Breaking




Saturday, 2 March 2024

মালদা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ বিজ্ঞপ্তি 2024 || Malda Anganwadi Worker and Helper Recruitment 2024

মালদা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ বিজ্ঞপ্তি 2024 || Malda Anganwadi Worker and Helper Recruitment 2024

মালদা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ বিজ্ঞপ্তি 2024
মালদা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ বিজ্ঞপ্তি 2024
নমস্কার বন্ধুরা,
মালদা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ বিজ্ঞপ্তি 2024 এই চাকরির খবরটি আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। অতএব যার মালদা জেলার এবং উল্লেখিত ব্লক গুলির স্থায়ী মহিলা বাসিন্দারা তোমরা অবশ্যই নীচের প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখে নাও এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দাও।

বোর্ডের নাম :: মালদা  সুসংহত শিশুবিকাশ সেবা প্রকল্প 

পদের নাম :: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা

মোট শূন্যপদ :: ১৪৮০টি

যে সমস্ত ব্লকে নিয়োগ করা হবে :: 

ব্লক সমূহ সহায়িকা কর্মী সহায়িকা থেকে কর্মী
বামনগোলা ১০৬টি ৫টি ২৫টি
চাঁচল-২ ৩০টি ১০টি ২৫টি
ইংলিশ বাজার ও ওল্ড মালদা (আরবান) ৯টি ৩টি ৮টি
ইংলিশ বাজার ১৩৬টি ১২টি ৪৬টি
রতুয়া-১ ৮৫টি ১৩টি ৩৯টি
গাজোল ৫৮টি ১৬টি ৭৯টি
রতুয়া-২ ৪টি ২টি ৮টি
হাবিবপুর ৫৪টি ২০টি ৬৯টি
কালিয়াচক-১ ১১৫টি ২০টি ৬২টি
চাঁচল-১ ২৬টি ৯টি ২৫টি
হরিশচন্দ্রপুর-১ ৪৩টি ১৫টি ৪৫টি
কালিয়াচক-২ ২৩টি ২৬টি ১২টি
হরিশচন্দ্রপুর-২ ১৬টি ৬টি ১৯টি
কালিয়াচক-৩ ২০টি ৪টি ২০টি
মানিকচক ২৪টি ৬টি ৩২টি
ওল্ড মালদা ২৪টি ৫টি ২১টি
মোট ৭৭৩টি ১৭২টি ৫৩৫টি

শিক্ষাগত যোগ্যতা :: 
সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী :: মাধ্যমিক পাশ
কর্মী ও সহায়িকা :: উচ্চ মাধ্যমিক

বয়সসীমা :: 
সহায়িকা থেকে কর্মী :: ৬৫ বছর পর্যন্ত
কর্মী ও সহায়িকা :: ১৮-৩৫ বছর

মাসিক বেতন :: 
সহায়িকা :: ৬৩০০ টাকা
কর্মী :: ৮২৫০ টাকা

আবেদন পদ্ধতি :: ইচ্ছুক প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য গুলি প্রদান করে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি :: কর্মী ও সহায়িকা পদের জন্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। আর সহায়িকা থেকে কর্মী পদের জন্য লিখিত পরীক্ষা, কাজের অভিজ্ঞতা এবং ইন্টারভিউর মাধ্যমে কর্মী বাছাই করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ :: 

আবেদন শুরু ১লা মার্চ ২০২৪
আবেদন শেষ ৩১শে মার্চ ২০২৪

গুরুত্বপূর্ণ লিংক ::

ব্লক ভিত্তিক বিজ্ঞপ্তি Click Here
অফিশিয়াল ওয়েবসাইট Click Here

বিঃ দ্রঃ- এই বিজ্ঞপ্তিতে তারাই আবেদন করতে পারবে যারা উল্লেখিত ব্লকের স্থায়ী বাসিন্দা।




No comments:

Post a Comment