Breaking




Saturday, 8 June 2024

১০০+ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর পর্ব-০১ | 100+ General Knowledge Proshno Uttor Bangla Pdf Part-01

১০০+ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর | 100+ General Knowledge Proshno Uttor Bangla Pdf Part-01

১০০+ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর পর্ব-০১
১০০+ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর পর্ব-০১
নমস্কার বন্ধুরা,
আমরা আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ PDF শেয়ার করতে চলেছি, বন্ধুরা আজকের PDF হল সাধারণ জ্ঞানের উপর ১০০টি বাছাই করা প্রশ্ন উত্তর, যা তোমাদের সমস্থ রকম প্রতিযোগীতা পরীক্ষার ক্ষেত্রে এবং নিজেদের জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে বিশেষভাবে কাজে আসতে চলেছে। আজকের দেওয়া প্রশ্ন গুলি আমরা বিভিন্ন চাকরির পরীক্ষার বিগত সালের প্রশ্নপত্র থেকে বেছে বেছে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশাকরছি প্রশ্ন গুলি তোমাদের অবশ্যই কাজে আসবে এবং তোমরা উপকৃত হবে।
সুতরাং বন্ধুরা আর কোনো রকম সময় নষ্ট না করে নীচের প্রশ্ন গুলি মন দিয়ে পড়ে নিয়ে সম্পূর্ণ PDF টি সংগ্রহ করে নাও।

সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর

০১. পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি ?
Ans :-  মাছরাঙ্গা

০২. পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি ?
Ans :- ভুটান

০৩. পশ্চিমবঙ্গের মোট কতগুলি জেলা রয়েছে ?
Ans :- ২৩ টি

০৪. দামোদর নদকে আগে কি বলা হত ?
Ans :-  বাংলার দুঃখ

০৫. পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের বৃহত্তম বিভাগ কোনটি ?
Ans :-  গঙ্গা বদ্বীপ সমভূমি

০৬. দিয়ারা সমভূমি কোন জেলায় অবস্থিত ?
Ans :- মালদা জেলায়

০৭. পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প কোনটি ?
Ans :- তাঁত শিল্প

০৮. কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় ?
Ans :- আমেদাবাদ

০৯. ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় ?
Ans :- পশ্চিমবঙ্গের বিষড়ায়

১০. পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায় ?
Ans :- রানীগঞ্জে

১১. পশ্চিমবঙ্গের কোন জেলায় রাবার চাষ হয় ?
Ans :- জলপাইগুড়ি

১২. ভারতের প্রথম কোন বাঙালি নোবেল পুরস্কার পান ?
Ans :- রবীন্দ্রনাথ ঠাকুর

১৩. বসুন্ধরা দিবস কবে পালিত হয় ?
Ans :- ২১শে এপ্রিল

১৪. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় ?
Ans :- ৫ জুন

১৫. বর্তমানে ভারতের মোট অভয়ারণ্য সংখ্যা কয়টি ?
Ans :- ৫৩৭ টি

১৬. বর্তমানে ভারতে মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে ?
Ans :- ৯৭ টি

১৭. কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত ?
Ans :- অসমে

১৮. ‘Indian Tiger project’— কবে চালু হয় ?
Ans :- ১৯৭৩ সালে

১৯. বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় ?
Ans :- ২১ শে মার্চ

২০. পশ্চিমবঙ্গে মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে ?
Ans :- ৬ টি

২১. সিঙ্গালিলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
Ans :- পশ্চিমবঙ্গে

২২. গোরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
Ans :- পশ্চিমবঙ্গে

২৩. পশ্চিমবঙ্গে কতগুলি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে ?
Ans :- ১৫ টি

২৪. সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
Ans :- পশ্চিমবঙ্গে

২৫. বারবার অরণ্য সংরক্ষণ আইন কত সালে পাশ হয় ?
Ans :- ১৯৮০ সালে

২৬. কত সালে সুন্দরবনকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয় ?
Ans :- ১৮৭৫ সালে

২৭. কত সালে সুন্দরবনের জন্য প্রথম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণীত হয় ?
Ans :- ১৮৯২ সালে

২৮. পশ্চিমবঙ্গের খনিজ ভান্ডার কোনটি ?
Ans :- পশ্চিমবঙ্গের মালভূমি

২৯. কত সালে বাংলাদেশের জাতীয় বননীতি প্রণীত হয় ?
Ans :- ১৯৭৯ সালে

৩০. বল্লভপুর বন্যপ্রাণ অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
Ans :- পশ্চিমবঙ্গে

