Breaking




Friday, 24 January 2025

Railway Group D Recruitment 2025 : মাধ্যমিক পাশে রেলে 32 হাজার নিয়োগ 2025

Railway Group D Recruitment 2025 : মাধ্যমিক পাশে রেলে 32 হাজার নিয়োগ 2025

রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ বিজ্ঞপ্তি 2025
রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ বিজ্ঞপ্তি 2025
হ্যালো বন্ধুরা,
প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, দেরিতে এতো বড়ো চাকরী খবরটি উপস্থাপন করার জন্য। তাই আর বেশি দেরি না করে অবিলম্বে নীচে দেওয়া রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ বিজ্ঞপ্তি 2025 এই পোস্টটির সকল গুরুত্বপূর্ণ তথ্য গুলি শেয়ার করলাম। আমরা আজকের প্রতিবেদনটিতে উল্লেখিত বিজ্ঞপ্তিতে আবেদনের সকল প্রয়োজনীয় তথ্য গুলি, তাই মনোযোগ সহকারে তথ্য গুলি দেখে নাও এবং সেই মতো আবেদন করে দাও- 

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ২২ জানুয়ারি ২০২৫
অনলাইনে আবেদন শুরুর তারিখ ২৩ জানুয়ারি ২০২৫ (রাত ১২:০০ টা)
আবেদনের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২৫ (রাত ১১:৫৯ টা)
আবেদন ফি প্রদানের শেষ সময় ২৩ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২৫
সংশোধনের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ৬ মার্চ ২০২৫

পদের নাম :: 
  • Pointsman B
  • Assistant Loco Shed (Diesel)
  • Assistant (Track Machine)
  • Assistant (Bridge)
  • Assistant (P-Way)
  • Track Maintainer Grade IV Engineering
  • Assistant (C&W)
  • Assistant Operations (Electrical)
  • Assistant TL&AC
  • Assistant (Workshop- Mechanical)
  • Assistant (Workshop) (Mech) Mechanical
  • Assistant Loco Shed (Electrical) Electrical
  • Assistant (S&T) S&T
  • Assistant TRD Electrical
  • Assistant (C&W) Mechanical
  • Etc.....
মোট শুন্যপদ :: ৩২,৪৩৮টি 

বয়সসীমা :: আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে ১লা জানুয়ারি ২০২৫ তারিখ অনুযায়ী। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারী নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন :: ১৮,০০০ টাকা। 

যোগ্যতা :: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে।

আবেদন মূল্য :: 
  • আবেদন মূল্য ৫০০ টাকা। 
  • তবে PwBD/ মহিলা/ ট্রান্সজেন্ডার/ এক্স-সার্ভিসম্যান এবং এসসি/ এসটি/ EBC -এর অন্তর্গত প্রার্থীদের ২৫০ টাকা। 

আবেদন পদ্ধতি :: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি :: 
  • কম্পিউটার ভিত্তিক পরীক্ষা
  • শারীরিক দক্ষতার মূল্যায়ন
  • ডকুমেন্ট ভেরিফিকেশন
  • মেডিকেল পরীক্ষা

অফিশিয়াল বিজ্ঞপ্তি Click Here
ওয়েবসাইট Click Here
টেলিগ্রাম চ্যানেল লিংক Click Here

No comments:

Post a Comment