বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম PDF | List of excretory organs of animals in bengali
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। আজকের সেই গুরুত্বপূর্ণ টপিকটি হল বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম তালিকা PDF যা তোমাদের সমস্থ রকম পরীক্ষার ক্ষেত্রে বিশেষভাবে কাজে আসবে। কারন আমরা সকলেই জানি যে এই টপিকটি থেকে প্রতিটি পরীক্ষায় প্রশ্ন একটা থাকবেই।
তাই বন্ধুরা আমাদের প্রধান কাজ হল, নীচের প্রশ্ন গুলি ভালোভাবে পড়ে নিয়ে এই PDF-টি সংগ্রহ করে নাও। যাতে তোমরা পরবর্তী সময়ে অফলাইনে পড়তে পারো।
বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম সমূহ
◕ অ্যামিবার রেচন অঙ্গের নাম কি ?
Ans :: সংকোচী গহ্বর
◕ কেঁচোর রেচন অঙ্গের নাম কি ?
Ans :: নেফ্রিডিয়া
◕ চিংড়ি রেচন অঙ্গের নাম কি ?
Ans :: সবুজ গ্রন্থি
◕ মাকড়শার রেচন অঙ্গের নাম কি ?
Ans :: কক্সাল গ্রন্থি
◕ ফিতাকৃমির রেচন অঙ্গের নাম কি ?
Ans :: ফ্লেম কোষ
◕ অ্যাসকারিসর রেচন অঙ্গের নাম কি ?
Ans :: রেনেট কোষ
◕ প্লানেরিয়ার রেচন অঙ্গের নাম কি ?
Ans :: ফ্লেম কোষ
◕ জোঁকের রেচন অঙ্গের নাম কি ?
Ans :: নেফ্রিডিয়া
◕ অ্যাম্ফিঅক্সাসর রেচন অঙ্গের নাম কি ?
Ans :: সোলোনোসাইট
◕ কাঁকড়া বিছের রেচন অঙ্গের নাম কি ?
Ans :: কক্সাল গ্রন্থি
◕ আরশোলার রেচন অঙ্গের নাম কি ?
Ans ::ম্যালপিজিয়ান নালিকা
◕ গঙ্গা ফড়িং-এর রেচন অঙ্গের নাম কি ?
Ans :: ম্যালপিজিয়ান নালিকা
◕ সরীসৃপ প্রাণীর রেচন অঙ্গের নাম কি ?
Ans :: ফুসফুস, মেটানেফ্রস, বহিঃকঙ্কাল নির্মোচন
◕ মানুষের রেচন অঙ্গের নাম কি ?
Ans :: ফুসফুস, ত্বক, যকৃৎ, বৃক্ক
◕ পাখির রেচন অঙ্গের নাম কি ?
Ans :: ফুসফুস, মেটানেফ্রস
◕ ব্যাঙের রেচন অঙ্গের নাম কি ?
Ans :: ফুসফুস, মেগোনেফ্রস
◕ মাছের রেচন অঙ্গের নাম কি ?
Ans :: ফুলকা
◕ হাইড্রার রেচন অঙ্গের নাম কি ?
Ans :: দেহতল
◕ শামুকের রেচন অঙ্গের নাম কি ?
Ans :: বোজেনাসের অঙ্গ
◕ কয়েক প্রকার লোমাস্কা পর্ব ভুক্ত প্রাণীদের রেচন অঙ্গের নাম কি ?
Ans :: বৃক্ক
◕ স্পঞ্জের রেচন অঙ্গের নাম কি ?
Ans :: দেহতল
◕ তারামাছের রেচন অঙ্গের নাম কি ?
Ans :: অ্যামিবোসাইট কোষ
◕ ঝিনুকের রেচন অঙ্গের নাম কি ?
Ans :: কেবারের অঙ্গ
বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন
File Details ::
File Name: বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম
File Format: PDF
No. of Pages: 01
File Size: 144 KB
No comments:
Post a Comment