৩১. দ্বারকেশ্বর নদীর উপনদী কোনটি ?
Ans :- গন্ধেশ্বরী নদী

৩২. পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি ?
Ans :-  বাংলা

৩৩. পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম কি ?
Ans :- ছাতিম

৩৪. পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি ?
Ans :-  মেছো বিড়াল

৩৫. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি ?
Ans :-  কলকাতা

৩৬. পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত ?
Ans :-  বঙ্গোপসাগর

৩৭. সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায় ?
Ans :-  ১৯৮৭ সালে

৩৮. আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালিত হয় ?
Ans :-  ১৫ মে

৩৯. ভারতের জীব বৈচিত্র আইন প্রণীত হয় কত সালে ?
Ans :-  ২০০২ সালে

৪০. বক্সা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
Ans :-  পশ্চিমবঙ্গ

৪১. ‘Valley of Flowers’—কোথায় অবস্থিত ?
Ans :-  উত্তরাখান্ড

৪২. ভারতবর্ষের ‘Wild life Protection Society of India’— কত সালে প্রতিষ্ঠিত হয় ?
Ans :-  ১৯৯৪ সালে

৪৩. ‘ফরেস্ট প্রোডাক্ট ল্যাবরেটরিজ’— কবে প্রতিষ্ঠিত করা হয় ?
Ans :-  ১৯৫৫ সালে

৪৪. নকরেক জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
Ans :- মেঘালয়

৪৫. পশ্চিমবঙ্গ রাজ্য কত সালে প্রতিষ্ঠিত হয় ?
Ans :-  ১৯৪৭ সালে

৪৬. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় অবস্থিত ?
Ans :-  সুন্দরবনে

৪৭. কাহনা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
Ans :-  মধ্যপ্রদেশ

৪৮. পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি ?
Ans :- বাংলাদেশ

৪৯. পশ্চিমবঙ্গের বেশিরভাগ কি দ্বারা বেষ্টিত ?
Ans :- স্থল ভাগ

৫০. পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি ?
Ans :- দক্ষিণ 24 পরগনা

৫১. ভারতের শস্যাগার কোন রাজ্যকে বলা হয় ?
Ans :- পাঞ্জাব

৫২. আমেরিকা কবে স্বাধীনতা লাভ করে ?
Ans :- ৪ জুলাই ১৭৭৬ সালে

৫৩. মুকুরুথি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
Ans :- তামিলনাড়ু

৫৪. তত্ত্ববোধিনী সভা গঠন করেছিলেন ?
Ans :- দেবেন্দ্রনাথ ঠাকুর

৫৫. তিন আইন কবে পাস হয় ?
Ans :- ১৮৭২ সালে

৫৬. তেভাগা আন্দোলনের সঙ্গে দুজন নেতার নাম করো ?
Ans :- গুরুদাস তালুকদার ও চারু মজুমদার

৫৭. তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত একজন মহিলা নেত্রীর নাম লেখো ?
Ans :- বিমলা মন্ডল

৫৮. জাস্টিস পার্টি কবে গঠন করা হয় ?
Ans :- ১৯১৬ সালে

৫৯. জীবনের জলসাঘর গ্রন্থটির লেখক কে ?
Ans :- মান্না দে

৬০. জীবনের ঝরাপাতা প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় ?
Ans :- দেশ পত্রিকায়

৬১. জীবনের ঝরাপাতা রচনা করেন ?
Ans :- সরলাদেবী চৌধুরানী

৬২. ঝাঁসির রানি রেজিমেন্ট কবে গঠিত হয় ?
Ans :- ১৯৪৩ সালে।

৬৩. ডিরোজিয়োর অনুগামীদের বলা হত ?
Ans :- নব্যবঙ্গীয় গোষ্ঠী

৬৪. ঢাকায় তৈরি হওয়া হেমচন্দ্র ঘোষের দলটির নাম কি ?
Ans :- মুক্তি সংঘ

৬৫. রেল লাইনে দুটি পাতের মাঝে ফাঁক রাখা হয় কারণ ?
Ans :- তাপ বৃদ্ধির ফলে প্রসারিত হয়ে যেন বেঁকে না যায়

