Breaking




Monday, 21 October 2024

সম্রাট অশোকের শিলালিপি তালিকা PDF

সম্রাট অশোকের শিলালিপি তালিকা PDF | List of Ashoka Inscriptions PDF

সম্রাট অশোকের শিলালিপি তালিকা PDF
সম্রাট অশোকের শিলালিপি তালিকা PDF
নমস্কার বন্ধুরা,
তোমাদের আজকে যে বিষয়ের পোস্টটি দিতে চলেছি সেই বিষয়টি হল, অশোকের শিলালিপি তালিকা PDF। যে পোস্টটিতে আমরা অশোকের শিলালিপি গুলির বিষয়বস্তু গুলি খুব সুন্দর ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যা তোমাদের একটি সম্পূর্ণ ধারনা দেবে। আমরা অশোকের শিলালিপিগুলি সম্পর্কে বিস্তারিত ভাবে শেয়ার করার আগে আমরা অশোকের শিলালিপি সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আকারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি, যে তথ্য গুলি তোমরা অবশ্যই একবার পড়ে রাখবে কারন দারুন কাজে আসবে তোমাদের এই তথ্য গুলি। 

অশোকের শিলালিপি সম্পর্কে কিছু তথ্য ঃঃ- 
  • সম্রাট অশোক শিলালিপির মাধ্যমে তাঁর বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন।
  • প্রাকৃত শিলালিপিগুলি ব্রাহ্মী ও খরোষ্ঠী লিপিতে লেখা হয়েছিল, যা একজন সাধারণ মানুষও পড়তে ও বুঝতে পারত।
  • অশোকের শিলালিপি হল ভারতের মৌর্য সাম্রাজ্যের তৃতীয় রাজা অশোকের স্তম্ভ, বড় পাথর এবং গুহার দেয়ালে খোদাই করা শিলালিপি।
  • ১৮৩৭ সালে কলিকাতা মিন্টের কর্মচারী ও এশিয়াটিক সোসাইটির সদস্য জেমস প্রিন্সেপ সর্বপ্রথম অশোকের লেখর পাঠোদ্ধার করেন।
অশোকের শিলালিপির বিষয়বস্তু

🌺প্রথম শিলালিপির বিষয়বস্তু ঃঃ পশু হত্যা নিষিদ্ধকরণ

🌺দ্বিতীয় শিলালিপির বিষয়বস্তু ঃঃ চোল, পরদয়া, সত্যপুত্র ও কেরলপুত্র প্রভৃতি বংশের বিবরণ

🌺তৃতীয় শিলালিপির বিষয়বস্তু ঃঃ প্রাদেশিক, যুক্ত ও রাজুকাদের ধর্ম প্রচার সংক্রান্ত নির্দেশাবলী

🌺চতুর্থ শিলালিপির বিষয়বস্তু ঃঃ সমাজের উপর ধর্মের প্রভাব

🌺পঞ্চম শিলালিপির বিষয়বস্তু ঃঃ ধর্ম মহামাত্রদের নিয়োগ সম্পর্কিত বিবরণ

🌺ষষ্ঠ শিলালিপির বিষয়বস্তু ঃঃ প্রজাদের কল্যাণের উপযোগী কাজকর্ম

🌺সপ্তম শিলালিপির বিষয়বস্তু ঃঃ শান্তি, মন ও বিশ্বাসের সাম্য নিয়ে আলোচনা

🌺অষ্টম শিলালিপির বিষয়বস্তু ঃঃ বোধি বৃক্ষের দর্শন সম্পর্কিত বিবরণ

🌺নবম শিলালিপির বিষয়বস্তু ঃঃ ধর্ম সম্মেলন নিয়ে গঠিত বিভিন্ন ক্লেশ

🌺দশম শিলালিপির বিষয়বস্তু ঃঃ ধর্ম প্রচার

🌺একাদশ শিলালিপির বিষয়বস্তু ঃঃ ধর্মের প্রশংসা সংক্রান্ত বিবরণ

🌺দ্বাদশ শিলালিপির বিষয়বস্তু ঃঃ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ধর্মের প্রচার

🌺ত্রয়োদশ শিলালিপির বিষয়বস্তু ঃঃ কলিঙ্গ বিজয় ও গ্রীক শাসকদের কথা

🌺চতুর্দশ শিলালিপির বিষয়বস্তু ঃঃ অন্য সমস্ত শিলালিপির প্রকৃতির কথা
অশোকের শিলালিপি PDF  টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করো

File Details :: 

File Name: অশোকের শিলালিপির বিষয়বস্তু

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  110 KB


No comments:

Post a Comment