Breaking




Sunday, 24 August 2025

WBSSC Group C Practice Set in Bengali PDF | WBSSC গ্রুপ সি প্র্যাকটিস সেট - 03 PDF

WBSSC Group C Practice Set in Bengali PDF | WBSSC গ্রুপ সি প্র্যাকটিস সেট - 03 PDF

WBSSC Group C Practice Set in Bengali PDF
WBSSC Group C Practice Set in Bengali PDF
হ্যালো বন্ধুরা,
তোমাদের গ্রুপ সি পরীক্ষার প্রস্তুতিকে সঠিক আগিয়ে নিয়ে যেতে আমরা তোমাদের দিচ্ছি আবার একটি প্র্যাকটিস সেট। আজকের পর্বটি হল WBSSC Group C Practice Set in Bengali PDF. যে সেটটির মধ্যে দেওয়া থাকছে সম্পূর্ণ সিলেবাস এবং প্রশ্নের ধরন অনুযায়ী ৬০টি প্রশ্ন উত্তর।
তাই তোমরা আর দেরি না করে অবিলম্বে নীচে দেওয়া প্রশ্ন উত্তর গুলি প্র্যাকটিস করে নাও আর অবশ্যই PDF-টি সংগ্রহ করে নিয়ে খুব ভালোভাবে প্রাকটিস করবে।

WBSSC গ্রুপ সি প্র্যাকটিস সেট, পর্ব - 03

✦ Part – A : General Knowledge (15 Questions)

০১. ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট প্রক্রিয়া বর্ণিত হয়েছে?
A) অনুচ্ছেদ 52
B) অনুচ্ছেদ 61
C) অনুচ্ছেদ 72
D) অনুচ্ছেদ 74

০২. প্রথম ভারতীয় মহিলা যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন তিনি কে?
A) মাদার টেরেসা
B) ইন্দিরা গান্ধী
C) সরোজিনী নাইডু
D) সুভাষিনী আলি

০৩. ভারতের "পরিকল্পনা কমিশন" কোন সালে গঠিত হয়?
A) 1947
B) 1950
C) 1952
D) 1960

০৪. মৌর্য সম্রাট অশোক কোন যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন?
A) পাণিপথের যুদ্ধ
B) কলিঙ্গ যুদ্ধ
C) তরাইন যুদ্ধ
D) হালদিঘাটি যুদ্ধ

০৫. ‘সুতক ঝরনা’ (Chain Reaction)-এর জনক হিসেবে কাকে বলা হয়?
A) এনরিকো ফার্মি
B) আইজাক নিউটন
C) আলবার্ট আইনস্টাইন
D) রাদারফোর্ড

০৬. ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপক কে ছিলেন?
A) সি. ভি. রমন
B) রবীন্দ্রনাথ ঠাকুর
C) অমর্ত্য সেন
D) হর গোবিন্দ খোরানা

০৭. পৃথিবীর সবচেয়ে প্রাচীন পর্বতশ্রেণী কোনটি?
A) আল্পস
B) হিমালয়
C) আরাবল্লী
D) অ্যান্ডিজ

০৮. ভারতীয় সংবিধানের কোন তফসিলে ভাষাগুলির তালিকা দেওয়া হয়েছে?
A) 6ষ্ঠ তফসিল
B) 7ম তফসিল
C) 8ম তফসিল
D) 9ম তফসিল

০৯. UNO (জাতিসংঘ)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A) জেনেভা
B) নিউ ইয়র্ক
C) প্যারিস
D) ভিয়েনা

১০. ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন?
A) প্রতিভা পাটিল
B) সরোজিনী নাইডু
C) সুস্মিতা দেব
D) ইন্দিরা গান্ধী

১১. ভারতের প্রথম স্টিল প্ল্যান্ট কোথায় স্থাপিত হয়েছিল?
A) ভিলাই
B) রাউরকেলা
C) জামশেদপুর
D) দুর্গাপুর