৬৬. ঐতিহাসিক চন্দ্রগিরি দূর্গ অবস্থিত ?
Ans :- অন্ধ্রপ্রদেশে

৬৭. বেদের কোন অংশ আংশিক গদ্য ও গদ্যের মতো ?
Ans :- যজুর্বেদ

৬৮. পশ্চিমবঙ্গের গড় বার্ষিক বৃষ্টিপাত ?
Ans :- ১৭৫ সেমি

৬৯. হীরে বা সোনার ভর মাপতে যে একক ব্যবহৃত হয় ?
Ans :- ক্যারাট

৭০. এশিয়ান গেমস প্রথম শুরু হয়েছিল ?
Ans :- ১৯৫১ সালে

৭১. প্রানীদেহের দীর্ঘতম কোষ কোনটি ?
Ans :- স্নায়ু কোষ

৭২. বেতোয়া কোন নদীর উপনদী ?
Ans :- যমুনা

৭৩. বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা কে ?
Ans :- প্রফুল্ল চন্দ্র রায়

৭৪. স্মৃতি বন্ধানা কোন খেলার সাথে যুক্ত ?
Ans :- ক্রিকেট

৭৫. পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী কোনটি ?
Ans :- আন্দিজ

৭৬. ভারতে খনিজ তেল উৎপাদন বেশি হয় কোথায় ?
Ans :- গুজরাট

৭৭. সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত আছে ?
Ans :- সাঁওতাল বিদ্রোহ

৭৮. কোন রাজ্যে সর্বাধিক বন্দর আছে ?
Ans :- মহারাষ্ট্র

৭৯. বীরবল ছদ্মনামে কে পরিচিত ?
Ans :- প্রথম চৌধুরী

৮০. কার ঘোড়ার নাম ছিল চেতক ?
Ans :- রানা প্রতাপ সিং

৮১. ফুল তার কার ছদ্মনাম ?
Ans :- প্রীতিলতা ওয়াদ্দেদার

৮২. বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ?
Ans :- মদন মোহন মালব্য

৮৩. রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহার করা হয় ?
Ans :- তরল হাইড্রোজেন

৮৪. ভারতের কোন রাজ্যে কে " সুমদ্রের দান " বলা হয় ?
Ans :- কেরলের রাজ্যকে

৮৫. নারীমুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয় ?
Ans :- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে

৮৬. নীল বিদ্রোহের ছবি ফুটে উঠেছে ?
Ans :- নীলদর্পণ নাটকে

৮৭. পাবনা জেলার ইতিহাস কে রচনা করেন ?
Ans :- রাধারমন সাহা

৮৮. ঝাসির রানি রেজিমেন্ট কবে গঠিত হয় ?
Ans :- ১৯৪৩ সালে

৮৯. পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাসাগরের নাম কী ?
Ans :- সুমেরু মহাসাগর বা উত্তর মহাসাগর

৯০. মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত ?
Ans :- বীরভূম জেলায়

৯১. বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় কবে ?
Ans :- ১৭৯২ সালে

৯২. বিধবা বিবাহ আইন পাস হয়েছিল ?
Ans :- ২৬ শে জুলাই ১৮৫৬ সালে

৯৩. বিপ্লব শব্দের অর্থ হল ?
Ans :- আমূল পরিবর্তন

৯৪. মাধ্যাকর্ষণ শক্তির সূত্র কে আবিষ্কার করেন ?
Ans :- নিউটন

৯৫. গনতন্ত্রের জনক কাকে বলা হয় ?
Ans :- অ্যারিস্টটল কে

৯৬. ভারতীয় গনতন্ত্রের জনক কাকে বলা হয় ?
Ans :-  ড. বি. আর. আম্বেদকর

৯৭. নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন ?
Ans :-  মহাপদ্মনন্দ

৯৮. নতুন সংসদ ভবনের ডিজাইন কে তৈরি করেন ?
Ans :- HCP ( গুজরাটের একটি ফার্ম )

৯৯. কোন শহরের সিটি চক এর নাম পাল্টে ভারত মাতা চক নাম রাখা হয়েছে ?
Ans :- জম্মু

১০০. ২০২২ সালে T-20 বিশ্বকাপ ক্রিকেট ( পুরুষ ) কোথায় অনুষ্ঠিত হবে ?
Ans :- উত্তর-অস্ট্রেলিয়া

১০০+ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: ১০০+ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  05

File Size:  274 KB

Download Link :     

No comments:

Post a Comment