ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল তালিকা PDF || List of Founding Year of Indian Bank In Bengali
ডিয়ার স্টুডেন্টস ......
তোমাদের সঙ্গে আমরা আজ শেয়ার করছি ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠা সাল তালিকা PDF-টি। যে PDF-টিতে ভারতের কিছু খুবি উল্লেখযোগ্য ব্যাঙ্কের নাম এবং সেই ব্যাঙ্ক গুলি কবে প্রতিষ্ঠা হয়েছে সেই সব গুরুত্বপূর্ণ তথ্য গুলি দেওয়া থাকছে। এই পোস্টটি তোমাদের বিভিন্ন পরীক্ষা গুলির ক্ষেত্রে দারুন ভাবে কাজে আসবে।
অতএব তোমরা সবার প্রথমে নীচে দেওয়া প্রশ্ন আকারে তালিকাটি খুব ভালো ভাবে মুখস্থ করো এবং তারপর যদি মনে হয় অবশ্যই PDF-টি সংগ্রহ করে রাখবে, যাতে পরবর্তী সময়ে অফলাইনে পড়তে তোমাদের সুবিধা হয়।
ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল
🏦 ব্যাঙ্ক অব হিন্দুস্থান কবে প্রতিষ্ঠা হয় ?
➡️ ১৭৭০ সালে
🏦 ব্যাঙ্ক অব বেঙ্গল কবে প্রতিষ্ঠা হয় ?
➡️ ১৮০৬ সালে
🏦 ব্যাঙ্ক অব বোম্বাই কবে প্রতিষ্ঠা হয় ?
➡️ ১৮৪০ সালে
🏦 ব্যাঙ্ক অব মাদ্রাজ কবে প্রতিষ্ঠা হয় ?
➡️ ১৮৪৩ সালে
🏦 পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠা হয় ?
➡️ ১৮৯৪ সালে
🏦 ব্যাঙ্ক অব ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা হয় ?
➡️ ১৯০৬ সালে
🏦 ব্যাঙ্ক অব বরোদা কবে প্রতিষ্ঠা হয় ?
➡️ ১৯০৮ সালে
🏦 সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা হয় ?
➡️ ১৯১১ সালে
🏦 রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা হয় ?
➡️ ১৯৩৫ সালে
🏦 ষ্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা হয় ?
➡️ ১৯৫৫ সালে
🏦 ইন্ড্রাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা হয় ?
➡️ ১৯৬৪ সালে
🏦 ন্যাশনাল ব্যাঙ্ক ফোর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কবে প্রতিষ্ঠা হয় ?
➡️ ১৯৮২ সালে
🏦 EXIM ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠা হয় ?
➡️ ১৯৮২ সালে
🏦 ইন্ড্রাস্ট্রিয়াল রিকনস্ট্রাকসন ব্যাঙ্ক অব ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা হয় ?
➡️ ১৯৮৫ সালে
🏦 ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠা হয় ?
➡️ ১৯৮৮ সালে
🏦 স্মল ইন্ড্রাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা হয় ?
➡️ ১৯৯০ সালে
🏦 এক্সপোর্ট ইমপোর্ট ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠা হয় ?
➡️ ১৯৯২ সালে
🏦 এক্সিস ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠা হয় ?
➡️ ১৯৯৩ সালে
🏦 HDFC Bank কবে প্রতিষ্ঠা হয় ?
➡️ ১৯৯৪ সালে
🏦 ICICI Bank কবে প্রতিষ্ঠা হয় ?
➡️ ১৯৯৪ সালে
🏦 নর্থ ইস্ট ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠা হয় ?
➡️ ১৯৯৫ সালে
🏦 Kotak Mahindra Bank কবে প্রতিষ্ঠা হয় ?
➡️ ২০০৩ সালে
🏦 Yes Bank কবে প্রতিষ্ঠা হয় ?
➡️ ২০০৪ সালে
🏦 বন্ধন ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠা হয় ?
➡️ ২০১৫ সালে
বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল PDF টি সংগ্রহ করতে নীচের Download Now- লেখায় ক্লিক করো
File Details ::
File Name: ভারতের বিভিন্ন ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল
File Format: PDF
No. of Pages: 02
File Size: 170 KB
No comments:
Post a Comment