পশ্চিমবঙ্গ জেল পুলিশ প্রশ্ন উত্তর || West Bengal Jail Police Question Answers
ডিয়ার স্টুডেন্টস,
তোমাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করছি পশ্চিমবঙ্গ জেল পুলিশ প্রশ্ন উত্তর এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে থাকছে খুবই গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন উত্তর, যে প্রশ্ন গুলি তোমাদের আগত জেল পুলিশ পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসতে চলেছে। কারণ আমরা সেই সমস্থ প্রশ্ন গুলি বেছে বেছে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি যে প্রশ্ন গুলি উক্ত পরীক্ষার জন্য অবশ্যই কাজে আসবে।
তাই তোমরা আর দেরি না করে অবিলম্বে নীচে দেওয়া প্রশ্ন গুলি খুব মনোযোগ সহকারে দেখে নাও এবং যদি ভাললাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে, যাতে তারাও এই প্রশ্ন গুলির সুবিধা পেতে পারে।
পশ্চিমবঙ্গ জেল পুলিশ প্রশ্ন উত্তর
◧ আন্তর্জাতিক যুব দিবস কবে পালিত হয় ?
Ans:- ১২ই আগস্ট
◧ ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা কাকে বলা হয় ?
Ans:- রাজা রামমোহন রায়
◧ জীববিদ্যার নিউটন কাকে বলে ?
Ans:- ডারউইন
◧ ফ্যারাডে কিসের একক ?
Ans:- ধারকত্ব
◧ ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত ?
Ans:- ওড়িশা
◧ কোন ধাতুকে কুইক সিলভার বলা হয় ?
Ans:- পারদ
◧ বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত ?
Ans:- তিরুবনন্তপুরম
◧ নন্দাদেবী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?
Ans:- উত্তরাখণ্ডে
◧ তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত ?
Ans:- ময়ূরাক্ষী
◧ অর্জুন পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয় ?
Ans:- ১৯৬১ সাল
◧ মাউন্ট সেন্ট হেলেন্স কোথায় অবস্থিত ?
Ans:- মার্কিন যুক্তরাষ্ট্র
◧ ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কাকে বলা হয় ?
Ans:- স্ট্রম্বলি আগ্নেয়গিরি
◧ হিরোশিমা দিবস কবে পালিত হয় ?
Ans:- ৬ই আগস্ট
◧ কোন বছরে ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসাবে ঘোষণা করা হয় ?
Ans:- ১৯৬৩ সালে
◧ পৃথিবীর সবচেয়ে উচ্চতম সড়ক তৈরি হল কোথায় ?
Ans:- লাদাখ
◧ তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল ?
Ans:- ১৫৬৫ সালে
◧ কল্লোল নাটকের রচয়িতা কে ?
Ans:- উৎপল দত্ত
◧ ক্রিস্টি কোথায় দেখা যায় ?
Ans:- মাইটোকন্ড্রিয়াতে
◧ কোন বিদ্রোহ উলগুলান নামে পরিচিত ?
Ans:- মুন্ডা বিদ্রোহ
◧ বল্লভপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
Ans:- বীরভূম
◧ ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি ?
Ans:- তারাপুর
◧ বালুরঘাট কোন জেলার সদর শহর ?
Ans:- দক্ষিণ দিনাজপুর
◧ তৈমুর কার আমলে ভারত আক্রমণ করেছিলেন ?
Ans:- নাসিরউদ্দিন মহম্মদ
◧ অলবিরুনি কার সাথে ভারতে এসেছিলেন ?
Ans:- গজনীর মহম্মদ
◧ সৈয়দ বংশের শেষ রাজা কে ছিলেন ?
Ans:- আলম শাহ
◧ দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয় ?
Ans:- কোয়েম্বাটুর
◧ রাজস্থানের কোন জেলা জিপসামের জন্য বিখ্যাত ?
