জেল পুলিশ প্রশ্ন উত্তর PDF || WB Jail Police Question Answer PDF
সুপ্রিয় বন্ধুরা,
তোমরা যারা এই বছর অনুষ্ঠিত হওয়া জেল পুলিশ পরীক্ষায় বসবে বলে ভাবছো, কেবলমাত্র তোমাদের জন্য আজকের এই পোস্টটি। যে পোস্টটিতে আমরা পশ্চিমবঙ্গ জেল পুলিশ প্রশ্ন উত্তর PDF আকারে দেওয়া আছে এবং যে প্রশ্ন গুলি তোমাদের উক্ত পরীক্ষার জন্য দারুন ভাবে কাজে আসবে বলে আশা করছি।
আজকে যে সমস্থ প্রশ্ন গুলি তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি, সেই প্রশ্ন গুলি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর অনুমোদন এর দ্বারা বেছে বেছে নেওয়া। তাই তোমরা উক্ত পরীক্ষার জিকে প্রশ্নের ধরন সম্পর্কে ধারনা তৈরি করতে এবং নিজেকে উক্ত পরীক্ষার জন্য প্রস্তুত করে তুলতে অবশ্যই প্রশ্ন গুলি মনোযোগ সহকারে দেখে নাও।
পশ্চিমবঙ্গ জেল পুলিশ প্রশ্ন উত্তর
❒ কত সালে নেতাজি সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে গৃহত্যাগ করেন ?
Ans:- ১৯৪১ সালে
❒ অল ইন্ডিয়া হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন কে ?
Ans:- মহাত্মা গান্ধী
❒ ৫৪তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কে ?
Ans:- সাহিত্যিক অমিতাভ ঘোষ
❒ বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় কোন অধিবেশনে ?
Ans:- লাহোর অধিবেশনে
❒ বাংলার মুকুটহীন রাজা বলা হয় কাকে ?
Ans:- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে
❒ নির্বাচন কমিশনের ক্ষমতা বর্ণিত রয়েছে কত নম্বর ধারায় ?
Ans:- ৩২৪ নং ধারায়
❒ ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
Ans:- সরোদ বাদ্যযন্ত্রের সঙ্গে
❒ ফ্যাট জাতীয় খাদ্যের একটি উৎসের নাম লেখো-
Ans:- বাদাম
❒ বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে ছিলেন ?
Ans:- লুইপা
❒ কাকে সামাজিক বিবর্তনবাদের জনক বলা হয় ?
Ans:- হার্বাট স্পেন্সরকে
❒ গ্রিনিচ মান মন্দির কোথায় অবস্থিত ?
Ans:- যুক্তরাজ্যে
❒ কোন দেশকে রুটির ঝুড়ি বলা হয় ?
Ans:- ইউক্রেনকে
❒ ধূমকেতুর লম্বা লেজটি কি দিয়ে তৈরি ?
Ans:- ধুলো
❒ কোন নদীর উপর দিয়ে আসোয়ান বাঁধ তৈরি করা হয়েছিল ?
Ans:- নীলনদ
❒ কোন গ্যাসটি ব্যাকটেরিয়া ধ্বংস করে থাকে ?
Ans:- ক্লোরিন
❒ কোথায় আলেকজান্ডারের মৃত্যু হয় ?
Ans:- ব্যাবিলনে
❒ ক্রিকেটে কবে থেকে হ্যাট্রিক প্রথা চালু হয় ?
Ans:- ১৮৫৮ সালে
❒ বেসবল কোন দেশের জাতিয় খেলা ?
Ans:- আমেরিকার
❒ জেমস বন্ড উপন্যাসের লেখক কে ?
Ans:- ইয়ান ফ্লেমিং
❒ ভাকরা বাঁধের উচ্চতা কত ?
Ans:- ২২৬ মিটার
❒ কোন ইউরোপিয়ান শহর সিটি অফ লাইট নামে পরিচিত ?
Ans:- প্যারিস
❒ প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি ?
Ans:- মার্ক-ওয়ান
❒ ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় ?
Ans:- সমুদ্রগুপ্তকে
❒ 'আয়ুর্বেদ দীপিকা' গ্রন্থের লেখক কে ?
Ans:- চক্রপানি দত্ত
❒ আকবরের সভাকবি বীরবলের পূর্বনাম কি ছিল ?
Ans:- মহেশ দাস
❒ কচ্ছের রাণ অঞ্চলে কোন দুর্লভ প্রাণী পাওয়া যায় ?
Ans:- বুনো গাধা
❒ কোন ভারতীয় স্মৃতিসৌধের উপর দিয়ে উড়ান নিষিদ্ধ ?
Ans:- তাজমহল
❒ আলোকবর্ষ কীসের একক ?
Ans:- মহাজাগতিক দূরত্ব পরিমাপের
❒ সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
Ans:- খিজির খান
❒ ইরানের পূর্বনাম কি ছিল ?
Ans:- পারস্য
❒ লিভারপুল কোন নদীর তীরে অবস্থিত ?
Ans:- মার্সি
❒ কোন প্রাণীর শ্বাসরঞ্জক রক্তরসে থাকে ?
Ans:- চিংড়ির
পশ্চিমবঙ্গ জেল পুলিশ প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: পশ্চিমবঙ্গ জেল পুলিশ প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 3
File Size: 237 KB
No comments:
Post a Comment