Breaking




Tuesday, 26 August 2025

ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল [সংক্ষিপ্ত তথ্য] তালিকা PDF

ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল তালিকা PDF | List of Founding Year of Indian Bank In Bengali

ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল
ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল
ডিয়ার স্টুডেন্টস,
তোমাদের সঙ্গে আমরা আজ শেয়ার করছি ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠা সাল তালিকা PDF-টি। যে পোস্টটিতে ভারতের কিছু খুবি উল্লেখযোগ্য ব্যাঙ্কের নাম এবং সেই ব্যাঙ্ক গুলি কবে প্রতিষ্ঠা হয়েছে এবং ব্যঙ্ক গুলির সম্পর্কে অতি সংক্ষিপ্ত তথ্য সাজিয়ে দেওয়া আছে, যে পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সমস্ত রকম চাকরীর পরীক্ষা গুলির জন্য।
অতএব তোমরা সবার প্রথমে নীচে দেওয়া প্রশ্ন আকারে তালিকাটি এবং সংক্ষিপ্ত তথ্য গুলি খুব ভালো ভাবে মুখস্থ করো এবং তারপর যদি মনে হয় অবশ্যই PDF-টি সংগ্রহ করে রাখবে, যাতে পরবর্তী সময়ে অফলাইনে পড়তে তোমাদের সুবিধা হয়। 

ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল

🏦 ব্যাঙ্ক অফ হিন্দুস্তান কবে প্রতিষ্ঠিত হয়?
➡️ ১৭৭০ সালে।

ব্যাঙ্ক অফ হিন্দুস্তান (Bank of Hindostan/Hindustan) ছিল ভারতের ইতিহাসে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক।
  • এটি প্রতিষ্ঠিত হয় ১৭৭০ সালে, কলকাতায়।
  • প্রতিষ্ঠাতা ছিল ইংরেজ ব্যবসায়ী সংস্থা Alexander and Co.
  • প্রায় ৬০ বছর ধরে এটি চালু ছিল এবং অবশেষে ১৮৩০-এর দশকে বন্ধ হয়ে যায়।

🏦 ভারতের প্রথম ব্যাঙ্কের নাম কী ছিল?
➡️ ব্যাংক অব হিন্দুস্তান (Bank of Hindustan)।

🏦 ব্যাঙ্ক অব বেঙ্গল কবে প্রতিষ্ঠা হয়?
➡️ ১৮০৬ সালে 

ব্যাঙ্ক অব বেঙ্গল (Bank of Bengal) প্রতিষ্ঠিত হয় ২ জানুয়ারি, ১৮০৯ সালে কলকাতায়।

❏ প্রথমে এর নাম ছিল Bank of Calcutta (1806 সালে প্রতিষ্ঠিত)।
❏ ১৮০৯ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় Bank of Bengal।
❏ এটি ছিল ভারতের তিনটি প্রেসিডেন্সি ব্যাংক-এর একটি (অন্য দুটি হলো Bank of Bombay – 1840 ও Bank of Madras – 1843)।
❏ পরে এই তিনটি প্রেসিডেন্সি ব্যাংক একীভূত হয়ে Imperial Bank of India (1921) গঠন করে, যা পরবর্তীতে State Bank of India (1955) নামে পরিচিত হয়।

🏦 ব্যাঙ্ক অব বোম্বাই কবে প্রতিষ্ঠা হয়?
➡️ ১৮৪০ সালে।

ব্যাঙ্ক অব বোম্বাই (Bank of Bombay) প্রতিষ্ঠিত হয় ১৫ এপ্রিল, ১৮৪০ সালে।

❏ এটি ছিল ভারতের দ্বিতীয় প্রেসিডেন্সি ব্যাংক (প্রথমটি Bank of Bengal – 1809, আর তৃতীয়টি Bank of Madras – 1843)।
❏ এর সদর দপ্তর ছিল বোম্বাই (বর্তমান মুম্বাই) শহরে।
❏ ১৯২১ সালে তিনটি প্রেসিডেন্সি ব্যাংক (Bank of Bengal, Bank of Bombay, Bank of Madras) একত্রিত হয়ে গঠন করে Imperial Bank of India।
❏ পরে ১৯৫৫ সালে Imperial Bank জাতীয়করণ করে নাম দেওয়া হয় State Bank of India (SBI)।