১২. ‘জাতিসংঘ শান্তি পদক’ (UN Peace Medal) পাওয়া প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন?
A) ইন্দিরা গান্ধী
B) লাল বাহাদুর শাস্ত্রী
C) পন্ডিত জওহরলাল নেহরু
D) রাজীব গান্ধী

১৩. ‘ভগবদ্গীতা’ কতটি অধ্যায় নিয়ে গঠিত?
A) 16
B) 18
C) 20
D) 22

১৪. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘আর্যভট্ট’ কোন সালে উৎক্ষেপণ করা হয়?
A) 1972
B) 1975
C) 1977
D) 1980

১৫. ভারতের কোন রাজ্যকে ‘অরুণোদয়ের দেশ’ বলা হয়?
A) অরুণাচল প্রদেশ
B) আসাম
C) সিকিম
D) মণিপুর
 
✦ Part – B : Current Affairs (15 Questions)
 
১৬.সম্প্রতি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে গেছে কোন কারণে?
A) কৃষি আমদানির শর্ত নিয়ে মতবিরোধ
B) প্রতিরক্ষা ক্রয়ে অস্বীকৃতি
C) ভিসা নীতি সমস্যা
D) জলবায়ু পরিবর্তন ইস্যু

১৭.যুক্তরাষ্ট্র ভারতের উপর কত শতাংশ ট্যারিফ বাড়ানোর ঘোষণা করেছে?
A) 15%
B) 25%
C) 50%
D) 75%

১৮.সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন ভারত ২০২৮ সালের মধ্যে কী উৎক্ষেপণ করবে?
A) গগনযান মিশন
B) চন্দ্রযান-৪
C) নিজস্ব মহাকাশ স্টেশনের মডিউল
D) মঙ্গলযান-২

১৯.SCO (Shanghai Cooperation Organisation) সম্মেলন ২০২৫ কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে?
A) দিল্লি
B) বেইজিং
C) টিয়ানজিন
D) তাশখন্দ

২০.SCO শীর্ষ সম্মেলনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোন দেশ সফরে যাবেন?
A) রাশিয়া
B) জাপান
C) ভিয়েতনাম
D) ফ্রান্স

২১.‘Indian Ports Bill, 2025’ কোন পুরনো আইনের পরিবর্তে আনা হয়েছে?
A) Indian Ports Act, 1908
B) Indian Dock Act, 1920
C) Major Port Trusts Act, 1963
D) Shipping Regulation Act, 1930

২২.‘Merchant Shipping Act, 2025’ কোন আন্তর্জাতিক সংস্থার মান অনুযায়ী তৈরি হয়েছে?
A) WHO
B) ILO
C) IMO
D) UNESCO

২৩.National Sports Governance Act, 2025-এর মূল উদ্দেশ্য কী?
A) ক্রীড়া অবকাঠামো উন্নয়ন
B) খেলোয়াড়দের পেনশন স্কিম চালু করা
C) ক্রীড়া সংস্থাগুলির স্বচ্ছ ও নৈতিক শাসন নিশ্চিত করা
D) ক্রীড়া সরঞ্জাম রপ্তানি বৃদ্ধি করা

২৪.Income-tax Act, 2025 কার্যকর হবে কবে থেকে?
A) ১ জানুয়ারি ২০২৫
B) ১ এপ্রিল ২০২৫
C) ১ এপ্রিল ২০২৬
D) ১ জুলাই ২০২৫

২৫.নতুন Income-tax Act-এ মোট কতটি অধ্যায় রয়েছে?
A) 20
B) 23
C) 25
D) 30

২৬.ভারতের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে গ্রেফতার হলে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে ৩০ দিনের মধ্যে পদত্যাগ বাধ্যতামূলক করা হয়েছে?
A) ১২৭তম সংশোধনী
B) ১২৮তম সংশোধনী
C) ১২৯তম সংশোধনী
D) ১৩০তম সংশোধনী

