ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || President of India Question Answers PDF
নমস্কার বন্ধুরা,
আজ আমরা তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি, ভারতের রাষ্ট্রপতি প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি নিয়ে। যে পোস্টটির মধ্যে আমরা রাষ্ট্রপতি সম্পর্কিত কিছু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, যে প্রশ্ন গুলি তোমাদের ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে একটি সম্পূর্ণ ধারনা তৈরি করতে সাহায্য করে এবং এর পাশাপাশি আগত সকল চাকরীর পরীক্ষা গুলিতে আশা এই টপিকের প্রশ্ন গুলির উত্তর দিতেও সাহায্য করবে।
সুতরাং এর দেরি না করে অবিলম্বে নীচে দেওয়া রাষ্ট্রপতি সম্পর্কিত প্রশ্ন উত্তর গুলি খুব ভালোভাবে মুখস্ত করে নাও এবং PDF-টি সংগ্রহ করে রাখতে পারো যাতে যে কোন সময়ে চটজলদি দেখে নিতে পারো।
ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত প্রশ্ন উত্তর
❏ ভারতের রাষ্ট্রপতির পদটি ধারনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
Ans :: ব্রিটেন থেকে
❏ সংবিধানের কোন অধ্যায়ে রাষ্ট্রপতির পদটির উল্লেখ আছে ?
Ans :: পঞ্চম অধ্যায়
❏ রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন ?
Ans :: ভারতের রাষ্ট্রপতি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে পরোক্ষ ভোটের মাধ্যমে এক নির্বাচক সংস্থা কর্তৃক পরোক্ষ পদ্ধতিতে নির্বাচিত হন।
❏ রাষ্ট্রপতির নির্বাচক সংস্থার ধারনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
Ans :: মার্কিন যুক্ত রাষ্ট্র
❏ রাষ্ট্রপতির নির্বাচনের নির্বাচক সংস্থা কাদের নিয়ে গঠিত হয় ?
Ans :: নির্বাচিত MP ও MLA দের নিয়ে গঠিত হয়।
❏ রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
Ans :: আয়ারল্যান্ড
❏ সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়টি আলোচিত হয়েছে ?
Ans :: ৫৪ নং ও ৫৫ নং ধারায়
❏ ভারতের রাষ্ট্রপতির যোগ্যতা সম্পর্কে সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ আছে ?
Ans :: ৫৮ নং ধারায়
❏ ভারতের রাষ্ট্রপতি হতে কমপক্ষে কত বছর বয়স লাগে ?
Ans :: ৩৫ বছর।
❏ ভারতের রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেবার সময় কত টাকা জমা করতে হয় ?
Ans :: ১৫,০০০ টাকা
❏ রাষ্ট্রপতি কার কাছে মনোনয়ন পত্র পেশ করেন ?
Ans :: লোকসভার সচিব
❏ রাষ্ট্রপতির মনোনয়ন পত্র কতজন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত হতে হয় ?
Ans :: ৫০ জন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত হতে হয়
❏ রাষ্ট্রপতির মনোনয়ন পত্র কতজন নির্বাচকের দ্বারা সমর্থিত হতে হয় ?
Ans :: অন্যান্য ৫০ জন নির্বাচকের দ্বারা সমর্থিত হতে হয়
❏ কোন কোন পরিস্থিতিতে রাষ্ট্রপতির পদ শূন্য হয় ?
Ans :: রাষ্ট্রপতি পদত্যাগ করলে বা মৃত্যু হলে এবং অপসারিত হলে রাষ্ট্রপতির পদ শূন্য হয়।
❏ রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ পত্র জমা দেন ?
Ans :: উপরাষ্ট্রপতি
❏ ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে অপসারিত হন ?
Ans :: ইমপিচমেন্ট পদ্ধতি
❏ ইমপিচমেন্ট পদ্ধতি সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে ?
Ans :: ৬১ নং ধারায়
❏ রাষ্ট্রপতির পদ শূন্য হলে কত দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয় ?
Ans :: ৬ মাসের মধ্যে
❏ রাষ্ট্রপতি অনুপস্থিতিতে তাঁর হয়ে কে দায়িত্ব পালন করেন ?
