Breaking




Tuesday, 12 December 2023

পদার্থবিদ্যা MCQ প্রশ্ন উত্তর PDF

পদার্থবিদ্যা MCQ প্রশ্ন উত্তর PDF || Physics MCQ Question Answers PDF

পদার্থবিদ্যা MCQ প্রশ্ন উত্তর PDF
পদার্থবিদ্যা MCQ প্রশ্ন উত্তর PDF
ডিয়ার ছাত্রছাত্রী,
আমরা আজ তোমাদের সঙ্গে বাছাইকরা কিছু গুরুত্বপূর্ণ পদার্থবিদ্যা প্রশ্ন দিয়ে বানানো পদার্থবিদ্যা প্রশ্ন উত্তর PDF-টি শেয়ার করছি। যে PDF-টিতে যে সমস্থ প্রশ্ন গুলি দেওয়া আছে সেই প্রশ্ন গুলি Rail, Bank, WBP, UPSC, WBCS ইত্যাদি পরীক্ষা গুলির জন্য বিশেষ ভাবে কাজে আসবে। আর তোমরা ভালোভাবেই জানো যে আমরা যে সমস্থ্য প্রশ্ন বা পোস্ট গুলি করে থাকি সেই প্রশ্ন বা পোস্ট গুলি পরীক্ষার জন্য কতটা কাজে আসে। 
সুতরাং তোমরা কোনো রকম সময় নষ্ট না করে অবিলম্বে নীচের প্রশ্ন গুলি মুখস্থ করে নাও এবং পারলে PDF-টিও সংগ্রহ করে রাখতে পারো যাতে অফলাইনে অসময়ে পড়তে পারেও। 

পদার্থবিদ্যা MCQ প্রশ্ন উত্তর

০১. ত্রিমাসিক ছবি প্রস্তুত ও রেকর্ডিং করার কৌশল কে কি বলে ?
হলোগ্রাফি 
⑵ ফলোগ্রাফি
ভিডিওগ্রাফি
⑷ অডিওগ্রাফি


০২. কার্বনের যৌগ গুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি তড়িৎ সুপরিবাহী ?
⑴ গ্রাফাইট 
⑵ হিরে
⑶ কয়লা
⑷ চারকোল


০৩. একটি পেন্ডুলাম এর দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার দোলনকাল -
⑴ বেড়ে যায় 
⑵ কমে যায়
⑶ দ্বিগুণ হয়
⑷ অর্ধেক হয়


০৪. নিচের কোনটি ধাতু এবং অধাতু উভয়ের মত আচরণ করে ?
⑴ নিয়ন
⑵ আর্গন
⑶ ক্রিপটন
⑷ বোরন 


০৫. পরিষ্কার আকাশ মেঘলা আকাশের তুলনায় শীতল কারণ -
⑴ পরিবহন
⑵ পরিচলন
⑶ বিকিরণ 
⑷ ব্যাপন


০৬. এক্স রশ্মি যার মধ্য দিয়ে যেতে পারে না -
⑴ মাংস
⑵ হাড় 
⑶ লোহা
⑷ সোনা


০৭. কোন ধাতুর উপর আলোক পড়লে রোধ কমে যায় ?
⑴ তামা
⑵ লোহা
⑶ পারদ
⑷ সেলেনিয়াম 


০৮. টাইটান হলো -
⑴ শনি গ্রহের সর্ববৃহৎ উপগ্রহ 
⑵ একটি যাত্রীবাহী প্রমোদ তরী
⑶ একটি প্রাচীন শহর
⑷ ধাতব পদার্থ


০৯. কোন পদার্থটি তাপের সুপরিবাহী, কিন্তু তড়িতের অন্তরক ?
⑴ অভ্র 
⑵ সিসা
⑶ সিলিকন
⑷ বিষমাথ


