Breaking




Sunday, 26 January 2025

ভারতের বিভিন্ন পরিবেশ আন্দোলন - সাল | স্থান | নেতৃত্ব | তথ্য

ভারতের বিভিন্ন পরিবেশ আন্দোলন || Environmental Movements in India

ভারতের বিভিন্ন পরিবেশ আন্দোলন || Environmental Movements in India
ভারতের বিভিন্ন পরিবেশ আন্দোলন || Environmental Movements in India
নমস্কার বন্ধুরা
আজকে তোমাদের সঙ্গে শেয়ার যে PDF-টি শেয়ার করবো সেটি হল ভারতের বিভিন্ন পরিবেশ আন্দোলন তালিকা। যা তোমাদের সমস্থ রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আশা এই টপিকটি থেকে আশা প্রশ্নের উত্তর খুব সহজে দিতে পারো, তার জন্য।
    তাই তোমরা উক্ত পোস্টটির নীচের তথ্য গুলি পড়ে নিয়ে পরবর্তী সময়ে তোমরা যাতে অফলাইনে পড়তে পারো তার জন্য PDF-টি সংগ্রহ করে নাও। 

ভারতের বিভিন্ন পরিবেশ আন্দোলন

বিষ্ণই আন্দোলন
সাল: ১৭৩০
স্থান: খেজারলি, মারওয়ার এলাকা, রাজস্থান
নেতৃত্ব: অমৃতা দেবী
তথ্য: রাজার নতুন প্রাসাদ তৈরির জন্য পবিত্র গাছ কাটা বন্ধের উদ্দেশ্যেই এই আন্দোলন হয়েছিল। এই আন্দোলনে অংশ নেওয়া ৩৬৩ জন মানুষ মারা গিয়েছিল সৈন্যদের হাতে।

চিপকো আন্দোলন
■ সাল: ১৯৭৩
■ স্থান: উত্তরাখন্ডের চামোলি এবং পরে তেহরি গাড়ওয়াল জেলা
■ নেতৃত্ব: সুন্দরলাল বহুগুণা, চন্ডি প্রসাদ ভট্ট, গৌরী দেবী, সুদেষ্ণা দেবী
■ তথ্য: ঠিকাদারদের হাত থেকে হিমালয়ের পাদদেশে গাছগুলিকে বাঁচানোই ছিল এই আন্দোলনের মূল উদ্দেশ্য। 

সাইলেন্ট ভ্যালি আন্দোলন
■ সাল: ১৯৭৮
■ স্থান: পালাকর, কেরালা
■ নেতৃত্ব: কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ, কবি সুগাথা কুমারী প্রমুখ
■ তথ্য: চিরহরিৎ সাইলেন্ট ভ্যালি অঞ্চলের গাছ কেটে জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার প্রতিবাদেই এই আন্দোলনের সূচনা হয়।

জঙ্গল বাঁচাও আন্দোলন
■ সাল: ১৯৮২
■ স্থান: বিহারের সিংভুম জেলা
■ নেতৃত্ব: স্থানীয় উপজাতিরা
■ তথ্য: শাল গাছের জঙ্গল কাটা বন্ধ করার জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন।

আপ্পিকো আন্দোলন
■ সাল: ১৯৮৩
■ স্থান: উত্তর কান্নাডা, শিমোগো জেলা, কর্নাটক
■ নেতৃত্ব: পান্ডুরঙ্গ হেগড়ে
■ তথ্য: প্রাকৃতিক জঙ্গল রক্ষার উদ্দেশ্যেই এই আন্দোলন সংঘটিত হয়েছিল

নর্মদা বাঁচাও আন্দোলন
■ সাল: ১৯৮৫
■ স্থান: গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র
■ নেতৃত্ব:  মেধা পাটেকর, বাবা আমতে, অরুন্ধতী রায়
■ তথ্য: নর্মদা নদীতে বাঁধ তৈরির ফলে গৃহহীন পরিবার গুলির পুনর্বাসনের দাবিতেই এই আন্দোলন শুরু হয়েছিল।

তেহরি বাঁধ সংঘাত
■ সাল: ১৯৯০
■ স্থান: উত্তরাখন্ডের তেহরি জেলার ভাগীরথী নদী
■ নেতৃত্ব: সুন্দরলাল বহুগুনা
■ তথ্য:তেহরি বাঁধ নির্মান বন্ধ করার জন্যই এই মুভমেন্ট।

পরিবেশ আন্দোলনের  PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-এ ক্লিক করুন

File Details :: 

File Nameভারতের বিভিন্ন পরিবেশ আন্দোলন

File Format:  PDF

No. of Pages:  01

File Size154 KB  



No comments:

Post a Comment