WBP SI 2021 Practice Set in Bengali PDF \\ পশ্চিমবঙ্গ পুলিশ সাব- ইন্সপেক্টর প্র্যাকটিস সেট পরব-০১
WBP SI 2021 Practice Set in Bengali Part-01 |
নমস্কার বন্ধুরা,
তোমরা সকলেই জানো যে, আমরা অর্থাৎ এই সহযোগীতা সাইটের পক্ষ থেকে সমস্থ রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য সমস্থ রকম PDF, কুইজ সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে থাকি। তাই যেহেতু সামনের WBP SI পরীক্ষা চলেই আসেছে তাই তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি।
তাই বন্ধুরা এর কোনো রকম সময় নষ্ট না করে, নীচের প্রশ্ন গুলি একবার দেখে নিয়ে সম্পূর্ণ প্র্যাকটিস সেটটি সংগ্রহ করে উক্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দাও, এবং আরও প্র্যাকটিস পেতে আমাদের সাইড ফলো করো।
প্র্যাকটিস সেটের প্রশ্ন সমূহ
০১. ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কত সালে ?
(A) ১৯৫১ সালে
(B) ১৯৫৩ সালে
(C) ১৯৫৫ সালে
(D) ১৯৫৭ সালে
০২. সংবিধান রাষ্ট্রপতিকে কত প্রকার জরুরী অবস্থা ঘোষণার ক্ষমতা দিয়েছে ?
(A) দুই প্রকার
(B) তিন প্রকার
(C) চার প্রকার
(D) পাঁচ প্রকার
০৩. সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতির পদচ্যুতির পদ্ধতিকে ইমপিচমেন্ট বলে ?
(A) ৬০ নং ধারা
(B) ৬১ নং ধারা
(C) ৬২ নং ধারা
(D) ৬৩ নং ধারা
০৪. সৌরভ ভার্মা কোন খেলার সঙ্গে যুক্ত ?
(A) ক্রিকেট
(B) গলফ
(C) লন টেনিস
(D) ব্যাডমিন্টন
০৫. বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয় ?
(A) ১লা ডিসেম্বর
(B) ১লা নভেম্বর
(C) ১লা অক্টোবর
(D) ১লা সেপ্টেম্বর
০৬. তোর্সা নদীর উৎপত্তিস্থল -
(A) ছোটনাগপুর মালভূমি
(B) তিব্বতের চুম্বি উপত্যকা
(C) গঙ্গোত্রী হিমবাহ
(D) পশ্চিমের মালভূমি অঞ্চল
০৭. সদ্য আছড়ে পড়া ঝড় ইয়াস এর নামকরণ করেছে কোন দেশ ?
(A) মায়ানমার
(B) ভুটান
(C) ওমান
(D) বাংলাদেশ
০৮. ভারতের প্রথম গভর্নর জেনারেল পদে নিযুক্ত হয়েছিলেন কে ?
(A) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
(B) লর্ড ক্যানিং
(C) লর্ড ক্লাইভ
(D) লর্ড লিটন
০৯. অন্ধত্ব রোগটি কোন ভিটামিনের অভাবে হয় ?
(A) ভিটামিন-A
(B) ভিটামিন-C
(C) ভিটামিন-K
(D) ভিটামিন-E
১০. কাজু বাদাম উৎপাদন ও বিক্রিয়ে বিশ্বে কোন দেশ প্রথম স্থান অধিকার করে ?
(A) কানাডা
(B) চীন
(C) ভারত
(D) ইউএস
১১. পাট গাছের কোন তন্তু পাট হিসেবে পরিচিত ?
(A) জাইলেম
(B) ফ্লোয়েম
(C) উভয়ই
(D) কোনোটাই নয়
১২. অমৃতসর সন্ধি কোন সালে সম্পন্ন হয় ?
(A) ১৮০৯ সালে
(B) ১৮০৮ সালে
(C) ১৮০৭ সালে
(D) ১৮০৬ সালে
১৩. স্বরাজ আমার জন্মগত অধিকার - কার উক্তি ?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) বালগঙ্গাধর তিলক
(C) মহাত্মা গান্ধী
(D) জওহরলাল নেহেরু
১৪. কমলালেবুতে প্রচুর পরিমানে থাকে ?
(A) কার্বোহাইড্রেট
(B) প্রোটিন
(C) ভিটামিন
(D) ফ্যাট
১৫. মহাত্মা গান্ধী কোন সালে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেন ?
(A) ১৯৪৪ সালে
(B) ১৯৪৩ সালে
(C) ১৯৪১ সালে
(D) ১৯৪২ সালে
১৬. কিথাম হ্রদ কোথায় অবস্থিত ?
(A) উত্তরপ্রদেশ
(B) মধ্যপ্রদেশ
(C) অরুণাচল প্রদেশ
(D) অন্ধ্র প্রদেশ
১৭. বিশ্বে প্রথম "Guangmu" নামে আর্থ সাইন্স স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ ?