১০. সোনার সঙ্গে সামান্য পরিমাণে তামা বা রূপো যোগ করা হয় __ করার জন্য।
⑴ প্রসারণ
⑵ চকচকে
⑶ কঠিন 
⑷ নমনীয়


১১. নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কার বহুরূপতা ধর্ম দেখতে পাওয়া যায় ?
⑴ টিন 
⑵ দস্তা
⑶ লোহা
⑷ ফ্রান্সিয়াম


১২. হাইড্রোজেন বোমাতে নির্গত বিশাল শক্তির উৎস কি ?
⑴ বিয়োজন
⑵ সংযোজন 
⑶ পরিবহন
⑷ পরিচলন


১৩. নিম্নোক্ত কোনটি একটি ধাতু গল্পের উদাহরণ নয় ?
⑴ দস্তা 
⑵ টিন
⑶ অ্যান্টিমনি
⑷ আর্সেনিক


১৪. নিম্নলিখিত ধাতু গুলির মধ্যে কোনটি সর্বাপেক্ষা হালকা ?
⑴ লিথিয়াম 
⑵ অ্যালুমিনিয়াম
⑶ বোরন
⑷ সিলিকন


১৫. পর্যায় সারণির কোন পর্যায়টি অসম্পূর্ণ ?
⑴ প্রথম
⑵ তৃতীয়
⑶ পঞ্চম
⑷ সপ্তম 


১৬. টেলিস্কোপ এর নলের উভয় প্রান্তে থাকে -
⑴ উত্তল লেন্স
⑵ অবতল লেন্স
⑶ সম উত্তল লেন্স 
⑷ সম অবতল লেন্স


১৭. সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল টির নাম কি ?
⑴ ফ্লোরিন 
⑵ নাইট্রোজেন
⑶ ক্লোরিন
⑷ অক্সিজেন


১৮. মহাকাশের গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণে কি ব্যবহৃত হয় ?
⑴ মাইক্রোস্কোপ
⑵ পেরিস্কোপ
⑶ স্টেথোস্কোপ
⑷ টেলিস্কোপ 


১৯. এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয় ?
⑴ ব্যারোমিটার
⑵ থার্মোমিটার
⑶ পিকো মিটার 
⑷ হাইগ্রোমিটার


২০. পজিট্রন কণার আবিষ্কারক কে ?
⑴ রাদারফোর্ড
⑵ নীলস বোর
⑶ অ্যান্ডারসন 
⑷ স্যাডউইক


২১. যে প্রক্রিয়ায় খনিজ পদার্থকে বায়ুর উপস্থিতিতে প্রচন্ডভাবে উত্তপ্ত করা হয় তাকে কি বলে ?
⑴ ক্যালসিনেশন 
⑵ বিগলন
⑶ জারণ
⑷ হাইড্রোজিনেশন


২২. পরমাণুর তিনটি উপাদানের মধ্যে কোনটির ভর সবথেকে কম ?
⑴ ইলেকট্রন 
⑵ প্রোটন
⑶ নিউট্রন
⑷ তিনটি উপাদানের ভর সমান


২৩. কুরি কিসের একক ?
⑴ চৌম্বক প্রাবল্য
⑵ চৌম্বক আবেশ
⑶ আলোর প্রাবল্য 
⑷ তেজস্ক্রিয়তা


২৪. ডারউইনের মতে প্রাকৃতিক নির্বাচনের একক হল -
⑴ ব্যক্তি
⑵ গোষ্ঠী
⑶ গণ
⑷ প্রজাতি 


২৫. পজিট্রন এর ভর নিম্নোক্ত কোনটির ভরের সমান ?
⑴ নিউট্রন
⑵ ফোটন
⑶ প্রোটন
⑷ ইলেকট্রন 


২৬. ইলেকট্রিক বাল্ব এর অভ্যন্তরে কোন গ্যাস থাকে ?
⑴ অক্সিজেন
⑵ কার্বন ডাই অক্সাইড
⑶ জিনিয়াস
⑷ নাইট্রোজেন 