Ans :: উপরাষ্ট্রপতি
❏ বর্তমানের রাষ্ট্রপতির মাসিক বেতন কত ?
Ans :: ৫ লক্ষ টাকা
❏ ভারতের সাংবিধানিক প্রধান কে ?
Ans :: ভারতের রাষ্ট্রপতি ভারতের সাংবিধানিক প্রধান।
❏ ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয় ?
Ans :: রাষ্ট্রপতি
❏ রাষ্ট্রপতি ভারতের কিরূপ শাসক ?
Ans :: রাষ্ট্রপতি ভারতের নিয়মতান্ত্রিক বা নামসর্বস্ব শাসক।
❏ রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে ?
Ans :: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা তাঁর অনুপস্থিতিতে সুপ্রিমকোর্টের বয়োজ্যেষ্ঠ বিচারপতি শপথ বাক্য পাঠ করান।
❏ রাষ্ট্রপতি নির্বাচনে কোন অসংগতি দেখা দিলে চূড়ান্ত মতামত কে দেন ?
Ans :: সুপ্রিম কোর্টের মতামত চূড়ান্ত বলে বিবেচিত হয়।
❏ রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা কে হন ?
Ans :: রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হলেন প্রধানমন্ত্রী।
❏ রাষ্ট্রপতি কার পরামর্শ মেনে চলতে বাধ্য থাকেন ?
Ans :: মন্ত্রিপরিষদের
❏ কারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করলেও অপসারণে অংশগ্রহণ করেন না ?
Ans :: বিধানসভার সদস্য রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করলেও রাষ্ট্রপতির ইমপিচমেন্টে অংশগ্রহণ করেন না।
❏ ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
Ans :: ডঃ রাজেন্দ্র প্রসাদ
❏ কোন রাষ্ট্রপতি পরপর দুইবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন ?
Ans :: ডঃ রাজেন্দ্র প্রসাদ
❏ ভারতের প্রথম মুসলমান রাষ্ট্রপতি কে ছিলেন ?
Ans :: ড: জাকির হোসেন
❏ কোন রাষ্ট্রপতি তাঁর মেয়াদকালীন সময় মারা যান ?
Ans :: ড: জাকির হোসেন ও ফাকরুদ্দিন আলি আহমেদ
❏ ভারতের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কে ছিলেন ?
Ans :: এম. হিদুয়াতুল্লা
❏ ভারতের কোন বিচারপতি কার্যনির্বাহী রাষ্ট্রপতি হন ?
Ans :: বিচারপতি এম. হিদুয়াতুল্লা
❏ সর্বপ্রথম কোন উপরাষ্ট্রপতি পরবর্তীকালে রাষ্ট্রপতি হন ?
Ans :: ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ
❏ ভারতের প্রবীণতম রাষ্ট্রপতি কে ছিলেন ?
Ans :: কে. আর. নারায়ন
❏ ভারতের কনিষ্ঠতম রাষ্ট্রপতি কে ছিলেন ?
Ans :: এন. সঞ্জিবা রেড্ডি
❏ ভারতের কোন রাষ্ট্রপতি সর্বপ্রথম কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রাষ্ট্রপতি হয়েছিলেন ?
Ans :: এন. সঞ্জিবা রেড্ডি
❏ ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ?
Ans :: প্রতিভা পাটিল
❏ ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন ?
Ans :: প্রণব মুখার্জি
❏ ভারতের প্রথম অবিবাহিত রাষ্ট্রপতি কে ছিলেন ?
Ans :: A.P.J. আব্দুল কালাম
❏ ভারতের কোন রাষ্ট্রপতি ব্রিটিশ ভারতে জেল বন্দী ছিলেন ?
Ans :: R. ভেঙ্কটরামন
❏ ভারতের কোন রাষ্ট্রপতি পদ্মবিভূষণ ও ভারতরত্ন পেয়েছেন ?
Ans :: জাকির হোসেন
❏ প্রথম কে রাষ্ট্রপতি হবার আগে ভারতরত্ন পান ?