২৭.সম্প্রতি ভারত ও চীনের মধ্যে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে কোন ক্ষেত্র পুনরায় চালু হয়েছে?
A) সীমান্ত বাণিজ্য ও ফ্লাইট সংযোগ
B) তেল সরবরাহ
C) জাহাজ চলাচল
D) স্যাটেলাইট উৎক্ষেপণ

২৮.UNO শান্তি পদক প্রাপ্ত ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, যাকে সাম্প্রতিক কালে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় স্মরণ করা হয়েছে?
A) ইন্দিরা গান্ধী
B) জওহরলাল নেহরু
C) রাজীব গান্ধী
D) লাল বাহাদুর শাস্ত্রী

২৯.ভারতের মহাকাশ স্টেশনের প্রথম মডিউল কোন সালে উৎক্ষেপণ হওয়ার কথা?
A) ২০২৬
B) ২০২৭
C) ২০২৮
D) ২০৩০

৩০.সম্প্রতি আন্তর্জাতিক রাজনীতিতে ভারত তার অবস্থান পরিষ্কার করেছে – রাশিয়া থেকে তেল আমদানি বিষয়ে জয়শঙ্করের বক্তব্য কী ছিল?
A) ভারত তেল আমদানি বন্ধ করবে
B) ভারত মার্কিন ট্যারিফ মেনে চলবে
C) ভারত নিজের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেবে, অন্যরা পছন্দ না করলে না কিনুক
D) ভারত OPEC সিদ্ধান্ত মেনে চলবে 
 
✦ Part – C : English (15 Questions)

৩১.Choose the correct synonym of the word “Abolish”
A) Establish
B) Eradicate
C) Maintain
D) Create

৩২.Choose the correct antonym of the word “Benevolent”
A) Kind
B) Malevolent
C) Generous
D) Honest

৩৩.Fill in the blank: He is very good ___ mathematics.
A) in
B) with
C) at
D) on

৩৪.Choose the correctly spelt word
A) Reciept
B) Receipt
C) Receit
D) Recipt

৩৫.Identify the passive voice: “They are writing a letter.”
A) A letter is written by them.
B) A letter has been written by them.
C) A letter is being written by them.
D) A letter was written by them.

৩৬.Choose the indirect speech: He said, “I am busy now.”
A) He said that he is busy then.
B) He said that he was busy then.
C) He said that I was busy then.
D) He said that he had been busy.

৩৭.Choose the correct article: He is ___ honest man.
A) a
B) an
C) the
D) no article

৩৮.Choose the correct preposition: She is married ___ a doctor.
A) with
B) by
C) to
D) from

৩৯.Choose the correct synonym of “Transient”
A) Permanent
B) Temporary
C) Eternal
D) Endless

৪০.Fill in the blank with the correct tense: By next year, he ___ his degree.
A) completes
B) completed
C) will complete
D) will have completed

৪১.Identify the figure of speech: “The stars winked at me.”
A) Simile
B) Personification
C) Metaphor
D) Hyperbole

৪২.Choose the correct idiom: “To smell a rat” means—
A) To be dishonest
B) To suspect something wrong
C) To find a solution
D) To quarrel with someone

৪৩.Choose the correct one word substitution: A person who writes dictionaries.
A) Novelist
B) Dramatist
C) Lexicographer
D) Compiler

৪৪.Choose the antonym of the word “Expand”
A) Stretch
B) Increase
C) Contract
D) Enlarge

৪৫.Choose the correct spelling
A) Mischievious
B) Mischievous
C) Mischevious
D) Mischivious 

✦ Part – D : Arithmetic (15 Questions)

৪৬.একটি সংখ্যার 45% = 396 হলে, সংখ্যাটির 62% কত হবে?
A) 546
B) 620
C) 545.6
D) 620.2

৪৭.A একটি কাজ 20 দিনে করতে পারে এবং B একই কাজ 25 দিনে করতে পারে। একসাথে করলে তারা কত দিনে কাজ শেষ করবে?
A) 9 5/9 দিন
B) 10 দিন
C) 11 1/9 দিন
D) 12 1/2 দিন

