নেতাজি সুভাষ চন্দ্র বসু প্রশ্ন উত্তর PDF | Netaji Subhas Chandra Bose Questions in Bengali PDF
সুপ্রিয় বন্ধুরা,
আমরা সকলেই জানি ২৩শে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন তার ওনার ১২৮তম জন্মদিন উপলক্ষে ওনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন উত্তর আকারে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। যে তথ্য গুলি তোমাদের ওনার সম্পর্কে আরও অনেক জানতে সাহায্য করবে। তাই আর সময় নষ্ট না করে নীচে দেওয়া প্রশ্ন উত্তর গুলি খুব ভালোভাবে দেখে নাও এবং অবশ্যই PDF-টি সংগ্রহ করে রাখবে যাতে পরবর্তী সময়ে অফলাইনে পড়তে পারো।
সুভাষ চন্দ্র বসু সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর
✎ নেতাজি কোথায় জন্মগ্রহণ করেছিলেন ?
উত্তর : কটক, (অধুনা ওড়িশা), ব্রিটিশ ভারত
✎ সুভাষ চন্দ্র বসুর পিতার নাম কি ?
উত্তর : জানকীনাথ বসু
✎ সুভাষচন্দ্র বসুর মাতার নাম কি ?
উত্তর : প্রভাবতী দেবী
✎ সুভাষচন্দ্র বসুর পিতার পেশা কি ছিল ?
উত্তর : আইনজীবী
✎ কত খ্রিস্টাব্দে নেতাজি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাস করেন ?
উত্তর : ১৯১১ (কলকাতা থেকে প্রথম স্থান অধিকার করেন তিনি )
✎ সুভাষচন্দ্র বসু কোন কলেজ থেকে গ্রাডুয়েশন করেন ?
উত্তর : কলকাতা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্কটিশ চার্চ কলেজ থেকে
✎ কোন বিভাগে সুভাষচন্দ্র বসু সাম্মানিকসহ বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন
উত্তর : দর্শন
✎ কত খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু দর্শনে সাম্মানিকসহ বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন ?
উত্তর : ১৯১৮
✎ নেতাজির রাজনৈতিক গুরু ছিলেন
উত্তর : দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
✎ কত খ্রিস্টাব্দে নেতাজিকে বন্দি করা হয় এবং মান্দালয়ে নির্বাসিত করা হয় ?
উত্তর : ১৯২৫
✎ মান্দালয়ে বন্দী অবস্থায় নেতাজি কোন রোগে আক্রান্ত হয়েছিলেন ?
উত্তর : যক্ষা
✎ নেতাজির পত্নীর নাম কি ছিল ?
উত্তর : এমিলি শেঙ্কল
✎ নেতাজি কত খ্রিস্টাব্দে কোথায় বিবাহ করেন ?
উত্তর : ১৯৩৭ খ্রিষ্টাব্দে, ব্যাড গ্যাস্টিনে বিয়ে করেন
✎ নেতাজি কতবার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন ?
উত্তর : ২ বার
✎ কত খ্রিস্টাব্দে কোথায় নেতাজি প্রথম বারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি নিযুক্ত হন ?
উত্তর : ১৯৩৮ , হরিপুরা
✎ কত খ্রিস্টাব্দে কোথায় নেতাজি দ্বিতীয় বারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি নিযুক্ত হন ?
উত্তর : ১৯৩৯, ত্রিপুরি অধিবেশন
✎ ১৯৩৯ খ্রিস্টাব্দে নেতাজি গান্ধীজি মনোনীত কোন পার্থীকে হারিয়ে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন ?
উত্তর : পট্টভি সিতারামায়া
✎ পট্টভি সীতারামাইয়াকে নেতাজি হারিয়ে দেবার পর গান্ধীজি কি বলেছিলেন ?
উত্তর : নির্বাচনের ফলাফল শোনার পর গান্ধি বলেন “পট্টভির হার আমার হার”।
✎ গান্ধীজির বিরোধিতায় নেতাজি জাতীয় কংগ্রেস ছাড়তে বাধ্য হয়ে ১৯৩৯ খ্রিস্টাব্দে কোন দল গঠন করেন ?
উত্তর : সারা ভারত ফরওয়ার্ড ব্লক (All India Forward Bloc)
✎ আফগানিস্তানে পালানোর সময় নেতাজি আফগানিস্তানের পশতু ভাষা না জানায় কাকে সঙ্গী হিসেবে নেন ও নিজে বোবা কালা সেজে যান ?