🏦 ব্যাঙ্ক অব মাদ্রাজ কবে প্রতিষ্ঠা হয়?
➡️ ১৮৪৩ সালে।

ব্যাঙ্ক অব মাদ্রাজ (Bank of Madras) প্রতিষ্ঠিত হয় ১ জুলাই, ১৮৪৩ সালে।

❏ এটি ছিল তৃতীয় প্রেসিডেন্সি ব্যাংক (প্রথম: Bank of Bengal – 1809, দ্বিতীয়: Bank of Bombay – 1840)।
❏ এর সদর দপ্তর ছিল মাদ্রাজ (বর্তমান চেন্নাই) শহরে।
❏ ১৯২১ সালে তিনটি প্রেসিডেন্সি ব্যাংক (Bank of Bengal, Bank of Bombay, Bank of Madras) একত্রিত হয়ে গঠন করে Imperial Bank of India।
❏পরে ১৯৫৫ সালে Imperial Bank জাতীয়করণ করে নাম দেওয়া হয় State Bank of India (SBI)।

🏦 পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠা হয়?
➡️ ১৮৯৪ সালে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank – PNB) প্রতিষ্ঠিত হয় ১২ এপ্রিল, ১৮৯৫ সালে, লাহোরে (তৎকালীন অবিভক্ত ভারত, বর্তমানে পাকিস্তানে)।

❏ এটি ছিল ভারতের প্রথম দিককার সম্পূর্ণ দেশীয় মূলধন ও পরিচালনায় প্রতিষ্ঠিত ব্যাংক।
❏ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন লালা লাজপত রায় সহ একদল জাতীয়তাবাদী ভারতীয়।
❏ স্বাধীনতার পর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ভারতের অন্যতম বৃহৎ জাতীয়কৃত ব্যাংক হয়ে ওঠে।

🏦 ব্যাঙ্ক অব ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা হয়?
➡️ ১৯০৬ সালে।

ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Bank of India – BOI) প্রতিষ্ঠিত হয় ৭ সেপ্টেম্বর, ১৯০৬ সালে, মুম্বাইয়ে।

❏ এটি প্রথমে একটি বেসরকারি ব্যাংক হিসেবে গঠিত হয়েছিল।
❏ পরে ১৯ জুলাই, ১৯৬৯ সালে ভারত সরকার এটিকে জাতীয়করণ করে।
❏ আজ এটি ভারতের অন্যতম বৃহৎ সরকারি বাণিজ্যিক ব্যাংক।

🏦 ব্যাঙ্ক অব বরোদা কবে প্রতিষ্ঠা হয়?
➡️ ১৯০৮ সালে।

ব্যাঙ্ক অব বরোদা (Bank of Baroda – BOB) প্রতিষ্ঠিত হয় ২০ জুলাই, ১৯০৮ সালে।

❏ এটি গড়ে তোলেন বরোদার মহারাজা সায়াজিরাও গায়কোয়াড় তৃতীয়।
❏ পরে ১৯ জুলাই, ১৯৬৯ সালে ভারত সরকার এটিকে জাতীয়করণ করে।
❏ বর্তমানে এটি ভারতের অন্যতম বৃহৎ সরকারি বাণিজ্যিক ব্যাংক এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও কার্যক্রম চালায়।

🏦 সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা হয়?
➡️ ১৯১১ সালে।

সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Central Bank of India) প্রতিষ্ঠিত হয় ২১ ডিসেম্বর, ১৯১১ সালে। 

❏ এর প্রতিষ্ঠাতা ছিলেন সর সোরাবজি পোচখানওয়ালা (Sir Sorabji Pochkhanawala) এবং এতে বড় ভূমিকা নেন পিরোজশা মেহতা (Pherozeshah Mehta)।
❏ এটি ছিল ভারতের প্রথম সম্পূর্ণ ভারতীয় মালিকানাধীন ব্যাংক।
❏ পরে ১৯ জুলাই, ১৯৬৯ সালে ভারত সরকার এটিকে জাতীয়করণ করে।

🏦 রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা হয়?
➡️ ১৯৩৫ সালে।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India – RBI) প্রতিষ্ঠিত হয় ১ এপ্রিল, ১৯৩৫ সালে।

