বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের নাম PDF | List of Respiratory Organs of Animals In Bengali
![]() |
বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের নাম PDF |
ডিয়ার স্টুডেন্ট,
তোমরা আজকে জানতে চলেছো বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের নাম তালিকা PDF-টি। যে PDF-টির মধ্যে থাকছে একগুচ্ছো প্রাণীর নাম এবং তাঁদের শ্বাস অঙ্গের নাম। এই টপিকটি একটি অন্যতম একটি টপিক সমস্থ রকম চাকরীর পরীক্ষা গুলির ক্ষেত্রে।
তাই তোমরা তাড়াতাড়ি করে নীচের দেওয়া প্রশ্ন আকারে বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের নাম গুলি পড়ে নাও এবং নিজেকে এই সমস্থ ছোটো ছোটো টপিক গুলি সম্পর্কে অবগত রাখো।
বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের নাম
✾ জোঁকের শ্বাস অঙ্গের নাম কি ?
➠ দেহত্বক
✾ স্পঞ্জের শ্বাস অঙ্গের নাম কি ?
➠ দেহতল
✾ কেঁচোর শ্বাস অঙ্গের নাম কি ?
➠ দেহত্বক
✾ হাইড্রার শ্বাস অঙ্গের নাম কি ?
➠ দেহতল
✾ মাছের শ্বাস অঙ্গের নাম কি ?
➠ ফুলকা
✾ ঝিনুকের শ্বাস অঙ্গের নাম কি ?
➠ ফুলকা ও ম্যান্টল পর্দা
✾ মানুষের শ্বাস অঙ্গের নাম কি ?
➠ ফুসফুস
✾ বাদুড়ের শ্বাস অঙ্গের নাম কি ?
➠ ফুসফুস
✾ কাকের শ্বাস অঙ্গের নাম কি ?
➠ ফুসফুস
✾ টিকটিকির শ্বাস অঙ্গের নাম কি ?
➠ ফুসফুস
✾ সাপের শ্বাস অঙ্গের নাম কি ?
➠ ফুসফুস
✾ তিমির শ্বাস অঙ্গের নাম কি ?
➠ ফুসফুস
✾ গিরগিটির শ্বাস অঙ্গের নাম কি ?
➠ ফুসফুস
✾ পায়রার শ্বাস অঙ্গের নাম কি ?
➠ ফুসফুস
✾ ব্যাঙের শ্বাস অঙ্গের নাম কি ?
➠ ফুসফুস, ভিজে ত্বক, মুখবিবর ও গলবিলীয় মিউকাস পর্দা
✾ ব্যাঙাচির শ্বাস অঙ্গের নাম কি ?
➠ বহিঃফুলকা ও অন্তঃফুলকা
✾ শামুকের শ্বাস অঙ্গের নাম কি ?
➠ ফুলকা ও ম্যান্টল পর্দা
✾ প্যারামিসিয়ামের শ্বাস অঙ্গের নাম কি ?
সংকোচিত গহ্বর
✾ অ্যামিবার শ্বাস অঙ্গের নাম কি ?
➠ সংকোচিত গহ্বর
✾ মাকড়শার শ্বাস অঙ্গের নাম কি ?
➠ বুক লাং
✾ লিমিউলাসের শ্বাস অঙ্গের নাম কি ?
➠ বুক গিল
✾ সমুদ্র শসার শ্বাস অঙ্গের নাম কি ?
রেসপিরেটরিট্রিপ শ্বাসবৃক্ষ
✾ জিওল মাছের শ্বাস অঙ্গের নাম কি ?
➠ ফুলকা ও অতিরিক্ত শ্বাসযন্ত্র
✾ আরশোলার শ্বাস অঙ্গের নাম কি ?
➠ ট্রাকিয়া
✾ চিংড়ির শ্বাস অঙ্গের নাম কি ?
➠ বুক গিল
✾ কাঁকড়া বিছের শ্বাস অঙ্গের নাম কি ?
➠ বুক লাং
✾ ফড়িং-এর শ্বাস অঙ্গের নাম কি ?
➠ ট্রাকিয়া
বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গ PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের নাম
File Format: PDF
No. of Pages: 01
File Size: 115 KB
No comments:
Post a Comment