Breaking




Saturday 9 September 2023

RBI সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্পর্কিত প্রশ্ন উত্তর || Reserve Bank of India Question Answers

RBI সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
RBI সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
প্রিয় ছাত্রছাত্রীরা,
আজ তোমাদের ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি শেয়ার করছি। যে প্রশ্ন গুলি তোমাদের WBCS, Bank, Rail, UPSC, PSC,WBP প্রভৃতির মতো পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে। কারণ আমরা সকলেই জানি যে এই বিষয়টি হল ভারতের অর্থনীতি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ একটি টপিক। আর এই বিষটি কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমাদের আলাদা করে বলার কোন প্রয়োজন আছে বলেতো মনে হয় না। 
তাই তোমরা দেরি না করে অবিলম্বে নীচের দেওয়া প্রশ্ন গুলি খুব মনোযোগ সহকারে দেখে নাও এবং PDF-টি সংগ্রহ করে নাও।

রিজার্ভ ব্যাঙ্ক সম্পর্কিত প্রশ্ন উত্তর

০১. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয় ?
Ans :: ১৯৩৫ সালে ১লা এপ্রিল

০২. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কোন  কমিশনের সুপারিশে তৈরি হয় ?
Ans :: হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে

০৩. ডঃ আম্বেদকর তাঁর লেখা কোন বইতে RBI সম্পর্কে ধারনা দেন ?
Ans :: The Problem of the Rupee-Its origin and its Solution

০৪. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সদর দপ্তর কোথায় ছিল ?
Ans :: কলকাতা

০৫. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান সদর দপ্তর কোথায় ?
Ans :: মুম্বাই 

০৬. কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সদর দপ্তর কলকাতা থেকে মুম্বাই এ করা হয় ?
Ans :: ১৯৩৭ সালে

০৭. কত সাল পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে কাজ করেছিল ? 
Ans :: ১৯৪৮ সাল 

০৮. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের জাতীয়করণ কত সালে হয় ?
Ans :: ১৯৪৯ সালে ১লা জানুয়ারি

০৯. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রতীক চিহ্ন কি ? 
Ans :: চিতাবাঘ এবং পাম মাছ 

১০. প্রথমে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রতীক চিহ্ন কি ছিল ?
Ans :: সিংহ

১১. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কন্ট্রোল করে কোন বোর্ড ?
Ans :: Central Board of Directors

১২. Central Board of Directors কতজন সদস্য নিয়ে গঠিত ?
Ans :: ২১ জন 

১৩. Central Board of Directors-এর সদস্যরা কত বছরের জন্য নিযুক্ত হন ?
Ans :: ৪ বছর

১৪. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কয়’টি জোনাল অফিস রয়েছে ?
Ans :: ৪ টি

১৫. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কোথায় কোথায় জোনাল অফিস আছে ?
Ans :: নিউ দিল্লি, চেন্নাই, কলকাতা, মুম্বাই

১৬. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রথম গভর্নর কে ছিলেন ?
➺ অসবর্ণ স্মিথ (১৯৩৫-১৯৩৭)

১৭. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন ?
Ans :: সি ডি দেশমুখ (১৯৪৩-১৯৪৯)

১৮. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে সবচেয়ে বেশি দিনের জন্য গভর্নর কে ছিলেন ?
Ans :: বেনেগাল রামা রায়

১৯. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে সবচেয়ে কম দিনের জন্য গভর্নর কে ছিলেন ?
Ans :: অমিতাভ ঘোষ (২০ দিন)

২০. কোন প্রধানমন্ত্রী ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ছিলেন ?
Ans :: মনমোহন সিং

২১. ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে ?
Ans :: শক্তিকান্ত দাস 

২২. শক্তিকান্ত দাস ভারতীয় রিজার্ভ ব্যাংকের কততম গভর্নর ?
Ans :: ২৫ তম

২৩. ভারত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর সদস্য হয় কবে ? 
Ans :: ১৯৪৬ সালে 

২৪. ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কে বজায় রাখে ? 
Ans :: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

২৫. 2022 সালের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় সরকার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় বোর্ডের পরিচালক হিসাবে কাকে মনোনীত করেছে ?
Ans :: সঞ্জয় মালহোত্রা

২৬. ভারতীয় মুদ্রার নোটের সামনে ছাপা 'ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক' মুদ্রণের জন্য কোন কৌশলটি ব্যবহার করা হয়েছিল ?
Ans :: ইন্টাগ্লিও প্রিন্টিং 

২৭. RBI-কে কবে ক্যাশ রিজার্ভ রেশিও (CRR) -নগদ নির্ধারণ করার ক্ষমতা দেয় ?
Ans :: ২০০৬ সালে

২৮. রিজার্ভ ব্যাংক স্টাফ কলেজ কোথায় অবস্থিত ?
Ans :: চেন্নাই

২৯. রিজার্ভ ব্যাংক স্টাফ কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?
Ans :: ১৯৬৩ সালে ৩রা জুলাই

৩০. RBI-এর গভর্নর হিসেবে দায়িত্ব পালন করা একমাত্র প্রধানমন্ত্রী কে ছিলেন ?
Ans :: মনমোহন সিং

৩১. মনমোহন সিং কত সাল থেকে কত সাল পর্যন্ত গভর্নর ছিলেন ?
Ans :: ১৯৮২-১৯৮৫ সাল পর্যন্ত

RBI সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: RBI সম্পর্কিত প্রশ্ন উত্তর 

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  194 KB



No comments:

Post a Comment