Breaking




Friday 23 February 2024

Bengali GK Questions Answers PDF || জিকে প্রশ্ন উত্তর PDF

Bengali GK Questions Answers PDF || বাংলা জিকে প্রশ্ন উত্তর PDF

বাংলা জিকে প্রশ্ন উত্তর PDF
বাংলা জিকে প্রশ্ন উত্তর PDF
Hello বন্ধুরা,
আমরা সকলেই জানি বিভিন্ন প্রতিযোগীতা মূলক পরীক্ষার ক্ষেত্রে GK কতটা গুরুত্বপূর্ণ, আর এটাও জানি যে সমস্ত রকম পরীক্ষারয় GK প্রশ্ন সংখ্যা বেশি থাকে। তাই আমাদের এই GK বিষয়টিকে বেশি করে সময় দিতে হবে। তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি 50 জিকে প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি। যে পোস্টটিতে আমরা তোমাদের জন্য দিয়েছি কিছু জিকে বিষয়ের দারুন দারুন প্রশ্ন উত্তর, যে প্রশ্ন উত্তর গুলি তোমাদের দারুন ভাবে কাজে আসবে আগত পরীক্ষা গুলিতে।
সুতরাং বন্ধুরা আর কোনো রকম সময় নষ্ট না করে নীচের কিছু নমুনা প্রশ্নোত্তর গুলি দেখে নিয়ে সম্পূর্ণ PDF-টি সংগ্রহ করে নাও। 

বাংলা জিকে প্রশ্ন উত্তর
 
০১. গোবিন্দ অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
 Ans: উত্তরাখণ্ড

০২. ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে ?
Ans: ১২নং ধারায়

০৩. মালিক কাফুর কে ছিলেন ?
Ans: আলাউদ্দিন খলজির সেনাপতি

০৪. কে প্রথম রোবট আবিস্কার করেন ?
Ans: উইলিয়াম গে ওয়ালটার

০৫. মানুষের শরীরে রাসায়নিক দূত হিসাবে কাজ করে ?
Ans: হরমোন

০৬. ভারতীয় সংবিধানের কোন ধারাতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের বিষয়ে সুপারিশ করার জন্য অর্থ কমিশন গঠনের সংস্থান করা হয়েছে ?
Ans: ২৮০নং ধারা

০৭. কে অভিনব ভারত প্রতিষ্ঠা করেন ?
Ans: বিনায়ক দামোদর সাভারকর

০৮. ভারতীয় বিপ্লবীদের জননীরূপ খ্যাত ছিলেন ?
Ans: মাদাম কামা

০৯. ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকুল্যে যে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোন ধর্মীয় শিক্ষাপ্রদান করা যাবে না ?
Ans: ২৮নং ধারা

১০. আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন ?
Ans: সৈয়দ আমেদ খান

১১. কনিষ্কের সভাকবি কে ছিলেন ?
Ans: অশ্বঘোষ

১২. ধানগাছের ক্রোমোজম সংখ্যা কত ?
Ans: ২৪টি

১৩. কোন অধাতুটি সাধারণ অবস্থায় তরল থাকে ?
Ans: ব্রোমিন

১৪. নীলগ্রহ বলা হয় কোন গ্রহকে ?
 Ans: পৃথিবীকে

১৫. কত সালে রাওলাট আইন পাস হয় ?
 Ans: ১৯১৯ সালে

১৬. রক্ত শুন্যতা দেখা দেয় কীসের অভাবে ?
Ans: আয়রনের অভাবে

১৭. সূর্যের নিকটতম গ্রহের নাম কি ?
Ans: বুধ

১৮. পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
Ans: ওয়ারেন হেস্টিংস

১৯. ব্ল্যাক হোল এর ধারণাটি প্রথম কে দিয়েছিলেন ?
Ans: আইনস্টাইন

২০. শীতকালীন অলিম্পিক ২০২৬ কোথায় অনুষ্ঠিত হবে ?
Ans: মিলানো কর্টিনা, ইতালি

২১. জামা মসজিদ কে নির্মান করেন ?
Ans: শাহজাহান

২২. ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
Ans: রাজা রামমোহন রায়

২৩. থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
Ans: বিলিয়ার্ড বা স্নুকার

২৪. টমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
Ans: ব্যাডমিন্টন

২৫. দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন ?
Ans: আলাউদ্দিন খিলজি

২৬. গৌতমবুদ্ধ অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
Ans: বিহার

২৭. ভিটামিন E এর অভাবে কি রোগ হয় ? 
Ans: বন্ধ্যাত্ব

২৮. দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত ?
Ans: ধনুর্বিদ্যা

২৯. ভিতরকণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
Ans: ওড়িশা

৩০. কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয় ?
Ans: ভিটামিন K এর অভাবে

৩১. শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন ? 
Ans: ভিটামিন D এর অভাবে

৩২. জীবাণু বিদ্যার জনক কে ?
Ans: লুই পাস্তুর

৩৩. ব্যাসল্ট শিলা কোন ধরণের আগ্নেয় শিলা ?
Ans: লাভা শিলা

৩৪. মরীচিকায় কোন ধরণের প্রতিবিম্ব গঠিত হয় ?
Ans: অসদবিম্ব

৩৫. মনসবদারী প্রথা কে প্রবর্তন করেন ?
Ans: আকবর

৩৬. লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে ?
Ans: মঙ্গলকে

৩৭. পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে ?
Ans: শুক্র গ্রহকে

৩৮. এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
Ans: উইলিয়াম জোন্স

৩৯. তত্ত্ববোধনী সভা কে প্রতিষ্ঠা করেন ?
Ans: দেবেন্দ্রনাথ ঠাকুর

৪০. ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টে বাজেট পেশ করতে হয় ?
Ans: ১১২নং ধারা

৪১. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ?
Ans: ভিটামিন A এর অভাবে

৪২. তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
Ans: কর্ণাটক

৪৩. রাজ্যসভার সদস্যের কার্যকাল মেয়াদ কত বছর ?
Ans: ছয় বছর

৪৪. URL এর পুরো নাম কি ?
Ans: ইউনিফর্ম রিসোর্স লোকেটর

৪৫. পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কোনটি ?
Ans:  হিমালয়

৪৬. ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি ?
Ans:  হিরাকুঁদ

৪৭. ভারতের দীর্ঘতম খাল কোনটি ?
Ans: ইন্দিরা গান্ধী ক্যানেল

৪৮. কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয় ?
Ans: ১৮৫৬ সালে

৪৯. স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ?
Ans: চক্রবর্তী রাজা গোপালাচারী

৫০. প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি ?
Ans: টেকচাঁদ ঠাকুর

বাংলা জিকে প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের লেখা Download Now-এ ক্লিক করুন।

File Details ::

File Name: বাংলা জিকে প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  5

File Size:  395 KB


No comments:

Post a Comment