Ans :: ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ
❏ কতজন ব্যক্তি রাষ্ট্রপতি হবার আগে ভারতরত্ন পান ?
Ans :: তিনজন (রাধাকৃষ্ণান-১৯৫৪, জাকির হোসেন-১৯৬৩, A.P.J.A. কালাম-১৯৯৭)
❏ ভারতের স্বল্পকালীন রাষ্ট্রপতি কে ছিলেন ?
Ans :: জাকির হোসেন (১৯৬৭-৬৯)
❏ ভারতের কোন রাষ্ট্রপতি দ্বিতীয় পছন্দের ভোটে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন ?
Ans :: ভি ভি গিরি (১৯৬৯ সালে)
❏ জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান কে ?
Ans :: রাষ্ট্রপতি
❏ পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে ভাষণ দিতে পারেন ?
Ans :: রাষ্ট্রপতি
❏ রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন প্রতিনিধি মনোনয়ন করেন ?
Ans :: ১২ জনকে
❏ রাষ্ট্রপতি লোকসভায় কতজন প্রতিনিধি মনোনয়ন করতে পারেন ?
Ans :: ২ জন ইঙ্গ-ভারতীয়কে
❏ পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন কে অর্ডিন্যান্স জারি করতে পারেন ?
Ans :: রাষ্ট্রপতি
❏ রাস্ট্রপতির জারি করা অর্ডিন্যান্সের মেয়াদ কতদিন ?
Ans :: ৬ সপ্তাহ।
❏ অর্ডিন্যান্স কথার অর্থ কি ?
Ans :: বিশেষ আদেশ।
❏ অর্থ কমিশন কে গঠন করেন ?
Ans :: রাষ্ট্রপতি প্রতি পাঁচ বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন কেন্দ্র ও রাজ্য গুলির মধ্যে রাজস্ব বন্টনের জন্য।
❏ রাষ্ট্রপতি কোন কোন বিলে সম্মতি দিতে বাধ্য ?
Ans :: রাষ্ট্রপতি অর্থবিল এবং সংবিধান সংশোধনী বিলে সম্মতি দিতে বাধ্য থাকেন।
❏ কোন কোন বিল সংসদে উত্থাপিত হওয়ার পূর্বের রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন ?
Ans :: অর্থবিল ও অঙ্গরাজ্যের নাম/ সীমানা/ আয়তন পরিবর্তন সংক্রান্ত বিলগুলি সংসদে উত্থাপিত হওয়ার পূর্বে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন।
❏ রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ?
Ans :: ভারতের রাষ্ট্রপতি ৩ ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন।
❏ রাষ্ট্রপতি ঘোষিত জরুরি অবস্থা গুলি কি কি ?
Ans :: রাষ্ট্রপতি ৩ ধরনের জরুরি অবস্থা হল –
০১. জাতীয় জরুরি অবস্থা। (৩৫২ নং ধারা)
০২. রাজ্য সমূহের সাংবিধানিক অচলাবস্থা জনিত জরুরি অবস্থা। (৩৫৬ নংধারা)
০৩. আর্থিক জরুরি অবস্থা। (৩৬০ নং ধারা)
❏ ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত ?
Ans :: পাঁচ বছর।
❏ কিভাবে রাস্ট্রপতির মেয়াদ বৃদ্ধি করা যায় ?
Ans :: পার্লামেন্টের অনুমোদন ও নির্বাচন কমিশনের সুপারিশে রাষ্ট্রপতির মেয়াদ বৃদ্ধি করা যায়।
❏ পার্লামেন্টের অনুমোদনে রাষ্ট্রপতির মেয়াদ কতটা বৃদ্ধি করা যায় ?
Ans :: ১ বছর বৃদ্ধি করা যায়।
❏ নির্বাচন কমিশনের সুপারিশের রাষ্ট্রপতির মেয়াদ কতটা বৃদ্ধি করা যায় ?
Ans :: ৩ বছর বৃদ্ধি করা যায়।
❏ কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান প্রশাসক কে ?
Ans :: রাষ্ট্রপতি
ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো
File Details ::
File Name: ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 03
File Size: 239 KB
No comments:
Post a Comment