২৭. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা নির্মিত ?
⑴ লোহা
⑵ নাইক্রোম
⑶ টাংস্টেন 
⑷ গ্রাফাইট


২৮. যে যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় তাকে কি বলে ?
⑴ ফ্যাদোমিটার
⑵ হাইড্রোমিটার 
⑶ হাইগ্রোমিটার
⑷ ট্রান্সমিটার


২৯. একটি ছোট বাতি থেকে নির্গত আলোর সমান্তরাল রশ্মি পেতে হলে কিরূপ আয়না ব্যবহার করতে হবে ?
⑴ সমতল
⑵ উত্তল
⑶ অবতল 
⑷ কোনোটিই নয়


৩০. আলোর কোন ধর্মের জন্য জল এর মধ্যে ঘষা কাচকে স্বচ্ছ দেখায় ?
⑴ প্রতিফলন
⑵ প্রতিসরণ 
⑶ ব্যতিচার
⑷ তরঙ্গ ধর্ম


৩১. সবথেকে কম স্ফুটনাঙ্কের নিষ্ক্রিয় গ্যাসের নাম কি ?
⑴ হিলিয়াম
⑵ নিয়ন
⑶ ক্রিপটন
⑷ জেনন 


৩২. যে তাপ বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুটির উষ্ণতা না বেড়ে অবস্থার পরিবর্তন ঘটে, তাকে কি বলে ?
⑴ বিকীর্ণ তাপ
⑵ পরিচলন তাপ
⑶ বোধগম্য তাপ
⑷ লীন তাপ 


৩৩. কোন তরলের পৃষ্ঠটান পরিমাপের SI একক কি ?
⑴ নিউটন/বর্গমিটার
⑵ কিলোগ্রাম/বর্গমিটার
⑶ ডাইন/বর্গমিটার
⑷ নিউটন/মিটার 


৩৪. মানুষের হাত কোন শ্রেণীর লিভার ?
⑴ প্রথম
⑵ দ্বিতীয়
⑶ তৃতীয় 
⑷ কোনোটিই নয়


৩৫. এক্স-রশ্মির আবিষ্কর্তা -
⑴ মাইকেল ফ্যারাডে
⑵ মেন্ডেলিফ
⑶ ডালটন
⑷ রন্টজেন 


৩৬. অষ্টক সূত্রের প্রবক্তা কে ?
⑴ ডালটন
⑵ প্রিষ্টলে
⑶ নিউল্যান্ড 
⑷ আর্যভট্ট


৩৭. হ্যালোজেন গ্রুপের সব থেকে বেশি বিক্রিয়াকারী মৌল টির নাম কি ?
⑴ হাইড্রোজেন
⑵ কার্বন
⑶ হিলিয়াম
⑷ অক্সিজেন 


৩৮. কত ডিগ্রি উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পাঠ, সেন্টিগ্রেড স্কেলের পাঠ এর পাঁচ গুণ হয় ?
⑴ -৪০⁰
⑵ ৪০⁰
⑶ ১০⁰ 
⑷ ৮⁰


৩৯. গানমেটালে কোন ধাতুটি থাকে না ?
⑴ ক্রোমিয়াম 
⑵ তামা
⑶ জিংক
⑷ টিন


৪০. একটি ফিউজ তারের -
⑴ রোধ বেশি ও গলনাঙ্ক বেশি
রোধ বেশি ও গলনাঙ্ক কম
⑶ রোধ কম ও গলনাঙ্ক বেশি 
রোধ কম ও গলনাঙ্ক কম


পদার্থবিদ্যা MCQ প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করো

File Details :: 

File Name: পদার্থবিদ্যা MCQ প্রশ্ন উত্তর

File Format:  PDF

No. of Pages:  06

File Size:  250 KB   


No comments:

Post a Comment