❏ প্রথমে এর প্রধান কার্যালয় ছিল কলকাতায়, পরে ১৯৩৭ সালে মুম্বাইতে স্থানান্তরিত হয়।
❏ RBI গঠনের ভিত্তি ছিল হিল্টন-ইয়ং কমিশনের (Hilton Young Commission) সুপারিশ।
❏ শুরুতে এটি ছিল বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান, পরে ১ জানুয়ারি, ১৯৪৯ সালে এটি সম্পূর্ণ জাতীয়করণ করা হয়।

🏦 ষ্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা হয়?
➡️ ১৯৫৫ সালে।

ষ্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (State Bank of India – SBI) প্রতিষ্ঠিত হয় ১ জুলাই, ১৯৫৫ সালে।

❏ তবে এর ইতিহাস আরও পুরোনো –
  • ২ জুন, ১৮০৬ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় Bank of Calcutta।
  • ১৮০৯ সালে নাম হয় Bank of Bengal।
  • পরে Bank of Bombay (1840) ও Bank of Madras (1843) এর সঙ্গে একীভূত হয়ে Imperial Bank of India (1921) গঠিত হয়।
  • অবশেষে ১৯৫৫ সালে, Imperial Bank জাতীয়করণ করে নাম দেওয়া হয় State Bank of India (SBI)।
❏ বর্তমানে SBI হলো ভারতের সবচেয়ে বড় ও প্রাচীন বাণিজ্যিক ব্যাংক

🏦 ইন্ড্রাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা হয়?
➡️ ১৯৬৪ সালে।

ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Industrial Development Bank of India – IDBI) প্রতিষ্ঠিত হয় ১ জুলাই, ১৯৬৪ সালে।

❏ শুরুতে এটি ছিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)-এর অধীনস্থ একটি উন্নয়নমূলক আর্থিক প্রতিষ্ঠান (Development Financial Institution)।
❏ পরে ১৯৭৬ সালে এটি পুরোপুরি ভারত সরকারের মালিকানাধীন স্বাধীন প্রতিষ্ঠান হয়ে যায়।
❏ দীর্ঘদিন ধরে এটি দেশের শিল্পোন্নয়ন ও অবকাঠামো প্রকল্পে দীর্ঘমেয়াদি ঋণ দিত।
❏ অবশেষে ২০০৪ সালে IDBI-কে একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যাংকের মর্যাদা দেওয়া হয়।

🏦 ন্যাশনাল ব্যাঙ্ক ফোর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কবে প্রতিষ্ঠা হয়?
➡️ ১৯৮২ সালে।

ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD) প্রতিষ্ঠিত হয় ১২ জুলাই, ১৯৮২ সালে।

❏ এটি গঠিত হয়েছিল কৃষি ও গ্রামীণ উন্নয়নের জন্য বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে।
❏ NABARD তৈরি হয় দুটি উৎস থেকে—

RBI-এর কৃষি ঋণ বিভাগ
Agricultural Refinance and Development Corporation (ARDC)

❏ NABARD সরাসরি কৃষকদের ঋণ দেয় না; বরং সহযোগী ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক (RRB) ইত্যাদিকে অর্থায়ন করে, যাতে তারা কৃষি ও গ্রামীণ উন্নয়নের প্রকল্পে ঋণ দিতে পারে।

🏦 EXIM ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠা হয়?
➡️ ১৯৮২ সালে।

এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Export-Import Bank of India – EXIM Bank) প্রতিষ্ঠিত হয় ১ জানুয়ারি, ১৯৮২ সালে।

❏ এটি গঠিত হয়েছিল ভারতের আন্তর্জাতিক বাণিজ্য (রপ্তানি-আমদানি) বৃদ্ধি ও সহায়তা করার জন্য।
❏ EXIM Bank মূলত রপ্তানিকারক ও আমদানিকারকদের ঋণ, গ্যারান্টি, বীমা এবং পরামর্শ পরিষেবা প্রদান করে।
❏ এর প্রধান কার্যালয় মুম্বাইয়ে অবস্থিত।

🏦 ইন্ড্রাস্ট্রিয়াল রিকনস্ট্রাকসন ব্যাঙ্ক অব ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা হয়?
➡️ ১৯৮৫ সালে। 

ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Industrial Reconstruction Bank of India – IRBI) প্রতিষ্ঠিত হয় ২০ মার্চ, ১৯৮৫ সালে।

