Food SI পরীক্ষা এবং প্রশ্নপত্র নিয়ে নতুন নিয়ম জারি করল কমিশন, পরীক্ষা দেবার আগে বিস্তারিত পড়ুন
সুপ্রিয় বন্ধুরা,
দীর্ঘ ৪ বছর পর গত ২২শে আগস্ট প্রকাশিত হয়েছে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি। যেখানে শূন্যপদের সংখ্যা তুলনামূলক অনেকটাই কম। দেখা যাচ্ছে ৪৮০টি শূন্যপদে বিজ্ঞপ্তিটি প্রকাশ করে হছে। গত ২১শে ফেব্রুয়ারি PSC বিজ্ঞপ্তি জারি করে দেওয় উক্ত পরীক্ষার তারিখ পরীক্ষাটি হবে ১৬ই এবং ১৭ই মার্চ দুটি দিনে। পরীক্ষাটি হবে ৬টি শিফটে, প্রথম দিন হবে ৩টি শিফট এবং দ্বিতীয় দিন হবে বাকি ৩টি শিফট।
২০১৯ সালের Food SI পরীক্ষার দুর্নীতির উপর লক্ষ্য রেখে ২০২৩-এর গোটা রিক্রুটমেন্ট পদ্ধতিতে যাতে কোনও রকম দুর্নীতি না হয়, তার জন্য প্রথম থেকেই বাড়তি সতর্ক থাকছে পাবলিক সার্ভিস কমিশন। তার জন্য প্রস্তুতি নিয়ে চলেছে কমিশন। আমরা সকলেই জানি যে এই পরীক্ষা দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ/পার্সোনালিটি টেস্ট এই দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। লিখিয় পরীক্ষায় পাশ করার পর সেই প্রার্থীকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে।
Food SI পরীক্ষার জন্য নতুন নির্দেশিকা -
❏ কমিশন সূত্রে জানা যাচ্ছে, পরীক্ষার প্রশ্নপত্র করা হবে ভিন রাজ্যের এক নামকরা বিশ্ববিদ্যালয় থেকে।
❏ পরীক্ষা চলাকালীন স্বচ্ছতা বজায় রাখতে থাকছে কড়া নজরদারির ব্যবস্থা।
❏ এছাড়া আরও বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিতে পারে কমিশন।
❏ পরীক্ষা শুরুর আগে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে, তাই প্রার্থীদের প্রস্তুতি নেবার পাশাপাশি কমিশনের ওয়েবসাইটে নজর রাখতে হবে।
অতএব তোমরা উক্ত পরীক্ষার দুর্নীতির চিন্তা না করে সঠিক ভাবে প্রস্ততি নিয়ে যাও এবং নিজেকে এমন ভাবে প্রস্তুত করো যাতে কোন রমক বাধা তোমাদের সফল হতে বাধা না দেয়। আমাদের ওয়েবসাইটে Food SI পরীক্ষার প্রয়োজনীয় প্রশ্ন উত্তর, প্র্যাকটিস সেট, প্রশ্নপত্র এবং আরও অন্যান্য উপকরন খুব সহজেই পেয়ে যাবে।
Food SI পরীক্ষার প্রয়োজনীয় উপকরন খুব সহজে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও-
টেলিগ্রাম চ্যানেল লিংক | Click Here |
আরও পড়ুন - ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি 2023
আরও পড়ুন - ফুড সাব ইন্সপেক্টর সিলেবাস 2023
No comments:
Post a Comment