমন্ত্রী | রাজ্যপাল |
---|---|---|
অন্ধ্রপ্রদেশ | এন. চন্দ্রবাবু নাইডু | এস. আব্দুল নাজির |
অরুণাচলপ্রদেশ | পেমা খান্ডু | কৈবাল্য ত্রিবিক্রম পার্নায়েক |
আসাম | হিমন্ত বিশ্ব শর্মা | লক্ষণ প্রসাদ আচার্য |
বিহার | নীতিশ কুমার | রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার |
ছত্তিশগড় | বিষ্ণু দেও সাই | রমেন ডেকা |
গোয়া | প্রোমোদ সাওয়ান্ত | পি.এস. শ্রীধরণ পিল্লাই |
গুজরাট | ভুপেন্দ্রভাই প্যাটেল | আচার্য্য দেবব্রত |
হরিয়ানা | নওয়াব সিং সাইনি | বন্দারু দত্তাত্রেয়া |
হিমাচলপ্রদেশ | সুখবিন্দর সিং সুকু | শিব প্রতাপ শুক্লা |
ঝাড়খণ্ড | হেমন্ত সোরেন | সন্তোষ কুমার গ্যাংয়ার |
কর্ণাটক | সিদ্দারামাইয়া | থাওয়ার চাঁদ গেহলট |
কেরালা | পিনারায়ী বিজয়ন | আরিফ মহম্মদ খান |
মধ্যপ্রদেশ | মোহন যাদব | মাঙ্গুভাই ছাগনভাই প্যাটেল |
মণিপুর | এন. বিরেন সিং | লক্ষণ প্রসাদ আচার্য (অতিরিক্ত) |
মহারাষ্ট্র | একনাথ শিন্দে | সি.পি. রাধাকৃষ্ণান |
মেঘালয় | কনরাড সাংমা | সি.এইচ. বিজয়শঙ্কর |
মিজোরাম | লালডুহোমা | কামভাপাতি হরি বাবু |
নাগাল্যান্ড | নেফিউ রিও | লা গণেশন |
ওড়িশা | মোহন চরণ মাঝি | রঘুবর দাস |
পাঞ্জাব | ভগবন্ত মান | গুলাব চাঁদ কাটারিয়া |
রাজস্থান | ভজন লাল শর্মা | হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে |
সিকিম | প্রেম সিং তামাং | ওম প্রকাশ মাথুর |
তামিলনাড়ু | এম.কে. স্টালিন | আর.এন. রবি |
তেলেঙ্গানা | রেভান্থ রেড্ডি | জিষ্ণু দেব বর্মা |
ত্রিপুরা | মানিক সাহা | ইন্দ্রসেনা রেড্ডি |
উত্তরপ্রদেশ | যোগী আদিত্যনাথ | আনন্দিবেন প্যাটেল |
উত্তরাখণ্ড | পুষ্কর সিং ধামী | গুরমিত সিং |
পশ্চিমবঙ্গ | মমতা ব্যানার্জী | সিভি আনন্দ বোস |
দিল্লী | অরবিন্দ কেজরীয়াল | বিনয় কুমার সাক্সেনা |
পুদুচেরি | এন রাঙ্গাস্বামী | কে. কৈলাসনাথন |
ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল ২০২৩
File Format: PDF
No. of Pages: 01
File Size: 190 KB
No comments:
Post a Comment