পশ্চিমবঙ্গ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF | West Bengal Questions Answers PDF
ডিয়ার পশ্চিমবঙ্গবাসী,
আজ আমরা তোমাদের সামনে তুলে ধরছি কিছু পশ্চিমবঙ্গ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF এই পোস্টটি সম্পর্কে। আমরা আজকে এই পোস্টটির মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করছি পশ্চিমবঙ্গ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলি, যে প্রশ্ন উত্তর গুলি তোমাদের আগত WBP, Food SI, বন সহায়ক, Rail এবং আরও অন্যান্য পরীক্ষা গুলির জন্য দারুন ভাবে কাজে আসবে বলে আমরা আশা করি।
তাই তোমরা যারা বিভিন্ন রকম চাকরীর পরীক্ষা গুলির জন্য প্রস্তুতি নিচ্ছো বা যাদের সামনে কোনো চাকরীর পরীক্ষা আছে অবশ্যই প্রশ্ন গুলি মুখস্ত করে নাও এবং যদি প্রশ্ন গুলি ভালো লেগে থাকে অবশ্যই PDF-টি সংগ্রহ করে রাখতে পারো।
পশ্চিমবঙ্গ সম্পর্কিত প্রশ্ন উত্তর
✤ পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয় কত সালে ?
Ans : ১৯৪৭ সালে
✤ পশ্চিমবঙ্গের মোট আয়তন কত ?
Ans : প্রায় ৮৮,৭৫২ বর্গকিমি
✤ পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত ?
Ans : পূর্বদিকে
✤ পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত ?
Ans : বঙ্গোপসাগর
✤ আয়তনের দিকে দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি ?
Ans : দক্ষিণ চব্বিশ পরগণা।
✤ জনঘনত্বের দিকে দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি ?
Ans : উত্তর চব্বিশ পরগণা
✤ পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি ?
Ans : কলকাতা
✤ পশ্চিমবঙ্গের তিনদিক কি দ্বারা বেষ্টিত ?
Ans : স্থলভাগ
✤ পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি ?
Ans : কলকাতা
✤ পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম কি ?
Ans : বাংলা
✤ পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি ?
Ans : মেছো বিড়াল
✤ পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি ?
Ans : শ্বেত কণ্ঠ মাছরাঙা
✤ পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি ?
Ans : শিউলি
✤ পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি ?
Ans : ছাতিম
✤ পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি ?
Ans : গৌড়ীয় নৃত্য
✤ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ?
Ans : ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষ
✤ পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম কি ?
Ans : ডঃ বিধানচন্দ্র রায়
✤ পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি ?
Ans : চক্রবর্তী রাজাগোপালাচারী
✤ পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি ?
Ans : ২৩টি
✤ পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি ?
Ans : ৫টি
✤ পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কত ?
Ans : ১৬টি
✤ পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত ?
Ans : ৪২টি
✤ পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত ?
Ans : ২৯৪টি
✤ পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি ?
Ans : বাংলাদেশ
✤ পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি ?
Ans : ভুটান
✤ পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি ?
Ans : ওড়িশা
✤ 'পশ্চিমবঙ্গের দোসর' বলা হয় কোন রাজ্যকে ?
Ans : ত্রিপুরা রাজ্যকে
✤ ভূ-প্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের ভূমিরূপকে ভাগ করা যায় ?
Ans : তিনভাগে
✤ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
Ans : সান্দাকফু
✤ বক্সা কি ?
Ans : পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের একটি গিরিপথ
✤ পশ্চিমবঙ্গের ব-দ্বীপ অঞ্চল কি দ্বারা গঠিত ?
Ans : গঙ্গা ও তার উপনদীসমূহের পলি দ্বারা
✤ পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি ?
Ans : গঙ্গা
✤ পশ্চিমবঙ্গের একটি বর্ষার জলে পুষ্ট একটি নদীর নাম লেখো।
Ans : দামোদর
✤ 'বাংলার দুঃখ' বলা হয় কোন নদীকে ?
Ans : দামোদর
✤ গন্ধেশ্বরী নদী কার উপনদী ?
Ans : দ্বারকেশ্বর
✤ দামোদর নদীর প্রধান শাখা নদী কোনটি ?
Ans : মুণ্ডেশ্বরী
✤ পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী কোন দিকে প্রবাহিত ?
Ans : উত্তর ও পশ্চিম দিক থেকে
✤ পশ্চিমবঙ্গের জলবায়ু কোন জলবায়ুর অন্তর্গত ?
Ans : মৌসুমী জলবায়ু
✤ পশ্চিমবঙ্গের একটি শৈল নিবাসের নাম লেখো।
Ans : দার্জিলিং
✤ পশ্চিমবঙ্গের খনিজ ভান্ডার কোনটি ?
Ans : পশ্চিমবঙ্গের মালভূমি
✤ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ কোনটি ?
Ans : কয়লা
✤ পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায় ?
Ans : রানীগঞ্জে
✤ পশ্চিমবঙ্গের কোথায় রাবারের চাষ হয় ?
Ans : জলপাইগুড়িতে
✤ কোথায় সরকারি দুধ তৈরির কারখানা আছে ?
Ans : হরিণঘাটায়
✤ গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের অপর নাম কি ?
Ans : সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ
✤ বদ্বীপ অঞ্চলে কি প্রকার হ্রদ দেখা যায় ?
Ans : অশ্বক্ষুরাকৃতি
✤ পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অঞ্চলের নাম কি ?
Ans : উত্তর দিনাজপুর জেলার চোপড়া
✤ পশ্চিমবঙ্গে শীতকালে প্রবাহিত ঝড়কে কি বলা হয় ?
Ans : পশ্চিমী ঝঞ্ঝা
✤ পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি ?
Ans : পাট শিল্প
পশ্চিমবঙ্গ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: পশ্চিমবঙ্গ সম্পর্কিত প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 03
File Size: 180 KB
No comments:
Post a Comment