Breaking




Friday, 1 March 2024

পশ্চিম বর্ধমান অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি 2024 || Paschim Bardhaman Anganwadi Recruitment 2024

পশ্চিম বর্ধমান অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি 2024 || Paschim Bardhaman Anganwadi Recruitment 2024

পশ্চিম বর্ধমান অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি 2024
পশ্চিম বর্ধমান অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি 2024
নমস্কার বন্ধুরা,
তোমাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি, পশ্চিম বর্ধমান অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি 2024 এই চাকরির খবরটি নিয়ে। আমাদের প্রতিবেদনটির মধ্যে উক্ত জেলায় ব্লকে ব্লকে নিয়োগের পদ্ধতি, ব্লক ভিতির শূন্যপদ, যোগ্যতা, আবেদনের শুরু ও শেষ, আবেদন পদ্ধতি এই সমস্ত তথ্য গুলি খুবই সহজ এবং সংক্ষিপ্ত আকারে শেয়ার করলাম। 
তাই তোমরা যারা উক্ত জেলার এবং নির্দিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা অবশ্যই উল্লেখিত সময়ের মধ্যে আবেদন করে দাও।

বোর্ডের নাম :: পশ্চিম বর্ধমান সুসংহত শিশুবিকাশ সেবা প্রকল্প 

পদের নাম :: অঙ্গনওয়াড়ি কর্মী

মোট শূন্যপদ :: ৬৬টি

ব্লক ভিত্তিক শুন্যপদ :: 
  1. কাঁকসা :: ১৮টি
  2. পাণ্ডবেশ্বর :: ৭টি
  3. ফরিদপুর দুর্গাপুর :: ৯টি
  4. রাণীগঞ্জ :: ২৫টি
  5. অন্ডাল :: ৫টি
  6. রাণীগঞ্জ (শহরাঞ্চল) :: ১টি
  7. জামুরিয়া (শহরাঞ্চল) :: ১টি

শিক্ষাগত যোগ্যতা :: উক্ত পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

বয়সসীমা :: প্রার্থীর বয়স ২৮শে ফেব্রুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী ৬৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি :: প্রার্থীদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রটি সংগ্রহ করে সঠিক ভাবে পূরণ করে উল্লেখিত নথিপত্র গুলি যুক্ত করে মুখবন্ধ খামের মধ্যে দিয়ে নিজের ব্লকে জমা দিতে হবে। বিঃ দ্রঃ- আবেদনপত্র জমাদেবার ঠিকানা ব্লক ভিত্তিক বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

নিয়োগ পদ্ধতি :: যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা, অভিজ্ঞতা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে। যার মধ্যে লিখিত পরীক্ষায় ৩৫ নম্বর, অভিজ্ঞতার ক্ষেত্রে ১০ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ৫ নম্বর নিয়ে মোট ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ :: 

আবেদন শুরু ২৮শে ফেব্রুয়ারি ২০২৪
আবেদন শেষ ২০শে মার্চ ২০২৪
রাণীগঞ্জ, রাণীগঞ্জ (শহরাঞ্চল),
জামুরিয়া (শহরাঞ্চল) 
২৩শে ফেব্রুয়ারি শুরু
১৫ই মার্চ শেষ

গুরুত্বপূর্ণ লিংক ::

ব্লক ভিত্তিক বিজ্ঞপ্তি Click Here
অফিশিয়াল ওয়েবসাইট Click Here

বিঃ দ্রঃ- যারা ১৯শে সেপ্টেম্বর ২০১৩ এর পূর্বে সহায়িকা পদে যোগদান করেছেন, তাদের ক্ষেত্রে সহায়িকা পদে আবেদন করার সময় নিজের দশম শ্রেণি পাস বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা গোপন করে থাকেন তাহলে এই ক্ষেত্রে তার আবেদনপত্র বিবেচিত হবে না।




No comments:

Post a Comment