পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ উৎপাদনকারী জেলা তালিকা PDF | Minerals Producing Districts of West Bengal
নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আমরা আজকে নিয়ে হাজির হয়েছি পশ্চিমবঙ্গের খনিজ পদার্থ উৎপাদনকারী জেলা তালিকা PDF এই পোস্টটি। যে পোস্টটির মধ্যে আমরা পশ্চিমবঙ্গে উৎপাদিত হয় এমন কিছু খনিজ পদার্থের নাম এবং সেই পদার্থ গুলি কোন অঞ্চলে উৎপাদিত হয় তার নাম খুব সহজ ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
আমরা এই পোস্টটি দু'রকম ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমে নীচে প্রশ্ন আকারে শেয়ার করলাম এবং তারপর PDF-টি তালিকা আকারে শেয়ার করলাম। তাই তোমরা ভালোভাবে দেখে নাও এই পোস্টটি।
পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ উৎপাদনকারী জেলা সমূহ
📚পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় চীনা মাটি উৎপাদন হয় ?
➥ বীরভুম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর
📚পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় তামা উৎপাদন হয় ?
➥ জলপাইগুড়ি, দার্জিলিং, বর্ধমান, পুরুলিয়া, বীরভুম
📚পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কয়লা উৎপাদন হয় ?
➥ পশ্চিম বর্ধমান, বীরভুম, কালিম্পং, জলপাইগুড়ি, পুরুলিয়া, দার্জিলিং
📚পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় গ্রাফাইট উৎপাদন হয় ?
➥ পুরুলিয়া, দার্জিলিং
📚পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় চুনাপাথর উৎপাদন হয় ?
➥ পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং
📚পশ্চিমবঙ্গের কোন জেলায় ডলোমাইট উৎপাদন হয় ?
➥ জলপাইগুড়ি
📚পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ফায়ার ক্লে উৎপাদন হয় ?
➥ পশ্চিম বর্ধমান, বীরভুম
📚পশ্চিমবঙ্গের কোন জেলায় অ্যাপেটাইট উৎপাদন হয় ?
➥ পুরুলিয়া
📚পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আকরিক লোহা উৎপাদন হয় ?
➥ পুরুলিয়া, বাঁকুড়া
📚পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় অভ্র বা মাইকা উৎপাদন হয় ?
➥ পুরুলিয়া, বাঁকুড়া
📚পশ্চিমবঙ্গের কোন জেলায় উলফ্রাম উৎপাদন হয় ?
➥ বাঁকুড়া
📚পশ্চিমবঙ্গের কোন জেলায় পাইরাইট উৎপাদন হয় ?
➥ পুরুলিয়া
📚পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ম্যাঙ্গানিজ উৎপাদন হয় ?
➥ পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান
📚পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় গিরিমাটি উৎপাদন হয় ?
➥ বর্ধমান, মেদিনীপুর, পুরুলিয়া
📚পশ্চিমবঙ্গের কোন জেলায় ব্যারাইট উৎপাদন হয় ?
➥ পুরুলিয়া
📚পশ্চিমবঙ্গের কোন জেলায় টাইটেনিয়াম উৎপাদন হয় ?
➥ পুরুলিয়া
📚পশ্চিমবঙ্গের কোন জেলায় কায়নাইট উৎপাদন হয় ?
➥ পুরুলিয়া
📚পশ্চিমবঙ্গের কোন জেলায় অ্যাসবেসটস উৎপাদন হয় ?
➥ পশ্চিম মেদিনীপুর
📚পশ্চিমবঙ্গের কোন জেলায় বেস মেটাল উৎপাদন হয় ?
➥ দার্জিলিং, জলপাইগুড়ি, পুরুলিয়া
পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ উৎপাদনকারী জেলা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ উৎপাদনকারী জেলা
File Format: PDF
No. of Pages: 01
File Size: 135 KB
No comments:
Post a Comment