❏ এর মূল উদ্দেশ্য ছিল – আর্থিক সংকটে পড়া বা দুর্বল শিল্প প্রতিষ্ঠানগুলিকে পুনর্গঠন (reconstruction) ও পুনরুজ্জীবন করা।
❏ পরে ১৯৯৭ সালে IRBI-র নাম পরিবর্তন করে করা হয় Industrial Investment Bank of India (IIBI)।
❏ ২০০৬ সালের পর থেকে ধীরে ধীরে এর কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং অবশেষে ২০১২ সালে এটি সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়।

🏦 ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠা হয়?
➡️ ১৯৮৮ সালে।

ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক (National Housing Bank – NHB) প্রতিষ্ঠিত হয় ৯ জুলাই, ১৯৮৮ সালে।

❏ এটি গঠিত হয়েছিল ন্যাশনাল হাউসিং ব্যাংক অ্যাক্ট, ১৯৮৭ অনুযায়ী।
❏ এটি ছিল ভারতের আবাসন খাতে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান।
❏ শুরুতে এর মালিকানা ছিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)-এর অধীনে।
❏ তবে ২০১৯ সালে, NHB-এর শেয়ার হস্তান্তর করা হয় ভারত সরকারে।

❏ NHB-এর প্রধান কাজ হলো —
  • হাউসিং ফাইন্যান্স কোম্পানিগুলিকে (HFCs) নিয়ন্ত্রণ করা,
  • আবাসন ঋণের জন্য অর্থায়ন ও পুনঃঅর্থায়ন (refinance) প্রদান করা,
  • দেশের আবাসন খাতের উন্নয়ন তদারকি করা।

🏦 স্মল ইন্ড্রাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা হয়?
➡️ ১৯৯০ সালে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Small Industries Development Bank of India – SIDBI) প্রতিষ্ঠিত হয় ২ এপ্রিল, ১৯৯০ সালে।

❏ এটি গঠিত হয়েছিল মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস (MSMEs) খাতকে অর্থায়ন ও সহায়তা করার জন্য।
❏ শুরুতে এটি ছিল IDBI-এর একটি সহায়ক প্রতিষ্ঠান, পরে স্বাধীন আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করে।
❏ SIDBI-এর মূল কাজ হলো –
  • ছোট ও মাঝারি শিল্পকে ঋণ ও পুনঃঅর্থায়ন দেওয়া,
  • স্টার্টআপ ও উদ্যোক্তাদের সহায়তা করা,
  • MSME খাতের উন্নয়ন ও প্রবৃদ্ধি নিশ্চিত করা।

🏦 এক্সপোর্ট ইমপোর্ট ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠা হয়?
➡️ ১৯৯২ সালে।

এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Export-Import Bank of India – EXIM Bank) প্রতিষ্ঠিত হয় ১ জানুয়ারি, ১৯৮২ সালে।

❏ এটি গঠিত হয়েছিল ভারতের আন্তর্জাতিক বাণিজ্য (রপ্তানি ও আমদানি) প্রসার ও সহায়তার জন্য।
❏ EXIM Bank মূলত রপ্তানিকারক ও আমদানিকারকদের ঋণ, গ্যারান্টি, বীমা, ও পরামর্শ পরিষেবা প্রদান করে।
❏ এর প্রধান কার্যালয় মুম্বাইয়ে অবস্থিত।

🏦 এক্সিস ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠা হয়?
➡️ ১৯৯৩ সালে।

অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank) প্রতিষ্ঠিত হয় ৩ ডিসেম্বর, ১৯৯৩ সালে।

❏ এটি প্রথমে প্রতিষ্ঠিত হয়েছিল UTI Bank নামে।
❏ ২০০৭ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় Axis Bank।
❏ এটি ভারতের অন্যতম বড় বেসরকারি খাতের ব্যাংক।
❏ এর প্রধান কার্যালয় অবস্থিত মুম্বাই, মহারাষ্ট্রে।

🏦 HDFC Bank কবে প্রতিষ্ঠা হয়?
➡️ ১৯৯৪ সালে।

এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) প্রতিষ্ঠিত হয় ১৯ আগস্ট, ১৯৯৪ সালে।

