Breaking




Sunday, 22 September 2024

ভারতের রাষ্ট্রনীতি ও শাসন ব্যবস্থা প্রশ্ন PDF | Indian Polity and Governance Question Answer

ভারতের রাষ্ট্রনীতি ও শাসন ব্যবস্থা প্রশ্ন উত্তর PDF | Indian Polity and Governance Question Answer

ভারতের রাষ্ট্রনীতি ও শাসন ব্যবস্থা প্রশ্ন উত্তর PDF
ভারতের রাষ্ট্রনীতি ও শাসন ব্যবস্থা প্রশ্ন উত্তর PDF
হ্যালো বন্ধুরা,
আজকে আমরা তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি Indian Polity বিষয়ের দারুন গুরুত্বপূর্ণ একটি পোস্ট। আজকের পোস্টটি হল ভারতের রাষ্ট্রনীতি ও শাসন ব্যবস্থা প্রশ্ন উত্তর PDF যে পোস্টটির মধ্যে দেওয়া আছে উক্ত বিষয়ের বাছাই করা বেশ কিছু উল্লেখযোগ্য প্রশ্ন উত্তর। 
আজকে আমরা যে প্রশ্ন গুলি তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি সেই প্রশ্ন গুলি অনেকেরি হয়তো জানা কিন্তু যে প্রশ্ন গুলি আজকে ব্যবহার করা হয়েছে সেই প্রশ্ন গুলি চাকরির পরীক্ষা গুলির জন্য দারুন ভাবে কাজের। 
সুতরাং দেরি না করে অবিলম্বে নীচে দেওয়া প্রশ্ন গুলি মনোযোগ সহকারে দেখে নাও এবং অবশ্যই PDF-টি সংগ্রহ করে রাখবে। 

ভারতের রাষ্ট্রনীতি ও শাসন ব্যবস্থা প্রশ্ন উত্তর

01. পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন চালু হয় কবে ?
Ans : ১৯৭৭ সালে

02. 1983 সালে কেন্দ্র-রাজ্য সম্পর্কের বিষয়ে কেন্দ্রীয় সরকার কোন কমিশন নিযুক্ত করেছিল ?
Ans : সরকারীয়া কমিশন

03. পৌরসভা ক ধরনের কাজ করে ?
Ans : ৩ ধরনের - বাধ্যতামূলক, স্বেচ্ছাধিন, অর্পিত কাজ

04. যে কোনো পৌর অঞ্চলের ওয়ার্ড সংখ্যা ন্যুনতম কত হতে হবে ?
Ans : ৯ টি

05. কোন করগুলি রাজ্য সরকার আরোপ করে এবং সংগ্রহ করে ?
Ans : এস্টেট ডিউটি, বিক্রয় কর, ভূমি রাজস্ব

06. বঙ্গীয় পৌরসভা আইন কবে তৈরি হয় ?
Ans : ১৯৩২ সালে 

07. ভারতে পৌর শাসন ব্যাবস্থা কবে কে চালু করেন ?
Ans : ১৮৮২ সালে , লর্ড রিপন

08. ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কবে শুরু হয় ?
Ans : ১৯৭৮ সালে

09. কোন অনুচ্ছেদটি রাজ্যগুলিকে কেন্দ্র সরকারের সাহায্যে অনুদানের সাথে সম্পর্কিত ?
Ans : 275 ধারা

10. পঃ বঃ পৌরসভা আইনে ক'ধরনের কমিটির কথা আছে ?
Ans : ৪ ধরনের (বরো, ওয়ার্ড, বিশেষ ও যৌথ কমিটি)

11. কতজন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয় ?
Ans : ৩৮৯ জন

12. ভারতের সংবিধানে বর্তমানে কটি ধারা আছে ?
Ans : ৪৪৩ টি

13. ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কে ?
Ans : সুপ্রিম কোর্ট

14. কোন অনুচ্ছেদে উপ-রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করা হয়েছে ?
Ans : 66 ধারা

15. ভারতীয় সংবিধানের মূল ভিত্তি কোন আইন ?
Ans : ১৯৩৫ সালের ভারত শাসন আইন

16. ভারতীয় নাগরিকদের কর্তব্য অংশটুকু কবে সংবিধানের অন্তর্ভুক্ত হয় ?
Ans : ১৯৭৬ সালে

17. 'পশ্চিমবঙ্গের মানবাধিকার কমিশন ' কত সালে গড়া হয় ?
Ans : ১৯৯৫ সালে

18. পঞ্চায়েত গড়ার অধিকার ভারতীয় সংবিধানের কোন নীতির সাথে জড়িত ?
Ans : রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির সাথে

19. ভাইস-প্রেসিডেন্ট কে তার অফিস থেকে অপসারণ করতে পারেন ?
Ans : সংসদ

20. 'ভারতীয় নাগরিকতা আইন ' কবে গৃহীত হয় ?
Ans : ১৯৫৫ সালে

21. জন্মসূত্রে ভারতীয় নাগরিক হওয়ার সুযোগ কবে বিলুপ্ত হয় ?
Ans : ১৯৮৬ সালের নভেম্বর মাসে

22. ভারত সরকারের 'মানবঅধিকার রক্ষা আইন ' কবে গৃহীত হয় ?
Ans : ১৯৯৩ সালে

23. 'সারকারিয়া কমিশন ' কবে গঠিত হয় ?
Ans : ১৯৮৩ সালে

24. উপ-রাষ্ট্রপতির কার্যকাল কত বছর ?
Ans : 5 বছর

25. নির্বাচন কমিশনারদের মাইনে কে দেয় ?
Ans : সঞ্চিত তহবিল থেকে দেওয়া হয়

26. ভারত ও চীনের মধ্যে 'পঞ্চশীল নীতি ' নেওয়া হয় কবে ?
Ans : ১৯৪৫ সালের এপ্রিলে

27. লোকসভা ও বিধানসভার অধ্যক্ষের প্রধান যোগ্যতা কি ?
Ans : নিরপেক্ষতা বজায় রাখা

28. কোন অনুচ্ছেদে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের নিয়োগের বিষয়ে আলোচনা করা হয়েছে ?
Ans : 75 ধারা

29. জাতীয়-জরুরী অবস্থা বলবত হওয়ার কতদিনের মধ্যে সংসদের অনুমোদন নিতে হয় ?
Ans : ১ মাসের মধ্যে

30. জাতীয় জরুরী অবস্থা কতদিন চলতে পারে ?
Ans : অনির্দিষ্ট কালের জন্য

31. ভারতীয় সংবিধানের সমবর্তী সূচীতে কটি বিষয় আছে ?
Ans : ৪৭ টি

32. আমলারা তাদের কাজের জন্য কার কাছে দায়িত্বশীল থাকেন ?
Ans : বিভাগীয় প্রধান বা মন্ত্রীর কাছে।

33. ভারতের সুপ্রিম কোর্টে বর্তমানে কতজন বিচারক রয়েছেন ? 
Ans : 33 জন (প্রধান বিচারপতি সহ) 

ভারতের রাষ্ট্রনীতি ও শাসন ব্যবস্থা প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: ভারতের রাষ্ট্রনীতি ও শাসন ব্যবস্থা প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  196 KB  


No comments:

Post a Comment