(A) রাশিয়া
(B) ইজরায়েল
(C) জাপান
(D) চীন
১৮. সরকারি পরিষেবা বাড়ি বাড়ি পৌঁছে দিতে "জনসেবক স্কিম" লঞ্চ করলো কোন রাজ্য ?
(A) কেরালা
(B) কর্ণাটক
(C) তামিলনাড়ু
(D) অন্ধ্রপ্রদেশ
১৯. সম্প্রতি Yahoo কোম্পানী কোন দেশে তাদের পরিষেবা বন্ধ করলো ?
(A) পাকিস্তান
(B) নরওয়ে
(C) চীন
(D) তাইওয়ান
২০. এশিয়ার প্রথম "ভাসমান সিনেমা হল" কোথায় লঞ্চ করা হলো ?
(A) শ্রীনগর
(B) চেন্নাই
(C) মুম্বাই
(D) তিরুবন্তপুরম
২১. প্রথম Miss India 2021 টাইটেল জিতলেন কে ?
(A) রায়না সিক্রি
(B) লেখ উতাইয়া
(C) শ্রেয়া গুপ্ত
(D) পার্ল আগার্বাল
২২. বেঙ্গল গ্যাজেট কত সালে প্রথম প্রকাশিত হয় ?
(A) ১৭৮১ সালে
(B) ১৭৮০ সালে
(C) ১৭৮৫ সালে
(D) ১৭৮৯ সালে
২৩. লোনাক হিমবাহ নিম্নের কোন রাজ্যে অবস্থিত ?
(A) উত্তরাখন্ড
(B) লাদাখ
(C) সিকিম
(D) জম্মু-কাশ্মীর
২৪. বিরহোর উপজাতি দেখা যায় কোন রাজ্যে ?
(A) বিহার
(B) ঝাড়খন্ড
(C) মধ্য প্রদেশ
(D) পশ্চিমবঙ্গ
২৫. ফুল ফুটুক নাই বা ফুটুক আজ বসন্ত - উক্তিটি কার ?
(A) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
(B) সুভাষ মুখোপাধ্যায়
(C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(D) ভারতচন্দ্র রায়
২৬. নিম্মের কার উপাধি ছিল দক্ষিনাপথনাথ ?
(A) দ্বিতীয় পুলকেশী
(B) দ্বিতীয় বাহাদুর শাহ
(C) আব্দুল হামিদ লাহরী
(D) অজাতশত্রু
২৭. বিষের বাঁশি - কার লেখা ?
(A) মোহিতলাল মজুমদার
(B) কাজী নজরুল ইসলাম
(C) যতিন্দ্রনাথ সেনগুপ্ত
(D) বিহারিলাল চক্রবর্তী
২৮. বাল গঙ্গাধর তিলক কে আধুনিক ভারতের স্রষ্টা উপাধি কে দেন ?
(A) মহাত্মা গান্ধী
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) গোপাল হরি দেশমুখ
(D) মহাদেব গোবিন্দ রানাডে
২৯. চিরহরিৎ অরণ্যের উল্লেখযোগ্য উদ্ভিদ কোনটি ?
(A) বাঁশ
(B) সেগুন
(C) মেহগনি
(D) উপরের সবগুলি
৩০. জাপাভো পর্বত শৃঙ্গ টি কোন রাজ্যে অবস্থিত ?
(A) মেঘালয়
(B) নাগাল্যান্ড
(C) মনিপুর
(D) ত্রিপুরা
৩১. এক বিক্রেতার ৪০ টি বই ও খাতার গড় মূল্য ৩১.২৫ টাকা। বই ও খাতার গড় মূল্য যথাক্রমে ৬০ টাকা এবং ১৪ টাকা। বই ব্যবসায়ীর কাছে বই এর সংখ্যা কত ?
(A) ১৪
(B) ১৫
(C) ১৬
(D) ২১
৩২. ৮০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ৭৮ কিমি/ঘণ্টা। ট্রেনটি ১ মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করলে, সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত মিটার ?
(A) ৫০০
(B) ৭০০
(C) ১৩০০
(D) ১৫০০
৩৩. সাহেব ও সুজন একটি কাজ ১২ দিনে এবং সাহেব, সুজন ও গৌরাঙ্গ একত্রে ওই কাজটি ৮ দিনে শেষ করতে পারে। তবে গৌরাঙ্গ একা কাজটি কতদিনে করবে ?
(A) ১৪ দিন
(B) ১৬ দিন
(C) ২২ দিন
(D) ২৪ দিন
৩৪. A নল, B নলের ৯ গুণ ক্ষমতাসম্পন্ন। একটি চৌবাচ্চা A নল ৩০ মিনিটে জলপূর্ণ করতে পারে। একত্রে পো দুটি নল দ্বারা চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে ?
(A) ২৫ মিনিট
(B) ২৬ মিনিট
(C) ২৭ মিনিট
(D) ২৯ মিনিট
৩৫. স্রোতের গতিবেগ ৭ কিলোমিটার /ঘণ্টা এবং অনুকূলের গতিবেগ ৩৫ কিলোমিটার/ঘণ্টা হলে, প্রতিকূলের গতিবেগ কত ?
