পশ্চিমবঙ্গের মন্ত্রী তালিকা 2025 | West Bengal Minister List 2025 PDF
ডিয়ার ছাত্রছাত্রী,
তোমাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করছি, পশ্চিমবঙ্গের মন্ত্রীসভা তালিকা 2025 PDF এই পোস্টটি। যে তালিকাটির মধ্যে আমরা পশ্চিমবঙ্গের বর্তমান মন্ত্রীদের নাম এবং তাদের মন্ত্রিত্ব গুলি খুব সুন্দর ভাবে সাজিয়ে শেয়ার করলাম।
আমরা সকলেই জানি সামনে রাজ্যে অনেক গুলি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে তাই তোমাদের কাজে হবে এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ে রাখা, কারন এই পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট রাজ্য পরীক্ষা গুলির জন্য।
পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রীদের তালিকা 2025
নাম | মন্ত্রিত্ব |
---|---|
মমতা ব্যানার্জী | স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার, ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন, পরিকল্পনা ও পরিসংখ্যান, তথ্য ও সংস্কৃতি, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা |
ব্রাত্য বসু | বিদ্যালয় শিক্ষা, উচ্চ শিক্ষা |
অরূপ বিশ্বাস | যুব কল্যাণ ও ক্রীড়া, বিদ্যুৎ, আবাসন |
বেচারাম মান্না | কৃষি প্রচার মন্ত্রী |
শোভনদেব চট্টোপাধ্যায় | কৃষি, পরিষদ বিষয়ক |
অরূপ রায় | খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন |
শশী পাঁজা | নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ, শিল্প ও বানি |
সন্ধ্যারানী টুডু | পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী |
স্বপন দেবনাথ | প্রাণী সম্পদ বিকাশ |
ফিরাদ হাকিম | নগরোন্নয়ন ও পৌর বিষয়ক |
চন্দ্রিমা ভট্টাচার্য | অর্থ, ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন, কর্মসূচি রুপায়ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পরিবেশ |
রথীন ঘোষ | খদ্য ও সরবরাহ |
উজ্জ্বল বিশ্বাস | বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি |
স্নেহাশিস চক্রবর্তী | পরিবহণ |
প্রদীপ মজুমদার | সমবায় মন্ত্রী, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন |
মলয় ঘটক | বিচার, শ্রম, আইন |
উদয়ন গুহ | উত্তরবঙ্গ উন্নয়ন |
মহঃ গোলাম রব্বানি | অচিরাচরিত শক্তি উৎস |
বিপ্লব রায় চৌধুরী | জলজ সম্পদ, জলজ চাষ, মৎস্য, মৎস্য, ডক |
জাভেদ আহমেদ খান | বিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা |
বীরবাহা হাঁসদা | স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি, বন |
বঙ্কিম চন্দ্র হাজর | সুন্দরবন বিষয়ক |
সুজিত বসু | অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা |
বিপ্লব মিত্র | উপভোক্তা বিষয়ক |
চন্দ্রনাথ সিনহা | ক্ষুদ্র, ছোট ও মাঝারি এবং বস্ত্র শিল্প, সংশোধনমূলক প্রশাসন |
ইন্দ্রনীল সেন | পর্যটন, কারিগরী শিক্ষা এবং প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন |
বাবুল সুপ্রিয় | শিল্প পুনর্গঠন, তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স |
সিদ্দিকুল্লা চৌধুরী | জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা |
পুলক রায় | জনস্বাস্থ্য কারিগরী, পূর্ত |
বুলুচিক বারিক | অনগ্রসর শ্রেনীর কল্যাণ মন্ত্রী |
মানস রঞ্জন ভূঞা | সেচ দপ্তর, জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন |
পশ্চিমবঙ্গের মন্ত্রী তালিকা 2025 PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: পশ্চিমবঙ্গের মন্ত্রী তালিকা 2025
File Format: PDF
No. of Pages: 02
File Size: 201 KB
Download Link: Click Here to Download
No comments:
Post a Comment