উত্তর : মিয়া আকবর শাহ
✎ নেতাজি কোন ছদ্মনামে মস্কো গমন করেন ?
উত্তর : কাউন্ট অরল্যান্ডো মাজ্জোট্টা
✎ কত খ্রিষ্টাব্দে রাসবিহারী বসু “ভারতীয় জাতীয় সেনাবাহিনী (ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি)”- এর দায়িত্ব সুভাষ চন্দ্র বসুকে হস্তান্তর করেণ ?
উত্তর : ১৯৪৩ খ্রিষ্টাব্দে
✎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নারীবাহিনীর নাম কি ছিল ?
উত্তর : রানি লক্ষ্মীবাঈ কমব্যাট
✎ সুভাষচন্দ্র বসু কর্তৃক নির্মিত প্রাদেশিক সরকারের নাম কি ছিল ?
উত্তর : “মুক্ত ভারতের প্রাদেশিক সরকার” (আর্জি হুকুমত-এ-আজাদ হিন্দ)
✎ সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী দুটির নাম কি ছিল ?
উত্তর : ‘Indian Pilgrim’ এবং ‘India’s Struggle for Freedom’
✎ নেতাজির কন্যা সন্তানের নাম কি ?
উত্তর : অনিতা বসু পাফ
✎ “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব” – কার একটি বিখ্যাত উক্তি ?
উত্তর : নেতাজি
✎ নেতাজি কোথায় বলেছিলেন – “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব” ?
উত্তর : ৪ জুলাই ১৯৪৪ খ্রিষ্টাব্দে বার্মাতে এক র্যালিতে তিনি এই উক্তি করেন
✎ ‘ভারতের জয়’ (‘জয় হিন্দ’) – প্রথম বলেছিলেন
উত্তর : নেতাজি
✎ কে সুভাষচন্দ্রকে ‘দেশনায়ক’ আখ্যা দিয়েছিলেন ?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর
✎ রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন নৃত্যনাট্যটি নেতাজিকে উৎসর্গ করেছিলেন ?
উত্তর : তাসের দেশ
✎ কোন বিমানবন্দরের নাম নেতাজির নামের ওপর রাখা হয়েছে ?
উত্তর : নেতাজির জন্মশতবর্ষ উপলক্ষে দমদম বিমানবন্দরের নাম পরিবর্তিত করে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হয়
✎ ‘নেতাজি ভবন’মেট্রো স্টেশনের পূর্বনাম কি ছিল ?
উত্তর : ভবানীপুর
✎ নেতাজি তাঁর “Great Escape” -এর সময় তার যে প্রিয় গাড়িটি ব্যবহার করেন সেটি নাম্বার ছিল
উত্তর : BLA 7169
✎ বেসরকারি মতে নেতাজির সমাধি কোথায় রয়েছে ?
উত্তর : রেনকোজি মন্দির (জাপানের টোকিও শহরের একটি বৌদ্ধ মন্দির )। মনে করা হয় যে, ১৯৪৫ খ্রিষ্টাব্দের ১৮ই সেপ্টেম্বর থেকে এই মন্দিরে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসুর অস্থিভস্ম রক্ষিত আছে।
✎ কোন কমিশনের বয়ান অনুযায়ী, ১৯৪৫ খ্রিষ্টাব্দের ১৮ই আগস্ট তাইহোকু সেনা হাসপাতালে সুভাষচন্দ্র বসুর মৃত্যুর পর তাঁর অস্থিভস্ম তাইপেই শহরে একটি বাক্সে রাখা হয় ?
উত্তর : জি. ডি. খোসলা কমিশন
✎ ১৯৯৯ খ্রিস্টাব্দে আদালতের আদেশ মোতাবেক কোন কমিটিকে নেতাজির মৃত্যুর সত্যতা প্রমাণ করার জন্যে নিয়োগ করা হয় ?
উত্তর : মুখার্জি কমিশন (মুখার্জি কমিশন তার রিপোর্ট পেশ করে ২০০৫ খ্রিস্টাব্দের ৮ নভেম্বর )
✎ মাউন্টব্যাটেন কোন গোয়েন্দাকে সুভাষচন্দ্রের মৃত্যুর তদন্তভার অর্পণ করেন ?
উত্তর : স্যার জন ফিগেস
✎ কোন ব্রিটিশ অধ্যাপককে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার জন্য প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন সুভাষ ?
