বিভিন্ন স্থানীয় বায়ুর তালিকা PDF | Local winds list PDF
ডিয়ার বন্ধুরা,
তোমাদের জন্য আমরা আজ নিয়ে হাজির হয়েছি বিভিন্ন স্থানীয় বায়ু PDF-টি নিয়ে। যে PDF-টিতে কিছু উল্লেখযোগ্য স্থানীয় বায়ুর নাম, প্রকৃতি এবং কোন কোন অঞ্চল দিয়ে প্রবাহিত হয় তার তথ্য গুলি খুব সুন্দর ভাবে দেওয়া আছে, যে তথ্য গুলি তোমাদের আগত সকল চাকরির পরীক্ষা এবং সাধারণ জ্ঞানের জন্য দারুন ভাবে কাজে আসবে।
তাই তোমরা নীচের দেওয়া তথ্য গুলি মনোযোগ সহকারে পড়ে নাও তারপর PDF-টি সংগ্রহ করে নাও যাতে অফলাইনে পড়তে পারো অসময়ে।
বিভন্ন উল্লেখযোগ্য স্থানীয় বায়ু
বায়ুর নাম :- খামসিন
প্রকৃতি :- উষ্ণ-শুষ্ক
স্থান :- মিশর
বায়ুর নাম :- লু
প্রকৃতি :- উষ্ণ-শুষ্ক
স্থান :- উত্তর ভারত
বায়ুর নাম :- কালবৈশাখী
প্রকৃতি :- উষ্ণ-আর্দ্র
স্থান :- পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ
বায়ুর নাম :- সিরক্ক
প্রকৃতি :- উষ্ণ-আর্দ্র
স্থান :- সিসিলি দ্বিপ (উত্তর আফ্রিকা)
বায়ুর নাম :- আঁধি
প্রকৃতি :- উষ্ণ-শুষ্ক
স্থান :- উত্তর ভারত
বায়ুর নাম :- বোরা
প্রকৃতি :- শীতল-শুষ্ক
স্থান :- যুগোশ্লাভিয়া (ইতালি)
বায়ুর নাম :- মিস্ট্রাল
প্রকৃতি :- শীতল
স্থান :- ফ্রান্স
বায়ুর নাম :- ফন
প্রকৃতি :- উষ্ণ-শুষ্ক
স্থান :- আল্পস পার্বত্য অঞ্চল (ইউরোপ)
বায়ুর নাম :- হারমাট্টান
প্রকৃতি :- উষ্ণ-শুষ্ক
স্থান :- গিনি উপকূল (ঘানা, নাইজেরিয়া)
বায়ুর নাম :- ব্রিক ফিল্ডার
প্রকৃতি :- উষ্ণ
স্থান :- অস্ট্রেলিয়া
বায়ুর নাম :- পুনাস
প্রকৃতি :- শীতল-শুষ্ক
স্থান :- আন্দিজ পর্বতের পশ্চিম ঢাল
বায়ুর নাম :- চিনুক
প্রকৃতি :- উষ্ণ-শুষ্ক
স্থান :- রকি পার্বত্য অঞ্চল (আমেরিকা, কানাডা)
বায়ুর নাম :- সোলানো
প্রকৃতি :- উষ্ণ-আর্দ্র
স্থান :- সাহারা থেকে লাইবেরিয়ার দিকে
বায়ুর নাম :- ব্লিজার্দ
প্রকৃতি :- খুব শীতল
স্থান :- মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা
বায়ুর নাম :- পম্পেরো
প্রকৃতি :- উষ্ণ-শুষ্ক
স্থান :- আন্দিজ পার্বত্য অঞ্চলে
বায়ুর নাম :- সান্টা আনা
প্রকৃতি :- উষ্ণ
স্থান :- ক্যালিফোর্নিয়া
বায়ুর নাম :- নরওয়েষ্টার
প্রকৃতি :- উষ্ণ
স্থান :- নিউজিল্যান্ড
বায়ুর নাম :- পুর্গা
প্রকৃতি :- শীতল
স্থান :- রাশিয়ার তুন্দ্রা অঞ্চল
বায়ুর নাম :- লেভেন্ডার
প্রকৃতি :- শীতল
স্থান :- স্পেন
বায়ুর নাম :- বার্গ
প্রকৃতি :- উষ্ণ বায়ু
স্থান :- দক্ষিণ আফ্রিকা
বিভিন্ন স্থানীয় বায়ু PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: বিভিন্ন উল্লেখযোগ্য স্থানীয় বায়ু তালিকা PDF
File Format: PDF
No. of Pages: 1
File Size: 115 KB
No comments:
Post a Comment