Breaking




Tuesday, 22 August 2023

ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি 2023 - শূন্যপদ || বেতন || যোগ্যতা || সিলেবাস || আরও অন্যান্য তথ্য

ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি 2023 - শূন্যপদ || বেতন || যোগ্যতা || সিলেবাস || আরও অন্যান্য তথ্য

ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি 2023
ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি 2023
নমস্কার বন্ধুরা,
আজ অর্থাৎ ২২শে আগস্ট কিছুক্ষণ আগে wbpsc-এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ফুড সাব ইন্সপেক্টর 2023 নিয়োগের বিজ্ঞপ্তি। যেখানে উক্ত পদের সমস্থ তথ্য গুলি উল্লেখ আছে। আমরা এখন খুব সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় এই বিজ্ঞপ্তির সমস্থ গুরুত্বপূর্ণ তথ্য গুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো।
এখন তোমরা খুব মনোযোগ সহকারে সমস্থ তথ্য গুলি দেখে নাও এবং উল্লেখিত তারিখের মধ্যে আবেদন করে দাও। 

পদের নামFood Sub-Inspector

❐  শূন্যপদ ➥ ৪৮০ টি 

শিক্ষাগত যোগ্যতা ➥ প্রার্থী যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নুন্যতম মাধ্যমিক পাশ করলেই এই পদে আবেদন করতে পারবে।

বয়সসীমা ➥ প্রার্থীকে আবেদন করতে হলে ১লা জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে তাকে ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে। তাছাড়া সংরক্ষিত শ্রেণীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ের ব্যবস্থা আছে। 

মাসিক বেতন ➥ Pay Level 6 অনুযায়ী বেতন ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত। 

আবেদন পদ্ধতি ➥ প্রার্থীর কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

নিয়োগ পদ্ধতি ➥ প্রার্থী নির্বাচন করা হবে ০১. লিখিত পরীক্ষা ০২. পার্সোনালিটি টেস্ট এই দুটি পদ্ধতি অবলম্বন করে। 

আবেদন মূল্য ➥ প্রার্থীদের আবেদন মূল্য বাবদ ১১০ টাকা এবং সংরক্ষিতদের কোনো টাকা লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ ➥ 

আবেদন শুরু ২৩শে আগস্ট ২০২৩
আবেদন শেষ ২০শে সেপ্টেম্বর ২০২৩

গুরুত্বপূর্ণ লিংক ➥ 

অফিশিয়াল নোটিফিকেশন Download Now
অফিশিয়াল ওয়েবসাইট Click Here

আরও পড়ুন WBPSC Food SI Syllabus 2023

No comments:

Post a Comment