Breaking




Saturday, 19 August 2023

জেল পুলিশ স্পেশাল কম্পিউটার প্রশ্ন উত্তর PDF

জেল পুলিশ স্পেশাল কম্পিউটার প্রশ্ন উত্তর PDF || Jail Police Special Computer Question Answers PDF

জেল পুলিশ কম্পিউটার প্রশ্ন উত্তর PDF
জেল পুলিশ কম্পিউটার প্রশ্ন উত্তর PDF
নমস্কার বন্ধুরা,
তোমরা যারা জেল পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো, আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি- পশ্চিমবঙ্গ জেল পুলিশ কম্পিউটার প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে থাকছে কিছু কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন উত্তর যে প্রশ্ন গুলি উক্ত পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে। আমরা সেই রকম প্রশ্ন গুলি বেছে বেছে দিয়েছি। 
তোমরা সকলেই জানি যে, উক্ত পরীক্ষায় কম্পিউটার সম্পর্কিত ১০টি প্রশ্ন থাকবে। তাই তোমরা অন্যান্য বিষয় গুলির মতো এই বিষয়টিকেও খুব ভালোভাবে প্র্যাকটিস করো। আমরা সেই জন্য আজকের পোস্টটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাতে তোমরা হাতের সামনে সমস্থ কিছু খুব তাড়াতাড়ি পেয়ে যাও। 

জেল পুলিশ কম্পিউটার প্রশ্ন উত্তর 

EEPROM এর সম্পূর্ণ নাম কি ? 
উত্তরঃ- Electronic Erasable Programmable Read Only Memory

 দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার আসে কত সালে  ?
উত্তরঃ- 1956 থেকে 1965 সালে

 দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার আসে কত সালে  ?
উত্তরঃ- 1956 থেকে 1965 সালে

 কোন প্রজন্মের কম্পিউটারের আকার সবচেয়ে বড় ?
উত্তরঃ- প্রথম প্রজন্ম

 সুইচিং ডিভাইস হিসাবে মাইক্রোপ্রসেসর কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হয় ?
উত্তরঃ- চতুৰ্থ প্ৰজন্ম

 কে প্রথম ENIAC ইলেকট্রিক কম্পিউটারের ডিজাইন করে ?
উত্তরঃ- J. Presper Eckert and John W Mauchly

 SHCIL এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ- মুম্বাই।

 কম্পিউটার বিজ্ঞানের জনক কাকে বলে ? 
উত্তরঃ- এলেন টার্ন।

 প্রথম কম্পিউটার প্রোগ্রামিং করা হয়েছিল কোন ল্যাঙ্গুয়েজে ?
উত্তরঃ- মেশিন ল্যাঙ্গুয়েজ।

 লাইট পেন কি ?
উত্তরঃ- অপটিক্যাল ইনপুট ডিভাইস।

 UNIVAC এর সম্পূর্ণ নাম কি ? 
উত্তরঃ- Universal Automatic Computer

জেল পুলিশ কম্পিউটার প্রশ্ন উত্তর PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name:  জেল পুলিশ কম্পিউটার প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  215 KB    


No comments:

Post a Comment