উত্তর : ই এফ ওটেন
✎ কত সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি ?
উত্তর : ১৯২১ সালে
✎ সুভাষচন্দ্র বসুর মাতার নাম কি ?
উত্তর : প্রভাবতী দেবী
✎ হাটখোলার দত্ত পরিবারের সাথে সুভাষচন্দ্র বসুর সম্পর্ক কি ছিল ?
উত্তর : হাটখোলার দত্ত পরিবারের প্রভাবতী দেবী ছিলেন সুভাষচন্দ্র বসুর মাতা
✎ জানকীনাথ বসু অনুসরণ আইন ব্যবসা শুরু করেন ?
উত্তর : কটকে
✎ সুভাষা বসুর পক্ষে কত সাল থেকে কটকে আইন ব্যবসা শুরু করেন ?
উত্তর : ১৮৮৫ সাল
✎ বসু পরিবারের বাস ছিল কোথায় ?
উত্তর : কলকাতার কাছাকাছি মহানগরে
✎ জানকীনাথ বসু কত বছরের ব্যবস্থাপকভার সদস্য হন ?
উত্তর : ১৯১২ সালে
✎ সুভাষচন্দ্র বসুর কতজন ভাই বোন ছিল ?
উত্তর : ১৪ জন (৮ জন ভাই, ৬ জন বোন, এদের মধ্যে একভাই খুব অল্পবয়সে মারা যান)
✎ সুভাষচন্দ্র বসু তাঁর পিতামাতার কততম সন্তান ?
উত্তর : নবম
✎ নেতাজীর পাঠ্য জীবন শুরু হয় কোন বিদ্যালয়ে থেকে ?
উত্তর : কটক শহরের প্রোটোস্ট্যান্ট স্কুলে
✎ ছোটবেলায় কোন শিক্ষকের দ্বারা সুভাষচন্দ্র বসু গভীরভাবে অনুপ্রাণিত হন ?
উত্তর : বেনীমাধব দাশ
✎ সুভাষচন্দ্র বসু প্রথম স্কুল কোনটি ছিল ?
উত্তর : প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল
✎ সুচন্দ্র বসু কত সালে প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে ভাষা গঠন করছিলেন ?
উত্তর : ১৯০২ সালে
✎ সুভাষচন্দ্র বসু প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে কত সাল পর্যন্ত পাঠশুনা করেন ?
উত্তর : ১৯০২-১৯০৯ সাল
✎ সুভাষচন্দ্র বসু কত সালে ম্যারাক পাশ করেন ?
উত্তর : ১৯১১ সালে
✎ সুভাষ চন্দ্র বসু মারিক পরীক্ষায় কততম স্হান অধিকার করেন ?
উত্তর : দ্বিতীয় স্হান
✎ কলকাতার কোনে সুভাষচন্দ্র বসু প্রথম গঠন করেন ?
উত্তর : প্রেসিডেন্সি গ.
✎ কোন কারণে সুভাষচন্দ্র বসুকে প্রেসিডেন্সি থেকে বহিষ্কার করা হয় ?
উত্তর : প্রফেসর সভাপতিকে নিগ্রহ করা ওঠার অভিযোগে সুভাষচন্দ্র বসুকে বহিষ্কার করা হয়
✎ সুভাষচন্দ্র বসু কত সালে বি.এ. পাশ করেন ?
উত্তর : ১৯১৮ সালে
✎ সুভাষচন্দ্র বসু কোন থেকে বি.এ. পাশ করন ?
উত্তর : স্কট চার্চ কলেজ, কলকাতা
✎ সুভাষচন্দ্র বসু কোন বিষয় নিয়ে বি.এ.পাশ করেন ?
উত্তর : দর্শন
✎ সুভাষচন্দ্র বসু কী উদ্দেশ্য নিয়ে বি.এ. পাশ করেন ?
উত্তর : সুভাষচন্দ্র বসু আই সি এস পরীক্ষার্থী বিলেত ভ্রমণ করার উদ্দেশ্যে
✎ সুভাষচন্দ্র বসু কত সালে বিলেত ভ্রমণ করেন ?
উত্তর : ১৯১৯ মাসের ৯ সেপ্টেম্বর
✎ সুভাষচন্দ্র বসু আইসিএস পরীক্ষায় কত সর্বোচ্চ স্থান পায় ?