Ans:- বিকানীর
◧ ইরানের রাজধানীর নাম কি ?
Ans:- তেহরান
◧ কোন নদীকে এশিয়ার স্বর্ণরেণুর নদী বলা হয় ?
Ans:- ইয়াং সি কিয়াং
◧ ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন দ্বীপ অবস্থিত ?
Ans:- পাম্বাম
◧ প্রোটন কে আবিষ্কার করেন ?
Ans:- রাদারফোর্ড
◧ গ্যালেনা কোন ধাতুর আকরিক ?
Ans:- সীসা
◧ সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কি গ্যাস থাকে ?
Ans:- নাইট্রোজেন
◧ উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি ?
Ans:- তিস্তা
◧ বিশ্ব জল দিবস কবে পালিত হয় ?
Ans:- ২২শে মার্চ
◧ পডজল মৃত্তিকার রাসায়নিক বৈশিষ্ট্য হল -
Ans:- অম্লধর্মী
◧ প্রথম বিশ্বকাপ ক্রিকেট কত সালে অনুষ্ঠিত হয় ?
Ans:- ১৯৭৫ সালে
◧ প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা কত ?
Ans:- ৪,২৮০ মিটার
◧ ফরাসি ওপেন কত সালে শুরু হয় ?
Ans:- ১৮৯১ সালে
◧ ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ?
Ans:- গুজরাট
◧ ভারতের ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রবর্তক কে ?
Ans:- তিতুমীর
◧ বৌদ্ধস্তূপ বরবুদুর কোথায় অবস্থিত ?
Ans:- জাভা, ইন্দোনেশিয়া
◧ বৃহত্তর ভারত নামে পরিচিত -
Ans:- দক্ষিণ-পূর্ব এশিয়া
◧ লিচ্ছবি দৌহিত্র কার নাম ?
Ans:- সমুদ্রগুপ্ত
◧ বিক্রম ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
Ans:- তবলা
◧ বরমুলা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত ?
Ans:- জম্মু ও কাশ্মীর
◧ কৃষ্ণরাজ সাগর ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans:- কর্ণাটক
◧ লন টেনিস খেলার মাঠকে কি বলে ?
Ans:- কোর্ট
◧ তালাকটোরা স্পোর্টস স্টেডিয়াম কোন শহরে অবস্থিত ?
Ans:- দিল্লী
◧ ম্যালেট কথাটি কোন খেলার সাথে যুক্ত ?
Ans:- পোলো
◧ থিয়েন বাঁধ কোন রাজ্যে দেখা যায় ?
Ans:- পাঞ্জাব
◧ জোঁকের চলন প্রক্রিয়াকে কি বলা হয় ?
Ans:- লুপিং
◧ দৈনিক টেলিগ্রাফ কবে প্রথম প্রকাশিত হয়েছিল ?
Ans:- ১৮৮৫ সালে
◧ মগধের প্রাচীনতম রাজধানী কি ছিল ?
Ans:- রাজগির
◧ মাদার অব অল গেম কোন খেলাকে বলা হয় ?
Ans:- জিমনাস্টিক
◧ জুভেনিস কার ছদ্মনাম ?
Ans:- ডিরোজিও
◧ পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
Ans:- জিন্দাগারা
◧ জয়লক্ষ্মী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
Ans:- টেবিল টেনিস
◧ দিল্লীতে সুলতানি শাসন কবে প্রতিষ্ঠিত হয় ?
Ans:- ১২০৬ সালে
◧ PVC এর সম্পূর্ণ নাম কি ?
Ans:- পলি ভিনাইল ক্লোরাইড
◧ এক্সরে কে আবিষ্কার করেন ?
Ans:- উইলহেম রন্টজেন
আরও পড়ুন - জেল পুলিশ স্পেশাল কম্পিউটার প্রশ্ন উত্তর
আরও পড়ুন - পশ্চিমবঙ্গ জেল পুলিশ গণিত মক টেস্ট
No comments:
Post a Comment