❏ এটি ভারতের অন্যতম বৃহৎ বেসরকারি খাতের ব্যাংক।
❏ এর পূর্ণরূপ হলো Housing Development Finance Corporation Bank।
❏ প্রধান কার্যালয় অবস্থিত মুম্বাই, মহারাষ্ট্রে।
❏ ১৯৯৫ সালে এটি কার্যক্রম শুরু করে এবং বর্তমানে এটি ভারতের সবচেয়ে বড় প্রাইভেট সেক্টর ব্যাংকগুলির একটি।

🏦 ICICI Bank কবে প্রতিষ্ঠা হয়?
➡️ ১৯৯৪ সালে।

আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank) প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে।

❏ প্রথমে এটি ছিল Industrial Credit and Investment Corporation of India (ICICI Ltd.)-এর একটি সহায়ক (subsidiary) প্রতিষ্ঠান।
❏ এর প্রধান কার্যালয় অবস্থিত মুম্বাই, মহারাষ্ট্রে।
❏ বর্তমানে এটি ভারতের অন্যতম বৃহৎ বেসরকারি খাতের ব্যাংক এবং আন্তর্জাতিক স্তরেও কার্যক্রম চালায়।

🏦 নর্থ ইস্ট ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠা হয়?
➡️ ১৯৯৫ সালে।

নর্থ ইস্ট ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (North Eastern Development Finance Corporation Ltd. – NEDFi) প্রতিষ্ঠিত হয় ৯ আগস্ট, ১৯৯৫ সালে।

❏ এটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়ন ত্বরান্বিত করার জন্য গঠিত হয়েছিল।
❏ এটি একটি পাবলিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যা মূলত ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME), অবকাঠামো প্রকল্প এবং উদ্যোক্তাদের অর্থায়ন করে।
❏ এর সদর দপ্তর অবস্থিত Guwahati, Assam-এ।

🏦 Kotak Mahindra Bank কবে প্রতিষ্ঠা হয়?
➡️ ২০০৩ সালে।

কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক (Kotak Mahindra Bank) প্রতিষ্ঠিত হয় ২০০৩ সালে।

❏ এটি প্রথমে ছিল Kotak Mahindra Finance Ltd. নামে একটি আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান।
❏ মার্চ ২০০৩ সালে, এটি ভারতের প্রথম নন-ব্যাংকিং ফিনান্স কোম্পানি (NBFC) হিসেবে বাণিজ্যিক ব্যাংকিং লাইসেন্স পায় এবং কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কে রূপান্তরিত হয়।
❏ এর সদর দপ্তর অবস্থিত মুম্বাই, মহারাষ্ট্রে।
❏ বর্তমানে এটি ভারতের অন্যতম প্রধান বেসরকারি খাতের ব্যাংক।

🏦 Yes Bank কবে প্রতিষ্ঠা হয়?
➡️ ২০০৪ সালে।

ইয়েস ব্যাঙ্ক (Yes Bank) প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে।

❏ এটি গড়ে তোলেন রানা কাপুর (Rana Kapoor) ও অশোক কাপুর (Ashok Kapoor)।
❏ এর সদর দপ্তর অবস্থিত মুম্বাই, মহারাষ্ট্রে।
❏ এটি ভারতের অন্যতম বড় বেসরকারি খাতের ব্যাংক।

🏦 বন্ধন ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠা হয়?
➡️ ২০১৫ সালে।

বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank) প্রতিষ্ঠিত হয় ২৩ আগস্ট, ২০১৫ সালে।

❏ এটি প্রথমে (২০০১ সালে) Bandhan Financial Services Pvt. Ltd. নামে একটি মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান হিসেবে শুরু হয়েছিল
❏ ২০১৪ সালে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI) থেকে ব্যাংকিং লাইসেন্স পাওয়ার পর ২০১৫ সালে এটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে।
❏ এর সদর দপ্তর অবস্থিত কলকাতা, পশ্চিমবঙ্গে।
❏ বর্তমানে এটি ভারতের অন্যতম প্রধান প্রাইভেট সেক্টর ব্যাংক, বিশেষ করে গ্রামীণ ও ছোট ঋণ খাতে শক্তিশালী অবস্থানে আছে।
বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল PDF টি সংগ্রহ করতে নীচের Download Now- লেখায় ক্লিক করো

File Details ::

File Name: ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল

File Format:  PDF

No. of Pages:  02

File Size:  170 KB  


No comments:

Post a Comment