৪৮.১০,০০০ টাকার উপর ১০% বার্ষিক হারে ২ বছরের জন্য সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত?
A) ₹90
B) ₹100
C) ₹110
D) ₹120

৪৯.একটি টাকা ৩ বছরে ₹1920 এবং ৪ বছরে ₹2304 হয়, চক্রবৃদ্ধি সুদে। সুদের বার্ষিক হার কত?
A) 15%
B) 18%
C) 20%
D) 25%

৫০.একটি ট্রেন 72 কিমি/ঘণ্টা বেগে চলতে গিয়ে 25 সেকেন্ডে একটি খুঁটি পার হয়। ট্রেনটির দৈর্ঘ্য কত?
A) 400 মি
B) 450 মি
C) 500 মি
D) 525 মি

৫১.A এবং B মিলে ১২ দিনে একটি কাজ করতে পারে। A একাই করতে পারে ৩০ দিনে। তবে B একাই কত দিনে কাজটি করতে পারবে?
A) 18 দিন
B) 20 দিন
C) 22 দিন
D) 25 দিন

৫২.৫০টি সংখ্যার গড় 38। যদি দুটি সংখ্যা 45 এবং 55 বাদ দেওয়া হয়, তবে নতুন গড় কত হবে?
A) 37.8
B) 37.5
C) 37.2
D) 36.8

৫৩.A ও B এর বয়সের অনুপাত 4 : 5। ৫ বছর পর অনুপাত হবে 5 : 6। A-এর বর্তমান বয়স কত?
A) 15 বছর
B) 20 বছর
C) 25 বছর
D) 30 বছর

৫৪.একজন দোকানদার ₹600 দামে একটি জিনিস কিনল। তিনি সেটি 40% বেশি দামে মার্ক করে 10% ছাড় দিলেন। তার লাভের শতাংশ কত?
A) 24%
B) 26%
C) 28%
D) 30%

৫৫.A 10 দিনে, B 12 দিনে এবং C 15 দিনে একটি কাজ করতে পারে। তিনজন একসাথে করলে কত দিনে শেষ হবে?
A) 4 দিন
B) 5 দিন
C) 6 দিন
D) 7 দিন

৫৬.A, B, C-এর গড় মাসিক আয় ₹4500। A-এর আয় ₹5000 এবং B-এর আয় ₹4200 হলে, C-এর আয় কত?
A) ₹4200
B) ₹4300
C) ₹4400
D) ₹4500

৫৭.একটি সংখ্যা 35 দিয়ে ভাগ করলে 18 অবশিষ্ট থাকে। একই সংখ্যা 7 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত হবে?
A) 2
B) 3
C) 4
D) 5

৫৮. 84, 90 ও 120 এর LCM কত?
A) 1260
B) 1680
C) 2520
D) 5040

৫৯.A ও B যথাক্রমে ₹20,000 ও ₹25,000 বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। ৬ মাস পরে A তার টাকা থেকে ₹5000 তুলে নেয়। ১ বছরের শেষে মোট লাভ হলো ₹18,600। A-এর ভাগ কত?
A) ₹7,200
B) ₹7,500
C) ₹8,000
D) ₹8,400

৬০.একটি নৌকার স্থির জলে গতি 15 কিমি/ঘণ্টা এবং স্রোতের গতি 5 কিমি/ঘণ্টা। নৌকাটি 30 কিমি ভাটির দিকে গিয়ে ফিরে আসে। মোট সময় কত লাগবে?
A) 4 ঘণ্টা
B) 4.5 ঘণ্টা
C) 5 ঘণ্টা
D) 5.5 ঘণ্টা 

WBSSC Group C Practice Set in Bengali PDF
WBSSC Group C Practice Set in Bengali PDF
WBSSC Group C Practice Set - 03 2025 PDF টি সংগ্রহ করতে নীচের Click Here to Download-এ ক্লিক করুন

No comments:

Post a Comment