Breaking




Friday, 23 August 2024

কোচবিহার ICDS এডমিট কার্ড 2024 | Cooch Behar ICDS Admit Card 2024

কোচবিহার ICDS পরীক্ষার এডমিট কার্ড 2024 | Cooch Behar ICDS Admit Card 2024

কোচবিহার ICDS এডমিট কার্ড 2024
কোচবিহার ICDS এডমিট কার্ড 2024
ডিয়ার কোচবিহার বাসী,
তোমরা যারা গত মাসে অর্থাৎ জুলাই মাসে প্রকাশিত হওয়া অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য আবেদন করেছিলে, তাদের জন্য আজকে আরও একটি সুখবর নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে কোচবিহার জেলার অঙ্গনওয়াড়ি সহায়িকা ও কর্মী নিয়োগের পরীক্ষার এডমিট কার্ড। তাই তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি নিজ নিজ Admit Card-টি সংগ্রহ করে নাও।

বিঃ দ্রঃ- এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ৭ই সেপ্টেম্বর ২০২৪ তারিখে।

অফিশিয়াল ওয়েবসাইট - Click Here

Admit Card সংগ্রহের পদ্ধতি-

  1. প্রথমে নীচে দেওয়া Click Here লেখায় ক্লিক করতে হবে।
  2. তারপর নিজের আবেদন ফর্মের আপ্লিকেশন বা রেজিস্ট্রেশন নম্বর বসাতে হবে প্রথম বক্সে।
  3. তারপর দ্বিতীয় বক্সে নিজের জন্ম তারিখ বসাতে হবে।
  4. সবশেষে নীল রঙের বক্সের মধ্যে লেখা Submit লেখায় ক্লিক করলেই Admit Card সংগ্রহ হয়ে যাবে। 

Admit Card Link Click Here


No comments:

Post a Comment