Breaking




Wednesday, 19 July 2023

পর্যায় সারণী সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF

পর্যায় সারণী সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF - Periodic Table Questions Answers PDF

পর্যায় সারণী সম্পর্কিত প্রশ্ন উত্তর
পর্যায় সারণী সম্পর্কিত প্রশ্ন উত্তর
নমস্কার বন্ধুরা,
তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি পদার্থ বিজ্ঞান বিষয়ের দারুন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। যে প্রশ্ন গুলি তোমাদের আগত সমস্থ রকম চাকরীর পরীক্ষা গুলির জন্য দারুন ভাবে কাজে আসবে। কারন আমরা যে সমস্থ প্রশ্ন গুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই প্রশ্ন গুলি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেবেলের বই গুলি থেকে বেছে বেছে নেওয়া। যাতে এই টপিকটি থেকে আশা প্রশ্ন গুলির উত্তর দিতে কোনরূপ সমস্যা না হয়। 
তাই তোমরা অবিলম্বে নীচের দেওয়া প্রশ্ন গুলি খুব মনোযোগ সহকারে দেখে নাও এবং যদি মনেহয় অবশ্যই PDF-টি সংগ্রহ করে নাও। আর যদি এইরকম প্রশ্ন আবার পেতে চাও অবহস্যই নীচের কমেন্ট বক্সে Next কথাটি লিখে দেবে।

পর্যায় সারণী সম্পর্কিত প্রশ্ন উত্তর 

◪ 51 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌল টি যে ব্লকে থাকবে তা হল ?
Ans- p ব্লক 

◪ ধর্ম গুলির মধ্যে কোনটি পর্যায় সারণির শ্রেণী বরাবর পরিবর্তিত হয় না ?
Ans- যোজক ইলেকট্রন

◪ কোনটির ইলেকট্রন বিন্যাসের ধাতব ধর্ম দেখা যায় ?
Ans- 2,8,8,2
  
◪ নিম্নলিখিত কোন গুলি বিরল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল ?
Ans- He, Ne, Ar, Kr, Xe, Rn

◪ নিষ্ক্রিয় গ্যাস গুলি কে পর্যায় সারণির 0 শ্রেণীতে রাখা বিপক্ষে যুক্তি হলো ?
Ans- নিষ্ক্রিয় গ্যাস গুলির প্রত্যেকেই বর্ণহীন গন্ধহীন রাসায়নিক ভাবে নিষ্ক্রিয় ও শূন্যযোজী

◪ পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় ?
Ans- সন্ধিগত মৌল

◪ A, B, C  তিনটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে Z-1, Z, Z-2 , B মৌলটি ক্ষার ধাতু ও পর্যায় সারণির তৃতীয় পর্যায়ে অবস্থান করে তথ্য গুলির মধ্যে কোনটি সঠিক ?
Ans- BC যৌগটি তড়িৎযোজী যৌগ

◪ প্রথম সন্ধিগত মৌল শ্রেণীর কোন মৌলটি প্রকৃত সন্ধিগত মৌল নয় ?
Ans- জিংক 

◪ Cu একটি সন্ধিগত মৌল কারণ ?
Ans- স্থায়ী জারণ অবস্থায় এর ইলেকট্রন বিন্যাসে অপূর্ণ d ইলেকট্রন থাকে

◪ যদি একটি মৌলের পারমাণবিক সংখ্যা 33 হয় তাহলে পর্যায় সারণীতে অবস্থান হবে ?
Ans- পঞ্চম গ্রুপে 

◪ আয়ন গুলির মধ্যে কোনটির ব্যাসার্ধ ক্ষুদ্রতম ?
Ans- Be²+

◪ s ব্লকের মৌল গুলি শিক্ষায় বিভিন্ন বর্ণ উৎপন্ন করে, ব্লকের কোন দুটি মৌল এই নিয়মের ব্যতিক্রম -
Ans- Be, Mg

◪ পর্যায় সারণিতে p ব্লকের মৌল সংখ্যা হলো ?
Ans- 30

◪ পর্যায় সারণিতে ধাতুকল্প মৌলগুলোকে স্থান দেওয়া হয়েছে ?
Ans- p ব্লকে 

◪ সন্ধিগত মৌলের সাধারণত ইলেকট্রন বিন্যাস হলো ?
Ans- (n-1)d¹-¹⁰ns¹-²

◪ প্রথম সন্ধিগত মৌল গুলি আধুনিক পর্যায় সারণির কোন পর্যায়ে অবস্থিত ?
Ans- চতুর্থ পর্যায় 

