Breaking




Monday, 21 October 2024

রেলওয়ে গ্রুপ ডি সিলেবাস 2024 | Railway Group D Syllabus in Bengali PDF

রেলওয়ে গ্রুপ ডি সিলেবাস 2024 | Railway Group D Syllabus in Bengali PDF

RRB গ্রুপ ডি সিলেবাস 2024 PDF
RRB গ্রুপ ডি সিলেবাস 2024 PDF
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম RRB গ্রুপ ডি সিলেবাস 2024 PDF যেটি তোমরা সম্পূর্ণ বাংলা ভাষায় পাবে, যা তোমাদের রেলওয়ে পরীক্ষায় ক্ষেত্রে বিশেষভাবে কাজে আসবে। কারন আমরা যদি সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে অবগত থাকি তাহলে আমাদের উক্ত পরীক্ষার প্রস্তুতি নিতে সুবিধা হবে।
       সুতরাং বন্ধুরা তোমরা দেরি না করে নীচে দেওয়া তথ্য গুলি খুব ভালোভাবে দেখে নাও এবং অবশ্যই PDF-টি সংগ্রহ করে রেখে দাও যাতে পরবর্তী সময়ে কাজে লাগাতে পারো।

রেলওয়ে গ্রুপ ডি সিলেবাস
 
▣ নিয়োগ পদ্ধতিঃ 
রেলওয়ে গ্রুপ ডি পদে নিয়োগের প্রক্রিয়া প্রধানত চারটি পর্যায় বা ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে, সেই চারটি ধাপ হলঃ 
০১.কম্পিউটার ভিত্তিক পরীক্ষা
০২.শারীরিক দক্ষতার মূল্যায়ন
০৩. ডকুমেন্ট ভেরিফিকেশন
০৪.মেডিকেল পরীক্ষা

০১. কম্পিউটার ভিত্তিক পরীক্ষাঃ
কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় জেনারেল সায়েন্স, গণিত, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স এই চারটি বিষয় থেকে প্রশ্ন আসে।

● প্রশ্নের ধরণঃ MCQ
● মোট প্রশ্ন সংখ্যাঃ ১০০টি
● মোট নম্বরঃ ১০০
● পরীক্ষার সময়সীমাঃ ৯০ মিনিট (প্রতিবন্ধীদের জন্য ১২০ মিনিট)
● প্রতিটি প্রশ্নের মানঃ ১নম্বর
● নেগেটিভ মার্কিংঃ ৩টি ভুলের জন্য ১ নম্বর কাটা হবে

বিষয় প্রশ্ন সংখ্যা প্রশ্নের মান
জেনারেল সায়েন্স ২৫ ২৫
গণিত ২৫ ২৫
জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং ৩০ ৩০
জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স ২০ ২০
মোট ১০০ ১০০

■ জেনারেল সায়েন্স সিলেবাসঃ
রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জেনারেল সায়েন্স সিলেবাসটি হল মাধ্যমিক স্তরের - 
পদার্থ বিজ্ঞান
 জীবন বিজ্ঞান
 রসায়ন বিজ্ঞান 

■ গণিত সিলেবাসঃ
রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার গণিত সিলেবাসটির টপিকগুলি হল - 
 সংখ্যাতত্ত্ব
 দশমিক
 গসাগু ও লসাগু
 ভগ্নাংশ
 সরলীকরণ
 অনুপাত ও সমানুপাত
 পরিমিতি
 লাভ ও ক্ষতি
 শতকরা
 সময় ও কার্য
 সময় ও দূরত্ব
 নল ও চৌবাচ্চা
 বীজগণিত
 জ্যামিতি
 ত্রিকোণমিতি
 বয়স গণনা

■ জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং সিলেবাসঃ
রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং সিলেবাসটির টপিকগুলি হল -
 সাদৃশ্য
 সাংকেতিকরণ ও অসাংকেতিকরণ
 রক্তের সম্পর্ক
 ভেনচিত্র
 সংখ্যা শ্রেণি
 বর্ণ শ্রেণি
 শ্রেণি বিভাজন
 অনুমান বাক্য
 বিবৃতি ও অনুমান
 বিবৃতি ও সিদ্ধান্ত
 বিবৃতি ও কার্যধারা
 অ্যানালিটিকাল রিজনিং

■ জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স সিলেবাসঃ

রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স সিলেবাসটির টপিকগুলি হল -
 বিজ্ঞান ও প্রযুক্তি
 খেলাধুলা
 সংস্কৃতি
 বিখ্যাত ব্যক্তিত্ব
 অর্থনীতি
 রাষ্ট্রনীতি
 অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়

০২. শারীরিক দক্ষতার মূল্যায়নঃ
যে সকল পরীক্ষার্থী কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় উত্তীর্ণ হবে শুধুমাত্র তাদেরকেই শারীরিক দক্ষতার মূল্যায়ন এর জন্য ডাকা হবে। এই পরীক্ষার বিষয়গুলি হল -

পুরুষদের জন্যঃ
এক সুযোগে বা একবারের প্রচেষ্টায় ২ মিনিটে ৩৫ কেজি ওজন নিয়ে ১০০ মিটার দৌড়াতে হবে। এতে সফল হলে পরে একবারের প্রচেষ্টায় ৪ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে ১০০০ মিটার দৌড়াতে হবে।

মহিলাদের জন্যঃ
এক সুযোগে বা একবারের প্রচেষ্টায় ২ মিনিটে ২০ কেজি ওজন নিয়ে ১০০ মিটার দৌড়াতে হবে। এতে সফল হলে পরে একবারের প্রচেষ্টায় ৫ মিনিট ৪০ সেকেন্ডের মধ্যে ১০০ মিটার দৌড়াতে হবে।

০৩.ডকুমেন্ট ভেরিফিকেশনঃ
শারীরিক দক্ষতার মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে।

০৪.মেডিকেল পরীক্ষাঃ
এই পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের মেডিকেল পরীক্ষা করা হবে এবং চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।
রেলওয়ে গ্রুপ ডি সিলেবাস 2024 PDF আকারে পেতে নীচের Download-এ ক্লিক করুন

File Details :: 

File Name: রেলওয়ে গ্রুপ ডি সিলেবাস

File Format:  PDF

No. of Pages:  03

File Size:  282 KB




No comments:

Post a Comment