উত্তর : চতুর্থ স্থান
✎ সুভাষ চন্দ্র বসুর গুরু কে ?
উত্তর : দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
✎ হলওয়েল মনুমেন্ট নিয়ে কে আন্দোলন শুরু করেন ?
উত্তর : সুভাষচন্দ্র বসু
✎ সুভাষচন্দ্র বসু কোনদিনে জন্ম গ্রহণ করেন ?
উত্তর : শনিবার
✎ শরৎচন্দ্র বসুর স্ত্রীর নাম কি ছিল ?
উত্তর : বিভাবতী বসু
✎ সুভাষচন্দ্র বসু কত বছরের সিভিল প্রত্যাখ্যান করে ফেরেন ?
উত্তর : ১৯২১ সালে
✎ সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি কোথায় ছিল ?
উত্তর : সুভাষাগ্রাম (কোদালিয়া গ্রাম) দক্ষিন ২৪ পরগনা
✎ ভারতীয় সংগ্রাম বইটি কার লেখা ?
উত্তর : সুভাষচন্দ্র বসুর লেখা
✎ ভারতীয় সংগ্রাম বইটি কত সালে প্রকাশ করা হয় ?
উত্তর : ১৯৩৫ সালে
✎ ফরওয়ার্ড পত্রিকা কে সংগঠন করেন ?
উত্তর : দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
✎ ফরওয়ার্ড পত্রিকার বিধান কে ছিলেন ?
উত্তর : সুভাষচন্দ্র বসু
✎ তরুণের স্বপ্ন কার লেখা ?
উত্তর : সুভাষচন্দ্র বসু
✎ সুভাষচন্দ্র বসুর মেজদার নাম কি ছিল ?
উত্তর : শরৎচন্দ্র বসু
✎ ‘দেশপ্রেমিকদের দেশপ্রেমিক’ বলা হয় ?
উত্তর : সুভাষচন্দ্র বসুকে
✎ সুভাষচন্দ্র বসুকে 'দেশপ্রেমিকদের দেশপ্রেমিক' উপাধি দিয়েছিলেন ?
উত্তর : গান্ধিজি
✎ সুভাষচন্দ্র বসু কখন ফরওয়ার্ড ব্লক গঠন করেন ?
উত্তর : ১৯৩৯ মাস ৩ মে
✎ কার নির্দেশে চন্দ্র বসুকে বঙ্গীয় সুতার পদ থেকে অপসারিত করা হয় ?
উত্তর : গান্ধিজির নির্দেশে
✎ কবে নেতাজীকে কে বঙ্গীয় পদের সুপদ থেকে অপসারিত করা হয় ?
উত্তর : ১৯৩৯ মার্চ ১১ আগস্ট
✎ সুভাষ চন্দ্র বসু কবে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন ?
উত্তর : ১৯৩৮ সালে
✎ সুভাষন্দ্র বসু কোন অধ্যায়নে প্রথম জাতীয় সংসদের হন ?
উত্তর : হরিপুর অধিবেশনে
✎ সুভাষচন্দ্র বসু ত্রিপুরি অধিবেশনে কাকে পরাজয় করে উপর্যুপরি দ্বিতীয় জাতীয় দলের নেতা হন ?
উত্তর : পট্টভি সীতারামাইয়াকে
✎ পট্টভি সীতারামাইয়াকে পরাজয়কে নিজের পরাজয় বলে ?
উত্তর : গান্ধিজি
✎ শিশির কুমার বসু সম্পর্কে সুভাষচন্দ্র বসুর কে হন ?
উত্তর : ভাইপো
✎ আজাদ হিন্দ রেডিও কে স্থাপন করেন ?
উত্তর : সুভাষচন্দ্র বসু
✎ মহাজাতি সদনের ভিত্তি প্রস্তর কে স্থাপন করেন ?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর
✎ কখন মহাজাতি সদন প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : ১৯৩৯ মার্চ ১৯ আগস্ট
✎ ভারতীয় তীর্থযাত্রী কার লেখা ?
উত্তর : সুভাষ চন্দ্র বসুর
✎ সুভাষ চন্দ্র বসুর লেখা অসমাপ্ত আত্মজীবনীর নাম কি ?
উত্তর : ভারতীয় তীর্থযাত্রী
নেতাজি সুভাষ চন্দ্র বসু প্রশ্ন উত্তর PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: স্বামী বিবেকানন্দ প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 06
File Size: 296 KB
No comments:
Post a Comment