◪ মৌল গুলির মধ্যে কোনটি ধাতুকল্প 
Ans- আর্সেনিক 

◪ মৌল গুলির প্রথম আয়নীভবন বিভব এর সঠিক ক্রম টি হল Be,B,C,N,O -
Ans- B<Be<C<N<O

◪ সমস্ত সন্ধিগত মৌলই প্যারাম্যাগনেটিক কারণ ?
Ans- এদের d উপকক্ষ বিজোড় সংখ্যক ইলেকট্রন উপস্থিত থাকে 
  
◪ নিউক্লিয় রিঅ্যাক্টরের জ্বালানি রূপে ব্যবহৃত হয় ?
Ans- ইউরেনিয়াম 

◪ মৌল সমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম মৌল গুলোর পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়, এই পর্যায় সূত্রটি প্রকাশ করেন -
Ans- মেন্ডেলিফ 

◪ রাসায়নিকভাবে সদৃশ প্রতি তিনটি মৌল শ্রেণীর মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব মোটামুটি ভাবে অপর  মৌল দুটির পারমাণবিক গুরুত্বের গড় হয়। এই সূত্রটি প্রকাশ করেন -
Ans- ডোবেরিনার 

◪ কোন একটি মৌল থেকে শুরু করে প্রতি অষ্টম মৌলটি ধর্মগতভাবে প্রথম মৌলটির অনুরূপ এই সূত্রটি প্রকাশ করেন ?
Ans- নিউল্যান্ড 

◪ বোর সারণিতে মোট কয়টি শ্রেণি আছে ?
Ans- 18 টি 

◪ আধুনিক পর্যায় সূত্র অনুসারে দ্বিতীয় পর্যায়ে কয়টি মৌল আছে ?
Ans- 8 টি 

◪ তৃতীয় চতুর্থ ও পঞ্চম পর্যায়ের প্রতিটিতে কয়টি আদর্শ মৌল আছে ?
Ans- 8

◪ ইরিডিয়াম পর্যায় সারণির কোন পর্যায়ের মৌল ?
Ans- ষষ্ঠ পর্যায়ের 

◪ পর্যায় সারণিতে আদর্শ মৌলের সংখ্যা কত ?
Ans- 40

◪ বোরণ (Br)পর্যায় সারণির কোন শ্রেণীর মৌল ?
Ans- তৃতীয় শ্রেণীর 

◪ সিসা কোন শ্রেণীর মৌল ?
Ans- lVB

◪ পটাশিয়াম পর্যায় সারণির কোন শ্রেণীর মৌল ?
Ans- প্রথম 

◪ ব্রোমিন কোন শ্রেণীর মৌল ?
Ans- সপ্তম

◪ ইউরেনিয়াম কোন শ্রেণীর মৌল ?
Ans- ষষ্ঠ 

◪ হিলিয়াম পর্যায় সারণির কোন পর্যায়ের মৌল ?
Ans- প্রথম 

◪ মৌল গুলির মধ্যে কোনটি ইলেকট্রন আসক্তি শুন্য হবে ?
Ans- রেডন 

◪ পর্যায় সারণির কোন শ্রেণীর মৌলের জারণ ধর্ম সর্বাধিক ?
Ans- সপ্তম 

◪ পর্যায় সারণির কোন শ্রেণীতে কঠিন তরল ও গ্যাসীয় এই তিন প্রকারের মৌল বর্তমান ?
Ans- সপ্তম 

◪ নিউট্রন বিহীন একটি পরমাণুর হলো ?
Ans- H

◪ IA শ্রেণীর মৌল গুলি কে কি বলা হয় ?
Ans- ক্ষার ধাতু 

◪ জেনন পর্যায় সারণির কোন পর্যায়ের মৌল ?
Ans- পঞ্চম

◪ বোর সারণিতে 16 নম্বর শ্রেণীর মৌল গুলি কে কি বলা হয় ?
Ans- চ্যালকোজেন মৌল 

◪ রেডিয়াম কোন শ্রেণীর মৌল ?
Ans- দ্বিতীয় 
  
◪ লোহা কোন শ্রেণীর মৌল ?
Ans- অষ্টম 

◪ সোডিয়াম কোন শ্রেণীর মৌল ?
Ans- প্রথম 

◪ টাংস্টেন কোন শ্রেণীর মৌল ?
Ans- ষষ্ঠ 

◪ আয়োডিন পর্যায় সারণির কোন পর্যায়ের মৌল ?
Ans- পঞ্চম

◪ জিংক কোন শ্রেণীর মৌল ?
Ans- দ্বিতীয় 

◪ কোন পরমাণুর ইলেকট্রন আসক্তি কোন বিষয়টির উপর নির্ভর করে ?
Ans- পরমাণুর আকার 

◪ কোনটি ধাতব ধর্মীতার সঠিক ক্রম ?
Ans- K>Na>Mg>Al

◪ পর্যায় সারণির পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে নিম্নলিখিত কোনটির পরিবর্তন হয় ? 1. ধাতব ধর্ম কমে 2. পরমাণুর আকার বাড়ে 3. পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে
Ans- 1 & 3 সঠিক

