Breaking




Sunday 21 April 2024

২৪ জন জৈন তীর্থঙ্কর এর তালিকা ও তাদের চিহ্ন PDF

২৪ জন জৈন তীর্থঙ্কর এর তালিকা ও তাদের চিহ্ন PDF

২৪ জন জৈন তীর্থঙ্কর এর তালিকা ও তাদের চিহ্ন PDF
২৪ জন জৈন তীর্থঙ্কর এর তালিকা ও তাদের চিহ্ন PDF
নমস্কার বন্ধুরা,
আজকে তোমাদের জৈন ধর্মের ২৪ জন জৈন তীর্থঙ্কর-এর নাম এবং তাদের চিহ্নের তালিকাটি PDF আকারে দিচ্ছি। তোমরা অবশ্যই নীচের তালিকাটি মুখস্থ করে নেবে এবং PDF-টি সংগ্রহ করে রেখে দেবে। তাই আমাদের প্রধান কাজ হবে এই টপিকটি ভালোভাবে মুখস্থ করা।

তীর্থঙ্কর কি ?

উত্তর ঃ ‘তীর্থঙ্কর’ শব্দটির আক্ষরিক অর্থ ‘তীর্থের প্রতিষ্ঠাতা’। জৈনধর্মে ‘তীর্থ’ বলতে বোঝায় ‘সংসার নামক অনন্ত জন্ম ও মৃত্যুর সমুদ্রের মধ্যে দিয়ে প্রসারিত একটি সংকীর্ণ পথ’ জৈনদের মতে, জৈন শিক্ষা ধীরে ধীরে বিস্মৃতির অতলে তলিয়ে যায়। জৈনধর্মে একজন তীর্থঙ্কর হলেন এক সর্বজ্ঞ শিক্ষক ঈশ্বর, যিনি ধর্ম (নৈতিক পথ) শিক্ষা দেন। তীর্থঙ্করেরা অন্যদের পারাপারের জন্য সংসার ও মোক্ষের (মুক্তি) মধ্যে একটি সেতু স্থাপন করেন। 
তীর্থঙ্করদের ‘শিক্ষক ঈশ্বর’, ‘পথ-স্রষ্টা’, ‘যাত্রাপথ-স্রষ্টা’ ও ‘নদীপারাপারের পথস্রষ্টা’ বলা হয়। জৈন বিশ্বতত্ত্ব অনুসারে, প্রত্যেক বিশ্বজনীন কালচক্রের অর্ধেক সময়ে ঠিক ২৪ জন তীর্থঙ্কর ব্রহ্মাণ্ডের এই অংশকে কৃপা করেন।
২৪ জন জৈন তীর্থঙ্কর এর তালিকা ও তাদের চিহ্ন
 
তীর্থঙ্করের নাম প্রতীক চিহ্ন
ঋষভনাথ ষাঁড়
অজিতনাথ হাতি
সম্ভরনাথ ঘোড়া
অভিনন্দন স্বামী বনমানুষ/বানর
সুমতিনাথ বক
পদ্মপ্রভা লাল পদ্ম
সুপার্শ্বনাথ স্বস্তিক
চন্দ্রপ্রভা চাঁদ
সুবিধিনাথ কুমির
শীতলনাথ শ্রীবৎস
শ্রেয়াংশনাথ গণ্ডার
বাসুপূজা মহিষ
বিমলনাথ বন্য শুকর
অনন্তনাথ বাজপাখি
ধর্মনাথ বজ্র
শান্তিনাথ হরিণ
কুন্থুনাথ ছাগল
আরনাথ মাছ
মল্লিনাথ জলপাত্র
মুনিসুব্রত কচ্ছপ
নমিনাথ নীলপদ্ম
অরিষ্টনেমিনাথ শঙ্খ
পার্শ্বনাথ সাপ
মহাবীর সিংহ

নমুনা প্রশ্ন

 প্রথম তীর্থঙ্করের কে ছিলেন ? 
উত্তর ঃ ঋষভনাথ

  তীর্থঙ্কর মহাবীরের প্রতীক চিহ্ন কি ছিল ?
উত্তর ঃ সিংহ

 পঞ্চম তীর্থঙ্কর কে ছিলেন ?
 উত্তর ঃ সুমতিনাথ

 তীর্থঙ্কর ঋষভনাথের প্রতীক চিহ্ন কি ছিল ?
উত্তর ঃ ষাঁড়

 তীর্থঙ্কর চন্দ্রপ্রভা-এর প্রতীক চিহ্ন কি ছিল ?
উত্তর ঃ চাঁদ

 বাজপাখি কোন জৈন তীর্থঙ্করের প্রতীক চিহ্ন ছিল ?
উত্তর ঃ অনন্তনাথ

২৪ জন জৈন তীর্থঙ্কর এর তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন

File Details :: 

File Name: ২৪ জন জৈন তীর্থঙ্কর এর তালিকা 

File Format:  PDF

No. of Pages:  01

File Size:  163 KB



No comments:

Post a Comment