Breaking




Wednesday, 24 January 2024

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF || General Science Question Answers in Bengali PDF

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF || General Science Question Answers in Bengali PDF

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF
সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF
স্টুডেন্টস,
তোমাদের আজকে দিচ্ছি, সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি, যে পোস্টটির মধ্যে কিছু খুবই উল্লেখযোগ্য সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর দেওয় আছে। যে প্রশ্ন গুলি তোমাদের আগত সকল পরীক্ষা গুলির কাজে আশার পাশাপাশি তোমাদের সাধারণ জ্ঞান বৃদ্ধি করতে দারুন ভাবে কাজে আসবে। 
তাই তোমরা দেরি না করে নীচের দেওয়া প্রশ্ন গুলি খুব ভালোভাবে দেখে নাও এবং অবশ্যই PDF-টি সংগ্রহ করে নেবে। 

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর

প্রশ্নঃ সবচেয়ে বেশিতড়িৎ ধনাত্মক মৌলের নাম কি ?
উত্তরঃ সিজিয়াম 

প্রশ্নঃ কোন শিশুর লিঙ্গ নির্ধারণ হয় কিসের দ্বারা ? 
উত্তরঃ পিতার ক্রমোজমের দ্বারা 

প্রশ্নঃ মশার লার্ভা খেয়ে বেঁচে থাকে কোন প্রাণী ?
উত্তরঃ এম্বুশিয়া

প্রশ্নঃ আত্মঘাতী থলি বলা হয় কাকে ?
উত্তরঃ লাইসোজোমকে

প্রশ্নঃ মানুষ সর্বপ্রথম কোন শস্যটি ব্যবহার করে ?
উত্তরঃ গম 

প্রশ্নঃ লজ্জাবতী পাতায় কি ধরণের গমন দেখা যায় ?
উত্তরঃ ন্যাস্টিক চলন 

প্রশ্নঃ চোখের কোন অংশে বস্তুর প্রতিবিম্ব  গঠিত হয় ?
উত্তরঃ পিত বিন্দু

প্রশ্নঃ অ্যামোনিয়াকে শুষ্ক করতে কি ব্যবহার করা হয় ?
উত্তরঃ পোড়া চুন 

প্রশ্নঃ ফটোগ্রাফির ক্যামেরার ভিতরে কালো করা হয় কেন ?
উত্তরঃ যাতে আলোর প্রতিফলন না হয় 

প্রশ্নঃ তরল সিলিকন ব্যবহার করা হয় কিসের জন্য ?
উত্তরঃ লুব্রিকেন্ট হিসাবে 

প্রশ্নঃ বরার শিল্পে ব্যবহৃত হয় কোন জৈব যৌগ ?
উত্তরঃ ভিনিগার

প্রশ্নঃ কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার ?
উত্তরঃ সামুদ্রিক কচ্ছপ

প্রশ্নঃ কোন বিজ্ঞানী রক্তের শ্রেনীবিভাগ করেন ?
উত্তরঃ কার্ল ল্যান্ডস্টেইনার

প্রশ্নঃ কোন প্রকার উতসেচক রক্ততঞ্চনে সাহায্য করে ?
উত্তরঃ থ্রম্বোকাইনেজ

প্রশ্নঃ কোন গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয় ?
উত্তরঃ পিটুইটারি গ্রন্থি

প্রশ্নঃ জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয় ?
উত্তরঃ জিওলাইট

প্রশ্নঃ অক্সি-অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা কত ?
উত্তরঃ ৩,০০০° সেন্টিগ্রেড

প্রশ্নঃ হাইড্রোজেনশব্দের অর্থ কী ? 
উত্তরঃ জল উৎপাদক

প্রশ্নঃ হাইড্রোজেন গ্যাস উৎপাদনে কী ধরণের দস্তা ব্যবহার করা হয় ?
উত্তরঃ বাণিজ্যিক দস্তার ছিবড়া

প্রশ্নঃ অক্সি-হাইড্রোজেন শিখার উষ্ণতা কত ?
উত্তরঃ ২,০০০° ডিগ্রি সেন্টিগ্রেড

প্রশ্নঃ কাকে প্রোটিস্টার অন্তর্ভূক্ত করা হয় ?
উত্তরঃ ব্যাকটিরিয়াকে

প্রশ্নঃ কোন কোন শৈবাল থেকে ওষুধ তৈরি হয় ?
উত্তরঃ ক্লোরেল্লা, সারগাসাম ও ল্যামিনেরিয়া

প্রশ্নঃ কলোনিয়াল শৈবাল ও আবর্তন শৈবাল কাকে বলা হয় ?
উত্তরঃ ভলভক্সকে

প্রশ্নঃ পামেলা দশা কার মধ্যে দেখা যায় ?
উত্তরঃ ক্ল্যামাইডোমোনাসের মধ্যে

প্রশ্নঃ ভাউকেরিয়া কী ?
উত্তরঃ একটি সিনোসাইটিক শৈবাল

প্রশ্নঃ নিউমোনিয়া জীবাণুর আকৃতি কেমন ?
উত্তরঃ গোলাকার

প্রশ্নঃ কার জীবনচক্রে টরুলা দশা দেখা যায় ?
উত্তরঃ মিউকরের

প্রশ্নঃ মিউকর কোন উৎসেচক উৎপন্ন করে ?
উত্তরঃ ডায়াস্টেজ উৎসেচক

প্রশ্নঃ মাছের পাখনা পচন রোগ কী ঘটিত রোগ ?
উত্তরঃ জীবাণু ঘটিত

প্রশ্নঃ হাঙরের লেজ ও রুই মাছের লেজ কী  প্রকৃতির ?
উত্তরঃ যথাক্রমে হেটেরোসারকাল ও হোমোসারকাল প্রকৃতির

প্রশ্নঃ মানুষের দাঁতের কঠিন অংশটির নাম কি ?
উত্তরঃ এনামেল

প্রশ্নঃ কোন প্রানীকে কাঁটার মুকুট আখ্যা দেওয়া হয় ?
উত্তরঃ তারা মাছ

প্রশ্নঃ চিংড়ি মাছের রেচন অঙ্গের নাম কি ?
উত্তরঃ সবুজ গ্রন্থি

প্রশ্নঃ সাধারণ তাপমাত্রায় তরল ধাতুটির নাম কি ?
উত্তরঃ পারদ

প্রশ্নঃ আরশোলার রেচন অঙ্গের নাম কি ?
উত্তরঃ ম্যালপিজিয়ান নালিকা

প্রশ্নঃ অ্যামিবার রেচন অঙ্গের নাম কি ?
উত্তরঃ সংকোচী গহ্বর

প্রশ্নঃ বৃক্কের ভেতরের স্তরকে কি বলে ?
উত্তরঃ মেডালা

প্রশ্নঃ বিদ্যুৎ পরিমাপের এককের নাম কি ?
উত্তরঃ কুলম্ব

প্রশ্নঃ বিদ্যুৎ প্রবাহের এককের নাম কি ?
উত্তরঃ অ্যাম্পিয়ার

প্রশ্নঃ বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম কি ?
উত্তরঃ নেফ্রন

সাধারণ বিজ্ঞান প্রশ্নোত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

No comments:

Post a Comment