◪ আধুনিক পর্যায় সূত্রের ধারণা দেন ?
Ans- মোসলে

◪ আধুনিক পর্যায় সূত্রটি দাঁড়িয়ে আছে ?
Ans- পারমাণবিক সংখ্যার ওপর 

◪ আধুনিক পর্যায় সারণিতে মৌল গুলোর শ্রেণীবিভাগ যে সূত্রের উপর ভিত্তি করে করা হয়েছে ?
Ans- ডি ব্রগলি সূত্র 

◪ মেন্ডেলিফের পর্যায় সারণির আধুনিক সংরক্ষণে পর্যায় ও শ্রেণি সংখ্যা হল যথাক্রমে ?
Ans- 7 ও 9 

◪ 1913 সালে বিজ্ঞানী মোসলে গবেষণার ফলে জানা যায় যে একটি মৌলের -
Ans- পারমাণবিক ভরের চেয়ে পারমাণবিক সংখ্যা বেশি গুরুত্বপূর্ণ 

◪ ক্ষারীয় মৃত্তিকা ধাতু গুলির কোন ধর্ম পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায় ?
Ans- তড়িৎ ঋণাত্মকতা

◪ প্রথম সন্ধিগত সন্ধিগত মৌলগুলি আধুনিক পর্যায় সারণির কোন পর্যায়ে অবস্থিত ?
Ans- চতুর্থ পর্যায় 

◪ নাইট্রোজেন যে পর্যায়ের মৌল তাহলো ?
Ans- দ্বিতীয় পর্যায়ে 

◪ কোনটির ব্যাসার্ধ বড় -
Ans- Cl-

◪ মেন্ডেলিফের পর্যায় সূত্রে গুরুত্ব দেয়া হয়েছে ?
Ans- পারমাণবিক গুরুত্বের উপর 

◪ ত্রয়ী সূত্র এর প্রবর্তক হলেন ?
Ans- ডোবারিনার 

◪ নিম্নলিখিত কোনটি ইলেকট্রন বিন্যাস 2s²2p⁵ হবে ?
Ans- হ্যালোজেন পরিবার

◪ দীর্ঘ পর্যায় সারণী রচিত হয়েছে কিসের ভিত্তিতে ?
Ans- পরমাণুর ইলেকট্রন বিন্যাস এর ভিত্তিতে

◪ সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি ?
Ans- Cs

◪ কোন দুটি শ্রেণীর উপশ্রেণী নেই ?
Ans- শ্রেণি 7 & 0

◪ প্রথম পর্যায়ে মাত্র দুটি মৌল জায়গা পেয়েছে। মৌল দুটি গ্যাসীয় এই পর্যায়কে বলে -
Ans- অতি হ্রস্ব পর্যায়

◪ মৌল গুলিকে পর্যায়ক্রমে সাজাতে গিয়ে অষ্টক সূত্র প্রবর্তন করেন ?
Ans- নিউল্যান্ড

◪ তথ্য গুলির মধ্যে কোনটি মেন্ডেলিফের পর্যায় সূত্রের ব্যতিক্রম নির্দেশ করে ?
Ans- Ni এর পূর্বে Co এর অবস্থান

◪ মুদ্রা ধাতু গুলি কোন গ্রুপে অবস্থিত ?
Ans- গ্রুপ l B

◪ ক্ষার ধাতু গুলি পর্যায় সারণির যে গ্রুপে অবস্থিত তা হল ?
Ans- গ্রুপ l A

◪ ল্যান্থানাইড ও এক্টিনাইটস মৌল গুলি আধুনিক পর্যায় সারণির কোন শ্রেণীতে অবস্থিত ?
Ans- 

