বিভিন্ন গ্যাসের উপাদান তালিকা PDF | Elements list of various gases PDF
![]()  | 
| বিভিন্ন গ্যাসের উপাদান PDF | 
ডিয়ার ছাত্রছাত্রী,
তোমাদের আজ দিচ্ছি বিভিন্ন গ্যাস ও তার উপাদান PDF-এই পোস্টটি, যে পোস্টটিতে বিশেষ কিছু গ্যাসের নাম ও তার প্রধান ও অন্যান্য উপাদান গুলি খুব সুন্দর ভাবে সাজিয়ে দেওয়া আছে। যে পোস্টটি তোমরা অবশ্যই পড়ে রাখার দরকার আছে, কারন এই পোস্টটি থেকে হামেসাই প্রশ্ন এসে থাকে বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা গুলিতে। 
সুতরাং তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি নীচের দেওয়া তালিকাটি এবং সম্ভাব প্রশ্ন গুলি পড়ে নাও যাতে কোনো দিক থেকে কোনো ভাবে তোমাদের সমস্যায় পড়তে না হয়। 
বিভিন্ন গ্যাস ও তার উপাদান তালিকা
| গ্যাসের নাম | উপাদান | 
|---|---|
| LPG | বিউটেন, আইসোবিউটেন ও প্রোপেন প্রাকৃতিক গ্যাস মিথেন, ইথিলিন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, পেন্টেন | 
| প্রাকৃতিক গ্যাস | মিথেন, ইথিলিন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, পেন্টেন | 
| কোল গ্যাস | হাইড্রোজেন, মিথেন, কার্বন মনোক্সাইড, ইথিলিন, অ্যাসিটিলিন, বেঞ্জিন | 
| অয়েল গ্যাস | হাইড্রোজেন, মিথেন, ইথেন, কার্বন মনোক্সাইড-এর মিশ্রণ | 
| ওয়াটার গ্যাস | কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন | 
| জৈব গ্যাস | মিথেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন | 
| প্রডিউসার গ্যাস | নাইট্রোজেন ও কার্বন মনোক্সাইড | 
| তেল গ্যাস | মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন | 
| গোবর গ্যাস | মিথেন, কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণ | 
| প্রোডিউসার গ্যাস | কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেনের মিশ্রণ | 
| CNG | সংনমিত প্রাকৃতিক গ্যাস (প্রধান উপাদান মিথেন) | 
সম্ভাব্য প্রশ্ন উত্তর 
◼️ LPG-গ্যাসের প্রধান উপাদান কি ?
➨ বিউটেন ও প্রোপেন
◼️ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি ?
➨ মিথেন
◼️ কোল গ্যাসের প্রধান উপাদান কি ?
➨ হাইড্রোজেন
◼️ অয়েল গ্যাসের প্রধান উপাদান কি ?
➨ হাইড্রোজেন
◼️ ওয়াটার গ্যাসের প্রধান উপাদান কি ?
➨ কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন
◼️ জৈব গ্যাসের প্রধান উপাদান কি ?
➨ মিথেন 
◼️ প্রডিউসার গ্যাসের প্রধান উপাদান কি ?
➨ নাইট্রোজেন ও কার্বন মনোক্সাইড
◼️ তেল গ্যাসের প্রধান উপাদান কি ?
➨ মিথেন 
◼️ গোবর গ্যাসের প্রধান উপাদান কি ?
➨ মিথেন
◼️ প্রোডিউসার গ্যাসের প্রধান উপাদান কি ?
➨ কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন
◼️ CNG-গ্যাসের প্রধান উপাদান কি ?
➨ মিথেন 
গ্যাসের উপাদান তালিকা PDF টি সংগ্রহ করতে নীচের Download Now-লেখায় ক্লিক করুন
File Details ::
File Name: বিভিন্ন গ্যাসের উপাদান
File Format: PDF
No. of Pages: 01
File Size: 125 KB

No comments:
Post a Comment