সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF - 140 General Science Question Answers in Bengali PDF
সাধারণ বিজ্ঞান প্রশ্নোত্তর PDF - 140 General Science Q&A in Bengali PDF |
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে। আজকের পোস্টটিতে থাকছে সাধারণ বিজ্ঞানের কিছু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যা তোমাদের পুলিশ, রেল, ব্যাঙ্ক ইত্যাদি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
তাই তোমরা নীচে দেওয়া কিছু নমুনা প্রশ্ন গুলি একবার দেখে নাও এবং সম্পূর্ণ PDF টি সংগ্রহ করে নাও যাতে পরবর্তী সময়ে পড়তে পারো কারন এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ।
সাধারণ বিজ্ঞানের নমুনা প্রশ্নোত্তর
❏ শ্বসন প্রক্রিয়ায় অংশগ্রহন কারী কোষীয় অঙ্গাণুটি হল কী ?
উত্তরঃঃ মাইটোকন্ড্রিয়া।
❏ যে প্রকার শ্বসনে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় তা হল কি ?
উত্তরঃঃ সবাত শ্বসন।
❏ কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ?
উত্তরঃঃ ভিটামিন A
❏ উদ্ভিদের শ্বাস অঙ্গ হল কী ?
উত্তরঃঃ পত্ররন্ধ্র।
❏ কীসের অভাবে অ্যানিমিয়া হয় ?
উত্তরঃঃ আয়রন।
❏ এক অনু ATP থেকে নির্গত শক্তির পরিমান কত ?
উত্তরঃঃ 7.3 cal
❏ কে কলম আবিষ্কার করেন ?
উত্তরঃঃ ওয়াটার ম্যান।
❏ একটি অ্যামাইলোলাইটিক উৎসেচক হল ?
উত্তরঃঃ অ্যামাইলেজ।
❏ প্রাকৃতিক গ্যাসের উদাহরণ কী ?
উত্তরঃঃ মিথেন।
❏ ব্যাক্টেরিয়াতে কোন অ্যাসিড ব্যবহৃত হয় ?
উত্তরঃঃ সালফিউরিক অ্যাসিড।
❏ অ্যাভিটামিনোসিস কীসের অভাবে হয় ?
উত্তরঃঃ ভিটামিন।
❏ কোন প্রানীর থাকেনা ?
উত্তরঃঃ কেঁচোর।
❏ একটি অতিমাত্রিক মৌলের উদাহরণ দাও।
উত্তরঃঃ নাইট্রোজেন।
❏ কেঁচোর গমন অঙ্গের নাম কী ?
উত্তরঃঃ সিটা।
❏ কোন ভিটামিন যকৃতে সংরক্ষিত হয় ?
উত্তরঃঃ ভিটামিন-A
❏ কোন জল সবচেয়ে বিশুদ্ধ ?
উত্তরঃঃ পাতিত জল।
❏ কাঁচা ফল পাকাতে কী ব্যবহার হয় ?
উত্তরঃঃ C2H4T
❏ হাইড্রোজেন পরমাণুকে কী বলা হয় ?
উত্তরঃঃ দুষ্ট মৌল।
❏ সোডীয়াম বাই কার্বনেট এর জলীয় দ্রবণে কয়েক ফোঁটা ফেনল্পথ্যালিন যোগ করা হলে দ্রবনের বর্ণ কেমন হবে ?
উত্তরঃঃ বেগুনি।
❏ বাতাসে নীল শিখা সহ জ্বলে এমন গ্যাসটি হল ?
উত্তরঃঃ N2T
❏ অ্যাসিটিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কত ?
উত্তরঃঃ ১
❏ অ্যালকোহল যৌগের কার্যকর মূলক হল কত ?
উত্তরঃঃ OH
❏ পাউরুটি, মদ তৈরির জন্য ব্যবহৃত ছত্রাকটির নাম কী ?
উত্তরঃঃ ইস্ট।
❏ প্রাকৃতিক গ্যাসে মিথেন থাকে কত শতাংশ ?
উত্তরঃঃ ৮৫%
❏ চক্ষুবিন্দু দেখা যায় কোন প্রানীতে ?
উত্তরঃঃ ইউগ্লিনায়
❏ হীরককে উজ্জ্বল দেখায় কেন ?
উত্তরঃঃ তেজস্ক্রিয় রশ্মি বিকিরক করে বলে।
❏ আপতকালীন হরমন কোনটি ?
উত্তরঃঃ অ্যাড্রিনাল।
❏ একটি ভেক্টর রাশির উদাহরণ দাও।
উত্তরঃঃ টর্ক
❏ মাইটোসিসের চতুর্থ দশাটির নাম কী ?
উত্তরঃঃ টেলোফেজ।
❏ টুথব্রাশ কোন শ্রেনির লিভার ?
উত্তরঃঃ প্রথম শ্রেনির
সাধারণ বিজ্ঞান প্রশ্নোত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো
File Details ::
File Name: সাধারণ বিজ্ঞান প্রশ্নোত্তর
File Format: PDF
No. of Pages: 10
File Size: 330 KB
No comments:
Post a Comment