◪ Cu, Ag, Au এই মৌল গুলিকে বলা হয় ?
Ans- মুদ্রা ধাতু 

◪ দ্বিতীয় পর্যায়ের মৌল গুলির মধ্যে ধাতু হলো ?
Ans- Li

◪ প্রতিনিধি মৌল বলতে বোঝায় ?
Ans- S ও P ব্লক মৌল কে

◪ সেতু মৌল বা (Bridge element) বলতে বুঝায় ?
Ans- দ্বিতীয় পর্যায়ের মৌল গুলিকে 

◪ সবচেয়ে ভারী ধাতুটি অবস্থান করে পর্যায় সারণির ?
Ans- ষষ্ঠ পর্যায় গ্রুপ VllA

◪ সবচেয়ে হালকা ধাতু টি অবস্থান করে পর্যায় সারণি ?
Ans- দ্বিতীয় পর্যায় গ্রুপ lA

◪ দ্বিতীয় পর্যায় কি বলে ?
Ans- প্রথম হ্রস্ব পর্যায় 

◪ একটি মৌলের ইলেকট্রন বিন্যাস 1s²2s²2p⁶3s²3p¹ পর্যায় সারণিতে মৌলটির টর অবস্থান কী হবে ?
Ans- তৃতীয় পর্যায় শ্রেণি lll

◪ যে মৌলের পরমাণু ক্রমাঙ্ক 24 সেই মৌলের পর্যায় সংখ্যা শ্রেণি সংখ্যা যথাক্রমে ?
Ans- 4,6

◪ পর্যায় সারণির কোন গ্রুপে কঠিন, তরল ও গ্যাসীয় তিন ধরনের মৌল দেখা যায় ?
Ans- VllB

◪ কোন জোড়াটি এক‌ই পর্যায়ভুক্ত ?
Ans- Na, Ca

◪ তৃতীয় পর্যায়ের আটটি মৌলের মধ্যে অধাতু হল ?
Ans- Si

◪ P, Q , R , S এই 4 টি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 12, 19, 29 ও 36 হলে কোনটি অসঙ্গতিপূর্ণ ?
Ans- S - f ব্লকের মৌল

◪ যদি কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক 33 হয় তবে মৌলটির পর্যায় সারণীতে অবস্থান করে তা হল ?
Ans- পঞ্চম শ্রেণি 

◪ A মৌলটি পর্যায় সারণির তৃতীয় পর্যায়ের অবস্থিত । এর সবচেয়ে বাইরের কক্ষে পাঁচটি ইলেকশন আছে মৌলটি হল ?
Ans- ফসফরাস 

◪ পারমাণবিক ক্রমাঙ্কের কোন জোড়াটি s ব্লক মৌল দের সাথে সম্পর্কিত ?
Ans- 3, 12

◪ দুটি আদর্শ মৌলের নাম হল ?
Ans- Li, Na

◪ দুটি মৌল A ও C এর পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 17 ও 20, A ও C দ্বারা গঠিত যৌগের আণবিক সংকেত হবে ?
Ans- CA²

◪ A,B,C চিহ্নিত তিনটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে Z-2, Z, Z+1 এদের মধ্যে B একটি নিষ্ক্রিয় গ্যাস হলে তথ্য গুলির মধ্যে কোনটি ঠিক হবে না ?
Ans- A , C দ্বারা গঠিত যৌগের সংকেত হবে AC²

◪ রঙিন জটিল যৌগ গঠন করে কোন ব্লকের মৌল ?
Ans- d

◪ কোন শ্রেণীর মৌল গুলি তেজস্ক্রিয় ?
Ans- অ্যাক্টিনাইড শ্রেণি 

◪ 10,18 ,36, 54 ও 86 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌল গুলি হল ?
Ans- নিষ্ক্রিয় গ্যাস
 
◪ মৌল গুলির মধ্যে কোনটি তরল অবস্থায় থাকে না ?
Ans- Li

◪ যে দুটি মৌলের মধ্যে কোনাকুনি সম্পর্ক আছে তারা হল ?
Ans- B, Si

◪ Li , Na এর রাসায়নিক ধর্ম একই হয় কারণ ?
Ans- এদের পরস্পরের কোনাকুনি সম্পর্ক রয়েছে

◪ পর্যায় সারণিতে কতগুলো বিরল মৃত্তিকা মৌল আছে ?
Ans- 14

◪ ধর্ম গুলির মধ্যে কোনটি পর্যায় সারণির শ্রেণী বরাবর পরিবর্তিত হয় না ?
Ans- যোজক ইলেকট্রন

◪ Na, Mg ,Al এর পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রম হল -
Ans- Na > Mg > Al

◪ ক্ষার ধাতু গুলির আয়নায়ন শক্তি কম হয় এরা ?
Ans- শক্তিশালী বিজারক

পর্যায় সারণী সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করো

File Details :: 

File Name: পর্যায় সারণী সম্পর্কিত প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  08

File Size:  405 KB


No comments:

Post a Comment