(A) ২১ কিলোমিটার/ঘণ্টা
(B) ২৫ কিলোমিটার/ঘণ্টা
(C) ২৮ কিলোমিটার/ঘণ্টা
(D) ২৯ কিলোমিটার/ঘণ্টা
৩৬. বার্ষিক ৫% সরল সুদে ৫০০ টাকার ৬ বছর পর সুদ-আসল কত হবে ?
(A) ৫০০ টাকা
(B) ৫৫০ টাকা
(C) ৬০০ টাকা
(D) ৬৫০ টাকা
৩৭. একটি দেওয়াল ঘড়িতে ৫ টা ঘণ্টা বাজতে ৩ সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে ৯ টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে ?
(A) ৫.৫ সেকেন্ড
(B) ৬ সেকেন্ড
(C) ৬.৪ সেকেন্ড
(D) ৬.৫ সেকেন্ড
৩৮. আয়তক্ষেত্রের একদিকের বাহু ২০% বৃদ্ধি ও অপরদিকের বাহু ১০% হ্রাস পেলে, ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস হবে ?
(A) ৫% হ্রাস
(B) ১৮% বৃদ্ধি
(C) ১০% হ্রাস
(D) ৮% বৃদ্ধি
৩৯. A বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য B বর্গক্ষেত্রের কর্ণের সমান। A ও B বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত ?
(A) ১ : ৪
(B) ২ : ১
(C) ১ : ২
(D) ১ : ৩
৪০. একটি ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে ১২ মিটার, ৯ মিটার এবং ৮ মিটার হলে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত ?
(A) ১৫ মিনিট
(B) ১৬ মিনিট
(C) ১৭ মিনিট
(D) ২১ মিনিট
৪১. প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে : ৫, ৭, ১৭, ৩১, ৬৫, ১২৭, ?
(A) ২৫৭
(B) ২৫৫
(C) ২৪৫
(D) ২৪০
৪২. একজন বালিকাকে দেখিয়ে, বিপিন বলল, "তার মা হয় আমার শ্বাশুড়ির একমাত্র মেয়ে।" বিপিন মেয়েটির কে হবে ?
(A) কাকা
(B) বাবা
(C) ভাই
(D) মেয়ে
৪৩. যদি কোনো নিৰ্দিষ্ট কোডে ROAM হয় ৪৪, HMP হয় ৪৩ তবে BONE এর কোড কি হবে ?
(A) ৩৬
(B) ৩৫
(C) ৩৪
(D) ৩৩
৪৪. কোনো মাসের ৯ তারিখ রবিবারের আগের দিন হলে ১ তারিখ কি বার হবে ?
(A) রবিবার
(B) সোমবার
(C) শুক্রবার
(D) শনিবার
৪৫. ৩৫৭ : ৭১৪ :: ৪৬৮ : ?
(A) ৯৩৬
(B) ৮৬৪
(C) ৫৭৯
(D) ৫৫৫
৪৬. সঞ্জয় দক্ষিণ দিকে ১৫ মিটার হাঁটার পর বাঁদিকে ঘুরলেন ও ২৫ মিটার হেঁটে আবার ডান দিকে ঘুরে তিনি আরোও ২৫ মিটার হাঁটলেন। শেষ পর্যন্ত সঞ্জয় কোন দিকে গেলেন ?
(A) পূর্ব
(B) পশ্চিম
(C) উত্তর
(D) দক্ষিণ
৪৭. বেমানান শব্দ জোড়টি চিহ্নিত করো ?
(A) রেসারপিন : সর্পগন্ধা
(B) কুইনাইন : ধুতুরা
(C) নিকোটিন : তামাক
(D) ক্যাফিন : কফি
৪৮. ডাক্তার : নার্স : : নেতা : ?
(A) অনুগামী
(B) রাজনীতি
(C) আইন
(D) জনগণ
৪৯. বিবৃতি : (I) কিছু বন্যপ্রাণী হলো মাংসাশী (II) সব বন্যপ্রাণী হলো সিংহ । সিদ্ধান্ত : (I) সমস্ত মাংসাশী হলো সিংহ (II) কিছু সিংহ হলো মাংসাশী ?
(A) (I) সিদ্ধান্ত সঠিক
(B) (II) সিদ্ধান্ত সঠিক
(C) (I) ও (III) উভয় সিদ্ধান্ত সঠিক
(D) (II) অথবা (III) কোনো সিদ্ধান্ত সঠিক নয়
৫০. যদি সবুজ কে সাদা বলে, সাদা কে কমলা বলে, কমলা কে হলুদ বলে এবং হলুদ কে লাল বলে তবে গাছের রং কি ?
(A) কমলা
(B) লাল
(C) সাদা
(D) কালো
সম্পূর্ণ PDF টি পেতে নীচের Click Here to Download-এ ক্লিক করুন
File Details::
File Name: WBP SI 2021 Practice Set in Bengali
File Format: PDF
No. of Pages: 09
File Size: 357 KB
Download Link : Click Here to Download
No comments:
Post a Comment