কোচবিহার ICDS পরীক্ষার এডমিট কার্ড 2024 | Cooch Behar ICDS Admit Card 2024
ডিয়ার কোচবিহার বাসী,
তোমরা যারা গত মাসে অর্থাৎ জুলাই মাসে প্রকাশিত হওয়া অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য আবেদন করেছিলে, তাদের জন্য আজকে আরও একটি সুখবর নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে কোচবিহার জেলার অঙ্গনওয়াড়ি সহায়িকা ও কর্মী নিয়োগের পরীক্ষার এডমিট কার্ড। তাই তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি নিজ নিজ Admit Card-টি সংগ্রহ করে নাও।
বিঃ দ্রঃ- এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ৭ই সেপ্টেম্বর ২০২৪ তারিখে।
অফিশিয়াল ওয়েবসাইট - Click Here
Admit Card সংগ্রহের পদ্ধতি-
- প্রথমে নীচে দেওয়া Click Here লেখায় ক্লিক করতে হবে।
- তারপর নিজের আবেদন ফর্মের আপ্লিকেশন বা রেজিস্ট্রেশন নম্বর বসাতে হবে প্রথম বক্সে।
- তারপর দ্বিতীয় বক্সে নিজের জন্ম তারিখ বসাতে হবে।
- সবশেষে নীল রঙের বক্সের মধ্যে লেখা Submit লেখায় ক্লিক করলেই Admit Card সংগ্রহ হয়ে যাবে।
Admit Card Link | Click Here |
আরও পড়ুন - অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট
No comments:
Post a Comment