Breaking




Tuesday, 1 August 2023

ভারতের রাজ্য ভিত্তিক কয়লাখনি তালিকা PDF

ভারতের রাজ্য ভিত্তিক কয়লাখনি তালিকা PDF || List of Coal Mines in India Bengali PDF

ভারতের রাজ্য ভিত্তিক কয়লাখনি তালিকা PDF
ভারতের রাজ্য ভিত্তিক কয়লাখনি তালিকা PDF
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের ভারতের বিভিন্ন কয়লাখনি তালিকা PDF এই পোস্টটি খুব সুন্দর ভাবে তালিকা এবং প্রশ্ন উত্তর কারে শেয়ার করলাম। যে পোস্টটির মধ্যে থাকছে কয়লাখনি গুলির নাম এবং অবস্থান। যে তথ্য গুলি পড়লে আশাকরছি তোমাদের দারুন ভাবে কাজে আসবে। কেনোনা আমরা দেখেছি বেশিরভাগ চাকরীর পরীক্ষায় এই টপিকটি প্রশ্ন হামেসাই পড়ে। 
তাই যেহেতু এই টপিকটি থেকে প্রশ্ন আশে সেহাতু এই টপিকটি একটু ভালোভাবে দেখে রাখা উচিৎ। 

ভারতের রাজ্য ভিত্তিক কয়লাখনি তালিকা

রাজ্য কয়লাখনি
পশ্চিমবঙ্গ রাণীগঞ্জ, চিনাকুড়ি
ওড়িশা তালচের, হিমগিরি, রামপুর
অন্ধ্রপ্রদেশ সিংগারেনি, কাঁটাপাল্লি
মধ্যপ্রদেশ সিংরাউলি, সোহাগপুর, জোহিলা, উমারিয়া, সাতপুরা
আসাম জয়পুর, মাকুম, নাজিরা, জাঞ্জি, লেডো
ছত্তিশগড় কোরবা, বিশরামপুর, ঝিলমিল, রায়গড়
মহারাষ্ট্র ওয়ার্ধা, কাম্পতি, বল্লারপুর
মেঘালয় উমরালঙ, লাংরিন
ঝাড়খণ্ড ঝরিয়া, ধানবাদ, ডালটনগঞ্জ, করণপুরা, গিরিডি, রামগড়

ভারতের বিভিন্ন কয়লাখনি প্রশ্ন উত্তর

 ভারতের প্রাচীনতম কয়লাখনি কোনটি ?
Ans:- রাণীগঞ্জ

 কয়লা উত্তোলনে ভারতে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে ? 
Ans:- ছত্তিশগড়

 কয়লা উত্তোলনে পশ্চিমবঙ্গ কততম স্থান অধিকার করেছে ?
Ans:- সপ্তম

 কয়লা উৎপাদনে ভারতের স্থান কত ?
Ans:- দ্বিতীয়

 কয়লা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
Ans:- চীন 

 ভারতের বৃহত্তম কয়লাখনি অঞ্চল কোনটি ?
Ans:- ঝরিয়া 

 ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক ?
Ans:- ঝাড়খণ্ড

 রাণীগঞ্জ কয়লা খনি কোথায় অবস্থিত ?
Ans:- পশ্চিমবঙ্গ

 চিনাকুড়ি কয়লা খনি কোথায় অবস্থিত ?
Ans:- পশ্চিমবঙ্গ

 তালচের কয়লা খনি কোথায় অবস্থিত ?
Ans:- ওড়িশা

 হিমগিরি কয়লা খনি কোথায় অবস্থিত ?
Ans:- ওড়িশা

 রামপুর কয়লা খনি কোথায় অবস্থিত ?
Ans:- ওড়িশা

 সিংগারেনি কয়লা খনি কোথায় অবস্থিত ?
Ans:- অন্ধ্রপ্রদেশ

 কাঁটাপাল্লি কয়লা খনি কোথায় অবস্থিত ?
Ans:- অন্ধ্রপ্রদেশ

 সিংরাউলি কয়লা খনি কোথায় অবস্থিত ?
Ans:- মধ্যপ্রদেশ

 সোহাগপুর কয়লা খনি কোথায় অবস্থিত ?
Ans:- মধ্যপ্রদেশ

 জোহিলা কয়লা খনি কোথায় অবস্থিত ?
Ans:- মধ্যপ্রদেশ

 উমারিয়া কয়লা খনি কোথায় অবস্থিত ?
Ans:- মধ্যপ্রদেশ

 সাতপুরা কয়লা খনি কোথায় অবস্থিত ?
Ans:- মধ্যপ্রদেশ

 জয়পুর কয়লা খনি কোথায় অবস্থিত ?
Ans:- আসাম

 মাকুম কয়লা খনি কোথায় অবস্থিত ?
Ans:- আসাম

 নাজিরা কয়লা খনি কোথায় অবস্থিত ?
Ans:- আসাম

 জাঞ্জি কয়লা খনি কোথায় অবস্থিত ?
Ans:- আসাম

 লেডো কয়লা খনি কোথায় অবস্থিত ?
Ans:- আসাম

 কোরবা কয়লা খনি কোথায় অবস্থিত ?
Ans:- ছত্তিশগড়

 বিশরামপুর কয়লা খনি কোথায় অবস্থিত ?
Ans:- ছত্তিশগড়

 ঝিলমিল কয়লা খনি কোথায় অবস্থিত ?
Ans:- ছত্তিশগড়

 রায়গড় কয়লা খনি কোথায় অবস্থিত ?
Ans:- ছত্তিশগড়

 ওয়ার্ধা কয়লা খনি কোথায় অবস্থিত ?
Ans:- মহারাষ্ট্র

 কাম্পতি কয়লা খনি কোথায় অবস্থিত ?
Ans:- মহারাষ্ট্র

 বল্লারপুর কয়লা খনি কোথায় অবস্থিত ?
Ans:- মহারাষ্ট্র

 উমরালঙ কয়লা খনি কোথায় অবস্থিত ?
Ans:- মেঘালয়

 লাংরিন কয়লা খনি কোথায় অবস্থিত ?
Ans:- মেঘালয়

 ঝরিয়া কয়লা খনি কোথায় অবস্থিত ?
Ans:- ঝাড়খণ্ড

 ধানবাদ কয়লা খনি কোথায় অবস্থিত ?
Ans:- ঝাড়খণ্ড

 ডালটনগঞ্জ কয়লা খনি কোথায় অবস্থিত ?
Ans:- ঝাড়খণ্ড

 করণপুরা কয়লা খনি কোথায় অবস্থিত ?
Ans:- ঝাড়খণ্ড

 গিরিডি কয়লা খনি কোথায় অবস্থিত ?
Ans:- ঝাড়খণ্ড

রামগড় কয়লা খনি কোথায় অবস্থিত ?
Ans:- ঝাড়খণ্ড

ভারতের রাজ্য ভিত্তিক কয়লাখনি তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Name: ভারতের রাজ্য ভিত্তিক কয়লাখনি তালিকা

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  167 KB


No comments:

Post a Comment